Indian Air Force Recruitment 2025 সম্পর্কিত তথ্য এখনই জেনে নিন

Indian Air Force Recruitment 2025 সম্পর্কিত তথ্য এখনই জেনে নিন

ভারতীয়  বিমান বাহিনী অর্থাৎ Indian Air Force Recruitment হতে চলেছে খুব তাড়াতাড়ি। Indian Air Force Recruitment Group C   পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় বিমান বাহিনী বা Indian Air Force Recruitment  গ্রুপ সি-তে ১৫৩টি শূন্যপদের  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে হ্যাঁ আগ্রহী আবেদনকারীদের মনে রাখতে হবে যে এই পদের জন্য আবেদনপত্রগুলি অফলাইন মোডের মাধ্যমে গ্রহণ করা হবে। Indian Air Force Recruitment গ্রুপ সি-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা সম্পর্কিত বিশদ বিবরণ রয়েছে। আবেদনকারীদের জন্য ১৫৩টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই  পদে অংশগ্রহণের জন্য ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। প্রার্থীরা আবেদনপত্র পূরণ করতে পারেন এবং শিক্ষাগত সনদ, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র এবং একটি ছবি সহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ভারতের বেশ কয়েকটি রাজ্যে নিয়োগ হবে। মোট শূন্যপদের মধ্যে সবথেকে বেশি শূন্যপদ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে । এই নিয়োগে প্রতিযোগিতা সবথেকে কম ।

Indian Air Force Recruitment 2025- Overview

পরিচালনা সংস্থা

Indian Air Force Recruitment

পদ

গ্রুপ সি

শূন্যপদ

১৫৩

আবেদন মোড

অফলাইন

আবেদনের তারিখ

১৭ মে ২০২৫ থেকে ১৬ জুন ২০২৫

বয়সসীমা

১৮-২৫ বছর

শিক্ষাগত যোগ্যতা

দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ

অফিসিয়াল ওয়েবসাইট

ডাউনলোড  করুন-   WB SSC Group C All in One Guide Book!

Indian Air Force Recruitment 2025 Group C: Important Date

আবেদন শুরুর তারিখ

১৭ মে ২০২৫

আবেদন শেষের তারিখ

১৬ জুন ২০২৫

ডাউনলোড করুন-  WBSSC Group D-এর All in One Guide Book 

Indian Air Force Recruitment 2025: নিয়োগ পদ

  • Hindi Typist
  • Cook
  • Store Keeper
  • Carpenter
  • Painter
  • Multi Tasking Staff
  • Mess Staff
  • Laundryman
  • Vulcaniser
  • Driver
  • Lower Division Clerk
  • House Keeping Staff

ডাউনলোড করুন- সাফল্যের সোপান কম্পিটিটিভ ম্যাগাজিন

Indian Air Force Recruitment 2025: শূন্যপদ

•Hindi Typist

01

•Cook

12

•Store Keeper

16 

•Carpenter

03

•Painter

03

•Multi Tasking Staff

53 

•Mess Staff

07

•Laundryman

03

•Vulcaniser

01

Driver

08

•Lower Division Clerk

10

•House Keeping Staff

31

Indian Air Force Recruitment 2025: Eligibility Criteria

House keeping Staff , MTS , Mess Staff, Laundryman, Vulcaniser 

মাধ্যমিক পাস

Cook , Carpenter , Painter

মাধ্যমিক পাস সাথে সংশ্লিষ্ট বিষয়ে ITI / Diploma ডিগ্রি

Driver

মাধ্যমিক পাস সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Store Keeper

উচ্চমাধ্যমিক পাস

LDC

উচ্চমাধ্যমিক পাস সাথে টাইপিং জানতে হবে

Hindi Typist

উচ্চমাধ্যমিক পাস সাথে হিন্দিতে টাইপিং জানতে হবে

ডাউনলোড করুন-   RRB NTPC Previous Year Question Paper

বয়সসীমা 

UR

18 - 25

OBC

18 – 28

SC / ST

18 – 30

Indian Air Force Recruitment 2025: Salary Structure

পদ অনুযায়ী বেতন কাঠামো বিভিন্ন ।  মাধ্যমিক যোগ্যতার পদগুলিতে লেভেল ১ অনুযায়ী বেতন এবং উচ্চমাধ্যমিক যোগ্যতার পদগুলিতে লেভেল ২ অনুযায়ী বেতন প্রদান করা হবে।

Indian Air Force Recruitment 2025: Selection Process

  • একটি ধাপে নিয়োগ হবে।
  • শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে , তবে কিছু কিছু পদে স্কিল টেস্ট নেওয়া হবে।
  • প্রশ্নের ভাষা হিন্দি ও ইংরেজিতে থাকবে।
  • MCQ টাইপ প্রশ্ন থাকবে ।
  • ১০০ নম্বরের পরীক্ষা হবে ।
  • General English , General Awareness , Reasoning , Numerical Aptitude থেকে প্রশ্ন আসবে।

Indian Air Force Recruitment 2025: Application Process

  • অফলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
  • নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

Indian Air Force Recruitment 2025: Application Fees

কোনো আবেদন মূল্য জমা করতে হবে না ।

Indian Air Force Recruitment 2025: প্রয়োজনীয় ডকুমেন্ট 

  • বয়সের প্রমাণপত্র ।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ।
  • কাস্ট সার্টিফিকেট ।
  • ২ কপি ছবি ।

Indian Air Force Recruitment 2025: আবেদন পত্র জমা করার ঠিকানা 

Air Officer Commanding ,

Air Force Station Arjun Singh ,

Panagarh , West Bengal – 713148

পূরণ করা আবেদন পত্র একটি খামে ভরে পাঠাতে হবে। খামের ওপরে – APPLICATION FOR THE POST OF _____ AND CATEGORY _____

নিচে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এবং আবেদনপত্রের কপিটি ডাউনলোড করে নিন 

Downloads

Indian Air Force Notification

Indian-Air-Force-Group-C-Application-Form

Related Articles

Gencom Batch AD 2 - All Competitive Exam
Armed Force Foundation Batch AD

Connect with Us

WhatsApp
<