Staff Selection Commission (SSC)-এর অধীনে যে যে পদগুলি রয়েছে তার মধ্যে MTS (Multi Tasking Staff) অন্যতম। SSC MTS কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি জনপ্রিয় এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি চাকরি পরীক্ষার মধ্যে অন্যতম। যারা বিভিন্ন বিভাগের মূলত কাজের জন্য সরকারি দপ্তরে নিয়োগ পাওয়ার আশা করে থাকে, SSC MTS পদটি বিশেষ করে তাদের জন্য। এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে গ্রুপ ‘C’ স্তরের চাকরি প্রদান করা হয়। এখানে SSC MTS এর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
স্টাফ সিলেকশন কমিশন বা SSC হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং মন্ত্রীপরিষদ অফিসে গ্রুপ B, গ্রুপ C এবং গ্রুপ D স্তরের চাকরিতে প্রার্থীদের নিয়োগের জন্য কর্মাধীন একটি সরকারি সংস্থা। সরকারি সংস্থাগুলির প্রয়োজনীয়তা অনুসারে, SSC তার আওতাধীন বিভিন্ন পদ ও পরিষেবার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনার করে থাকে।
SSC MTS একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি চাকরি পরীক্ষা যা মূলত নন-গেজেটেড গ্রুপ C পদে কর্মী নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে। এটি এমন একটি পরীক্ষা যা একাধিক ধাপে পরীক্ষার্থীদের যোগ্যতার মূল্যায়ন করে থাকে এবং দেশের বিভিন্ন সরকারি দপ্তর যেমন, মন্ত্রক, অধিদপ্তর, আদালত ইত্যাদিতে কর্মচারী নিয়োগ করা হয়ে থাকে।
SSC MTS এর অধীনে বিভিন্ন ধরনের কর্ম পদ বিন্যস্ত রয়েছে। এগুলির মধ্যে সাধারণত কোন কোন ধরনের চাকরির কাজগুলি অন্তর্ভুক্ত থাকে দেখে নিন:
SSC MTS পরীক্ষা ভারতের বহুল প্রচলিত পরীক্ষাগুলির মধ্যে অন্যতম। এই পরীক্ষা দিতে গেলে কিছু নির্দিষ্ট SSC MTS Eligibility Criteria থাকা জরুরি। কী কী সেই তা নিম্নে দেওয়া হল:
SSC MTS পরীক্ষা দিতে গেলে একজন প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক (10th) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
SSC MTS পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সসীমা সাধারণত ১৮ থেকে ২৫ বছর অবধি তবে বিভিন্ন ক্যাটগরি বা বিভাগের প্রার্থীদের জন্য বয়সের কিছু ছাড় রয়েছে। যেমন- OBC, SC/ST প্রমুখ প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুসারে বয়সের যে ছাড় রয়েছে, তাকে মান্যতা দেওয়া হবে।
SSC MTS পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা Staff Selection Commission (SSC)-এর অধীনে সরকারি দপ্তরের বিভিন্ন পদে কাজ করতে সক্ষম হন। এই চাকরির ক্ষেত্রে বেতন কাঠামো কেমন থাকে জেনে নিন-
কোনো প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে প্রবেশ করলে তার বেতন 7th Pay Commission অনুযায়ী 18,000 থেকে 56,900 পর্যন্ত হতে পারে।
প্রমোশন
এটি একটি স্থায়ী পদের চাকরি, যেখানে উচ্চতর পদে প্রমোশনের সুযোগ রয়েছে।
SSC MTS পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক অর্থাৎ CBT মোডে হয়ে থাকে। টিয়ার ১ এবং টিয়ার ২ এর মাধ্যমে এই পদের পরীক্ষাটি সম্পন্ন হয়ে থাকে। টিয়ার ১ পরীক্ষার ক্ষেত্রে রিজনিং এবং নিউম্যারিটিক অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি বিষয়ের ওপর হয়ে থাকে। টিয়ার ২ পরীক্ষার ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি বিষয়ের ওপর হয়ে থাকে। এই দুটি পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়ে থাকে। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন ও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
দেখে নিন SSC MTS Exam Syllabus-এ ঠিক কি কি রয়েছে-
রিজনিং
নিউম্যারিটিক অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি
জেনারেল অ্যাওয়ারনেস
ইংরেজি
পরীক্ষা শেষে, SSC MTS Official Website এ আলোচ্য পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মেধা তালিকা তৈরি করার সময় পরীক্ষার সমস্ত ধাপের ফলাফল একত্রিত করা হয়। প্রার্থীদের নাম নির্বাচিত হওয়ার পর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অন্যান্য প্রক্রিয়া করা হয়।
১) সঠিকভাবে পাঠ্যসূচিকে বোঝা
প্রথমত, যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক পাঠ্যসূচি বা সিলেবাসকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে পরীক্ষার সিলেবাস এবং সেই সংশ্লিষ্ট বইগুলিকে বিশদভাবে পর্যালোচনা করা দরকার। এই পর্যালোচনার ফলে কোন কোন অংশগুলোতে পরীক্ষার্থী বেশি দুর্বল সেটা সে বুঝতে পারে, এবং সেই অংশে মনোযোগ দিতে পারে। পাঠ্যসূচির মধ্যে থাকা বিষয়গুলোতে যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলিকে আগে প্রস্তুত করতে হবে, তারপর অন্যান্য বিষয়গুলির দিকে মনোযোগ দেওয়া জরুরি।
২) লক্ষ্য স্থির করুন
প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রস্তুতি শুরু করার আগে, প্রথমে নিজের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। ঠিক কোন পরীক্ষাটি প্রার্থী দিতে চায়? সেটাকে নিশ্চিত করতে হবে। এরপর বুঝতে হবে কিভাবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে? তারপর সংশ্লিষ্ট কোন বিষয়গুলোর প্রতি প্রার্থীর আগ্রহ বেশি? এইসব প্রশ্নগুলির উত্তর জানা থাকলে প্রার্থী পরীক্ষা সম্পর্কে সঠিক পরিকল্পনা করতে পারবেন, যা পরীক্ষার প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করবে। লক্ষ্য স্থির হয়ে যাওয়ার পর, সেই লক্ষ্যকে সামনে রেখে সেই মতো পরিকল্পনা করতে হবে।
৩) সময় ব্যবস্থাপনা
পরীক্ষার প্রস্তুতির জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজ অনুসরণ করার মতো একটি সময়সূচী তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী অধ্যয়ন করা জরুরি। কোন সময়ে ঠিক কতটুকু পড়া দরকার, কোন বিষয়ে কতটা সময় দেওয়া উচিত—এগুলো নির্ধারণ করে নিতে হবে। একদিকে যেমন অবকাশ সময় রাখা জরুরি, তেমনি কঠোর সময়সূচী অনুসরণ করাও দরকার।
৪) নিয়মিত অনুশীলন
Competitive Exam-এর প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ হল নিয়মিত অনুশীলন করা। এতে প্রার্থীরা নিজেদের শক্তি ও দুর্বলতা বুঝতে পারবে এবং পরীক্ষার যথাযথ প্রস্তুতি নিতে সমর্থ হবে।
৫) মক টেস্ট এবং প্র্যাকটিস পেপার
মক টেস্ট ও প্র্যাকটিস পেপার পরীক্ষার প্রস্তুতিকে সুদৃঢ় করতে সাহায্য করবে। এগুলোর সাহায্যে প্রার্থী নিজেকে প্রস্তুত করতে পারবে এবং কোন কোন ক্ষেত্রে দুর্বলতা আছে তা খুঁজে পেতে পারবে।
৬) যদি কোনও Doubt বা প্রশ্ন থাকে তবে তা উত্থাপন করতে হবে- বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে প্রার্থীরা বিভিন্ন কারণে প্রশ্ন জিজ্ঞাসা করতে দ্বিধা করে, তবে এটি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীর জন্য বাধা হিসেবে কাজ করতে পারে। সর্বদা Doubt বা প্রশ্ন জিজ্ঞাসা করো, যদি থাকে তবে তা নিশ্চিত করতে হবে যাতে ধারণাগুলি অত্যন্ত স্পষ্ট হয়।
যারা এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই কৌশল অবলম্বন করে পড়াশোনা করা খুব দরকার।
১) SSC MTS কী?
SSC MTS (Multi-Tasking Staff) হল এক ধরণের সেন্ট্রাল গভার্নমেন্ট পরীক্ষার, যা বিভিন্ন সরকারি দপ্তরে মাল্টি-টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়। এটি একটি প্রাথমিক ও মৌলিক স্তরের পরীক্ষা।
২) SSC MTS পরীক্ষার জন্য যোগ্যতা কি?
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ১০ম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: সাধারণ ক্যাটেগরি- ১৮ থেকে ২৫ বছর, তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড় রয়েছে।
৩) SSC MTS পরীক্ষার জন্য প্রস্তুতির টিপস কী?
নিয়মিত অধ্যয়ন করুন।
পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের সাথে পরিচিত হন।
সাধারণ জ্ঞান ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করুন।
গণিতের মৌলিক ধারণাগুলি পরিষ্কার করুন।
৪) SSC MTS পরীক্ষার আবেদন কিভাবে করা যায়?
SSC MTS পরীক্ষার জন্য আবেদন অনলাইনে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। আবেদন ফি, প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করতে হবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...