ভারত সরকারের অধীনস্ত বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম প্রধান স্কুল হল নবোদয় বিদ্যালয়। এই ধরনের বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করে থাকে নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS) । সারা ভারতে মোট ৬৬১ টি নবোদয় বিদ্যালয় রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ২০ টি নবোদয় বিদ্যালয় রয়েছে। এছাড়াও নতুন করে সমস্ত রাজ্যে NVS স্থাপনা করার পরিকল্পনা হচ্ছে। এই বিদ্যালয়গুলিতে CBSE সিলেবাস অনুযায়ী পঠন – পাঠন হয়।
দেখে নিন নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)-এ শিক্ষক হিসেবে আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন আছে। দেখে নিন সেই সমস্ত যোগ্যতার নিয়মাবলি-
দেখে নিন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি কি প্রয়োজন-
নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS) এ TGT, PGT পদে আবেদন করার জন্য কেমন বয়সসীমা দরকার
Trained Graduate Teacher (TGT) (6-10)- জেনারেল-35, OBC- 38, SC/ST- 40
Post Graduate Teacher (PGT) (11-12)- জেনারেল-40, OBC-43, SC/ST-45
KVS PRT, TGT, PGT-র সম্পূর্ণ সিলেবাস ডাউনলোড করুন এবং প্রস্তুতি শুরু করুন আজ থেকেই!
নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)-এর ক্ষেত্রে বেতন কাঠামো কেমন হবে
Trained Graduate Teacher (TGT) (6-10) ক্ষেত্রে Level 7 অনুসারে 44,900 – 1,42,400 টাকা
Post Graduate Teacher (PGT) (11-12) ক্ষেত্রে Level 8 অনুসারে 47,600 – 1,51,100 টাকা
নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)- Subject Combination of TGT (6 -10)
Trained Graduate Teacher (TGT) (6-10)
পার্ট | বিষয় | নাম্বার | সময় |
Part 1 | General Awareness & Current Affairs | 10 | 3 hours |
Part 2 | Reasoning | 10 | |
Part 3 | Knowledge of ICT | 10 | |
Part 4 | Teaching Aptitude | 10 | |
Part 5 | Subject and its Pedagogy | 80 | |
Part 6 | Language Test ( ENG, Hindi, Regional) | 30 | |
Total Number- 150 |
NVS-এর ফ্রি ক্লাস করতে ও পরীক্ষা সম্পর্কিত তথ্য পেতে ঝটপট যুক্ত হয়ে যান Whatsapp Group–এ।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...