রইল নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS) শিক্ষক নিয়োগ ২০২৫- সংক্রান্ত বিশদ তথ্যসম্ভার

রইল নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS) শিক্ষক নিয়োগ ২০২৫- সংক্রান্ত বিশদ তথ্যসম্ভার

ভারত সরকারের অধীনস্ত বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম প্রধান স্কুল হল নবোদয় বিদ্যালয়। এই ধরনের বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করে থাকে নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS) । সারা ভারতে মোট ৬৬১ টি নবোদয় বিদ্যালয় রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ২০ টি নবোদয় বিদ্যালয় রয়েছে। এছাড়াও নতুন করে সমস্ত রাজ্যে NVS স্থাপনা করার পরিকল্পনা হচ্ছে। এই বিদ্যালয়গুলিতে CBSE সিলেবাস অনুযায়ী পঠন – পাঠন হয়।

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)- নিয়োগ পদ

  • Principal
  • Post Graduate Teacher (PGT)
  • Trained Graduate Teacher (TGT)

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)- যোগ্যতার মানদণ্ড 

দেখে নিন নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)-এ শিক্ষক হিসেবে আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন আছে। দেখে নিন সেই সমস্ত যোগ্যতার নিয়মাবলি-

শিক্ষাগত যোগ্যতা

দেখে নিন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি কি প্রয়োজন-

  • Trained Graduate Teacher (TGT) (6-10)- নূন্যতম ৫০% নম্বর সহ স্নাতক সাথে B.ED ডিগ্রি এবং CTET Paper 2 সার্টিফিকেট থাকতে হবে।
  • Post Graduate Teacher (PGT) (11-12)- নূন্যতম ৫০% নম্বর সহ স্নাতকোত্তর সাথে B.ED ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS) এ TGT, PGT পদে আবেদন করার জন্য কেমন বয়সসীমা দরকার

Trained Graduate Teacher (TGT) (6-10)- জেনারেল-35,  OBC- 38,  SC/ST- 40
Post Graduate Teacher (PGT) (11-12)- জেনারেল-40,  OBC-43,  SC/ST-45

KVS PRT, TGT, PGT-র সম্পূর্ণ সিলেবাস ডাউনলোড করুন এবং প্রস্তুতি শুরু করুন আজ থেকেই!

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)- বেতন কাঠামো

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)-এর ক্ষেত্রে বেতন কাঠামো কেমন হবে

Trained Graduate Teacher (TGT) (6-10) ক্ষেত্রে Level 7 অনুসারে 44,900 – 1,42,400 টাকা
Post Graduate Teacher (PGT) (11-12) ক্ষেত্রে Level 8 অনুসারে 47,600 – 1,51,100 টাকা

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)- Subject Combination of TGT (6 -10)

  • Math Teacher – Math এর সাথে Physics, Chemistry, Electronics, Statistics, Computer Science-এর মধ্যে যে কোন দুটি বিষয় পড়ে থাকতে হবে।
  • Science Teacher – Botany, Zoology, Chemistry পড়ে থাকতে হবে।
  • Social Science Teacher– History, Geography, Political Science, Economics-এর মধ্যে যে কোন দুটি বিষয় পড়ে থাকতে হবে। History বা Geography আবশ্যিক বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।
  • Language Teacher – Hindi, Sanskrit, English যে কোন একটি বিষয় তিন বছরের ডিগ্রি কোর্সে পড়ে থাকতে হবে।

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)- পরীক্ষা পদ্ধতি

  • সাধারণত দুটি ধাপে পরীক্ষা হয় ১) লিখিত ২) ইন্টারভিউ।
  • এই পরীক্ষায় MCQ ধরনের প্রশ্ন হয়ে থাকে।
  • Online এবং CBT মোডে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
  • ১৫০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে।
  • এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে।
  • NVS পরীক্ষার প্রশ্ন – হিন্দি ও ইংরেজিতে হয়ে থাকে।

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)- পরীক্ষার ধরন 

Trained Graduate Teacher (TGT) (6-10)

পার্ট

বিষয়

নাম্বার

সময়

Part 1

General Awareness & Current Affairs

10

3 hours

Part 2

Reasoning

10

Part 3

Knowledge of ICT

10

Part 4

Teaching Aptitude

10

Part 5

Subject and its Pedagogy

80

Part 6

Language Test ( ENG, Hindi, Regional)

30

Total Number- 150

নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS)- নতুন বিজ্ঞপ্তি 

  • NVS এর নতুন বিজ্ঞপ্তি ২০২৫ এই প্রকাশিত হবে।
  • এই নতুন বিজ্ঞপ্তিতে প্রায় ১০,০০০ ভ্যাকান্সি আসতে চলেছে।
  • ইতিমধ্যেই Recruitment Rule প্রকাশ করা হয়েছে।

NVS-এর ফ্রি ক্লাস করতে ও পরীক্ষা সম্পর্কিত তথ্য পেতে ঝটপট যুক্ত হয়ে যান Whatsapp Groupএ।

Downloads

Navodaya Vidyalaya New Regulations 2025

Related Articles

NET Paper 1 and Paper 2 Batch AD
BPSC TRE 4.0 Batch

Connect with Us

WhatsApp