দেখুন KVS -এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়মাবলি

দেখুন KVS -এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়মাবলি

ভারত সরকারের অধীনস্ত বিদ্যালয়গুলির মধ্যে প্রধান স্কুল হল কেন্দ্রীয় বিদ্যালয় (KVS) । এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করে থাকে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) । সারা ভারতে মোট ১২৪৪ টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। পশ্চিমবঙ্গে মোট ৬২ টি কেন্দ্রীয় বিদ্যালয় (KVS) রয়েছে। এছাড়াও আরও নতুন করে সমস্ত রাজ্যে KVS স্থাপনা করা হচ্ছে। এই বিদ্যালয়ে  CBSE সিলেবাস অনুযায়ী পঠন – পাঠন হয়।

কেন্দ্রীয় বিদ্যালয় (KVS)- নিয়োগ পদ 

  • Principal
  • Vice Principal
  • Post Graduate Teacher (PGT)
  • Trained Graduate Teacher (TGT)
  • Primary Teacher (PRT)
  • Pre –Primary Teacher ( Balvatika Teacher )
  • Librarian
  • Non – Teaching Staff
  • Special Educator Teacher

কেন্দ্রীয় বিদ্যালয় (KVS)- যোগ্যতার মানদণ্ড 

শিক্ষাগত যোগ্যতা

  • Primary Teacher (PRT) (1 -5)- নূন্যতম ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক সাথে D.EL.ED ডিগ্রি এবং CTET Paper 1 সার্টিফিকেট থাকতে হবে।
  • Trained Graduate Teacher (TGT) (6-10)- নূন্যতম ৫০% নম্বর সহ স্নাতক সাথে D.EL.ED/ B.ED ডিগ্রি এবং CTET Paper 2 সার্টিফিকেট থাকতে হবে।
  • Post Graduate Teacher (PGT) (11-12)- নূন্যতম ৫০% নম্বর সহ স্নাতকোত্তর সাথে B.ED ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

Primary Teacher (PRT) (1 -5)-  জেনারেল -30,  OBC-33,  SC/ST- 35
Trained Graduate Teacher (TGT) (6-10)- জেনারেল -35,  OBC-38,  SC/ST-40
Post Graduate Teacher (PGT) (11-12)- জেনারেল -40,  OBC-43, SC/ST-45

জেনে নিন নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS) শিক্ষক নিয়োগ ২০২৫- সংক্রান্ত বিশদ তথ্যসম্ভার!

কেন্দ্রীয় বিদ্যালয় (KVS)- বেতন কাঠামো

  • Primary Teacher (PRT) (1 -5)-ক্ষেত্রে Level 8 অনুসারে 47,600 – 1,51,100
  • Trained Graduate Teacher (TGT) (6-10)ক্ষেত্রে Level 7 অনুসারে 44,900 – 1,42,400
  • Post Graduate Teacher (PGT) (11-12)ক্ষেত্রে Level 6 অনুসারে 35,400 – 1,12,400

পরীক্ষা পদ্ধতি

  • সাধারণত দুটি ধাপে পরীক্ষা হয় ১) লিখিত ২) ইন্টারভিউ।
  • এই পরীক্ষায় MCQ ধরনের প্রশ্ন হয়ে থাকে।
  • Online এবং CBT মোডে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
  • ১৮০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে।
  • এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে।
  • KVS পরীক্ষার প্রশ্ন – হিন্দি ও ইংরেজিতে হয়ে থাকে।

ইন্টারভিউটি ৬০ নম্বরের হয়। ৩০ নম্বরের ডেমো ক্লাস ও ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর নম্বর ৭০:৩০ ভিত্তিতে কাট অফ নির্ধারিত হবে।

কেন্দ্রীয় বিদ্যালয় (KVS)-এর – নতুন বিজ্ঞপ্তি 

  • KVS এর নতুন বিজ্ঞপ্তি ২০২৫ এই প্রকাশিত হবে।
  • এই নতুন বিজ্ঞপ্তিতে প্রায় ৪০,০০০ ভ্যাকান্সি আসতে চলেছে।
  • ইতিমধ্যেই Recruitment Rule প্রকাশ করা হয়েছে।

KVS-এর ফ্রি ক্লাস করতে ও পরীক্ষা সম্পর্কিত তথ্য পেতে ঝটপট যুক্ত হয়ে যান Whatsapp Groupএ।

Downloads

KVS Recruitment Rules

Related Articles

NET Paper 1 and Paper 2 Batch AD
BPSC TRE 4.0 Batch

Connect with Us

WhatsApp