ভারত সরকারের অধীনস্ত বিদ্যালয়গুলির মধ্যে প্রধান স্কুল হল কেন্দ্রীয় বিদ্যালয় (KVS) । এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করে থাকে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) । সারা ভারতে মোট ১২৪৪ টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। পশ্চিমবঙ্গে মোট ৬২ টি কেন্দ্রীয় বিদ্যালয় (KVS) রয়েছে। এছাড়াও আরও নতুন করে সমস্ত রাজ্যে KVS স্থাপনা করা হচ্ছে। এই বিদ্যালয়ে CBSE সিলেবাস অনুযায়ী পঠন – পাঠন হয়।
Primary Teacher (PRT) (1 -5)- জেনারেল -30, OBC-33, SC/ST- 35
Trained Graduate Teacher (TGT) (6-10)- জেনারেল -35, OBC-38, SC/ST-40
Post Graduate Teacher (PGT) (11-12)- জেনারেল -40, OBC-43, SC/ST-45
জেনে নিন নবোদয় বিদ্যালয় সংগঠন (NVS) শিক্ষক নিয়োগ ২০২৫- সংক্রান্ত বিশদ তথ্যসম্ভার!
পরীক্ষা পদ্ধতি
ইন্টারভিউটি ৬০ নম্বরের হয়। ৩০ নম্বরের ডেমো ক্লাস ও ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর নম্বর ৭০:৩০ ভিত্তিতে কাট অফ নির্ধারিত হবে।
KVS-এর ফ্রি ক্লাস করতে ও পরীক্ষা সম্পর্কিত তথ্য পেতে ঝটপট যুক্ত হয়ে যান Whatsapp Group–এ।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...