RPF Constable পরীক্ষার সম্পর্কে বিস্তারিত তথ্যাবলি জেনে নিন আজই

RPF Constable পরীক্ষার সম্পর্কে বিস্তারিত তথ্যাবলি জেনে নিন আজই

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল পদের জন্য ৪২০৮ টি শূন্যপদের জন্য একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক  উত্তীর্ণ হওয়া প্রার্থীরা এই পদটির জন্য আবেদনের যোগ্য। আরপিএফ কনস্টেবল পরীক্ষার নিয়োগ পদ্ধতির মধ্যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT), এবং নথি যাচাইকরণ এই চারটি ধাপ অন্তর্ভুক্ত থাকবে। এই আর্টিকেলটি থেকে আলোচ্য পরীক্ষাটির শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো শূন্যপদ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিশদ বিবরণ পাবেন।

RPF Constable সম্পর্কে ওভারভিউ

দেখে নিন RPF কনস্টেবল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য-

নিয়োগ সংস্থা

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) 

পদ

কনস্টেবল

শূন্যপদ

৪২০৮

বেতন

২১৭০০

RPF Constable-এর শূন্যপদ

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) রেলের কনস্টেবল পোস্টের জন্য  প্রায় ৪২০০ টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। তার মধ্যে ১৫% শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। এই শূন্যপদের বিষয়ে নীচের সারণীতে বিস্তারিত দেওয়া হল-

পুরুষ

৩৫৭৭


মহিলা

৬৩১

আরও পড়ুন- RRB গ্রুপ ডি পরীক্ষার যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার প্যাটার্ন বিশ্লেষণ রইল সম্পূর্ণ নির্দেশিকা

শিক্ষাগত যোগ্যতা

আরপিএফ কনস্টেবলের পরীক্ষাতে আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক পাশ অবধি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। মাধ্যমিক বা তার সমমানের কোনো ডিগ্রি থাকলে তবেই আলোচ্য পরীক্ষায় বসতে পারা যায়।

বয়সসীমা

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল পদে আবেদন করার নূন্যতম বয়স ১৮ বছর। সর্বোচ্চ ২৮ বছর এই চাকরির ক্ষেত্রে আবেদন করা যেতে পারে।

RPF Constable পরীক্ষার প্যাটার্ন

RPF কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে নম্বর বিভাজন ও  প্রশ্নের প্যাটার্নের সঙ্গে  প্রার্থীদের পরিচিত হতে হবে। এই বিষয়টি  কার্যকর পরীক্ষার প্রস্তুতির কৌশল তৈরি করতে সহায়তা করে। CBT পরীক্ষার জন্য সম্পূর্ণ  পরীক্ষার প্যাটার্নটি দেখে নেওয়া যাক পর্যালোচনা করে :

  • RPF কনস্টেবল নিয়োগ পরীক্ষায় তিনটি বিষয় থাকে:
    ১) গণিত, ২) জেনারেল অ্যাওয়ারনেস, এবং ৩) রিজনিং।
  • RPF কনস্টেবল পরীক্ষায় ১২০ নম্বর থাকবে।
  • আরপিএফ কনস্টেবল পরীক্ষায় মোট ১২০টি প্রশ্ন থাকবে।
  • প্রতিটি প্রশ্নের মূল্য এক পয়েন্ট হবে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কেটে নেওয়া হবে।
  • পরীক্ষা ৯০ মিনিট স্থায়ী হয়।
  • প্রার্থীরা তাদের CBT-তে নিম্নলিখিত ভাষাগুলি বেছে নিতে পারেন: হিন্দি, মারাঠি, গুজরাটি, ইংরেজি, উর্দু, তামিল, অসমীয়া, তেলেগু, কোঙ্কনি, মালয়ালম, বাংলা, কন্নড়, ওড়িয়া, পাঞ্জাবি এবং মণিপুরি।

বিশদে দেখে নিন RPF কনস্টেবল পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি-

বিষয়

নম্বর 

জেনারেল অ্যাওয়ারনেস 

৫০

গণিত

৩৫

রিজনিং 

৩৫

এই পরীক্ষার জন্য যারা নিজেদের প্রস্তুত করছেন তারা RPF SI, SSC GD Constable ইত্যাদি পরীক্ষার জন্যেও প্রস্তুতি নিতে পারে।

RPF Constable- সিলেবাস 

জেনে নিন RPF Constable এর সিলেবাস সম্পর্কে, বিশদে বিস্তারিত ভাবে-

জেনারেল অ্যাওয়ারনেস

  • ইতিহাস
  • রাজনীতি
  • ভূগোল
  • অর্থনীতি
  • স্ট্যাটিক সচেতনতা
  • জীববিদ্যা
  • রসায়ন
  • পদার্থবিদ্যা
  • কম্পিউটার
  • কারেন্ট অ্যাফেয়ার্স

গণিত

  • নম্বর সিস্টেম
  • অনুপাত
  • শতাংশ
  • গড়
  • সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ
  • লাভ এবং ক্ষতি
  • সময় এবং দূরত্ব

রিজনিং

  • উপমা
  • অড ওয়ান আউট
  • সিরিজ
  • বিবৃতি ও উপসংহার
  • দিকনির্দেশ
  • কোডিং-ডিকোডিং
  • গাণিতিক অপারেশন
  • ম্যাট্রিক্স
  • রক্তের সম্পর্ক (বয়সের হিসাব)
  • অ-মৌখিক প্রশ্ন
  • অনুপস্থিত মেয়াদ

আরও পড়ুনRRB NTPC Recruitment পরীক্ষার প্রস্তুতি নিন আজ থেকেই 

RPF Constable পরীক্ষার জন্য নিজস্ব প্রস্তুতি-

১) প্রতিদিন পড়াশোনার মধ্যে থাকতে হবে।

২) রোজ গণিত ও রিজনিং প্র্যাকটিস করতে হবে। 

৩) নিয়মিত মক টেস্ট দিতে হবে।

৪) একদিনের জন্যেও পড়াশোনা থেকে বিরতি নেওয়া চলবে না। 

৫) পুরোনো পড়াগুলিকে বার বার রিভাইস করতে হবে।

RPF Constable পরীক্ষার প্রস্তুতির জন্য কেন প্রয়োজন কোচিং সেন্টারের– 

১) অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রস্তুতি নেওয়া যায়।  

২) নিরন্তর পড়াশোনার চর্চার মধ্যে থাকা যায়।

৩) পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বেশ কিছু ট্র্যাটেজি/ ট্রিকস শেখা যায়।

৪) টাইম ম্যানেজমেন্ট  থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৃহৎ সিলেবাস শেষ করা যায়। 

৫) কঠিন বিষয়গুলি বিভিন্ন ট্রিকসের মাধ্যমে প্র্যাকটিস করার ফলে সহজতর হয়ে যায়। 

৬) নিয়মিত মক টেস্ট দেওয়ার ফলে এক্সাম ফিয়ারনেস কেটে যায়। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ( FAQs)

RPF Constable পরীক্ষার ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন? 

আলোচ্য পরীক্ষাটির জন্য মাধ্যমিক পাশ  অবধি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। মাধ্যমিক বা তার সমমানের কোনো ডিগ্রি থাকলে তবেই আলোচ্য পরীক্ষায় বসতে পারা যায়।

আরপিএফ কনস্টেবল-এর নির্বাচনী পরীক্ষা কয়টি ধাপে অনুষ্ঠিত হয়? 

এই পরীক্ষার প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে মূলত চারটি ধাপ রয়েছে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT), এবং নথি যাচাইকরণ। এইভাবেই এই নির্বাচনী পরীক্ষার ধাপটি সম্পন্ন হয়ে থাকে।

RPF Constable পরীক্ষার মোট কত নম্বরে হয়ে থাকে? 

আরপিএফ কনস্টেবল পরীক্ষাটি মোট ১২০ নম্বরে হয়ে থাকে।

RPF কনস্টেবল পরীক্ষাটি কোন মোডে হয়ে থাকে? 

আরপিএফ কনস্টেবল এর পরীক্ষাটি CBT অর্থাৎ Computer Based Test মোডে হয়ে থাকে।

RPF কনস্টেবল পরীক্ষাটি সিলেবাস কি? 

এই পরীক্ষার ক্ষেত্রে মূলত তিনটি বিষয় পড়তে হয় যথা- জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং ও গণিত।

railway exam
Railway Protection Force
RPF Constable
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us