রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল পদের জন্য ৪২০৮ টি শূন্যপদের জন্য একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রার্থীরা এই পদটির জন্য আবেদনের যোগ্য। আরপিএফ কনস্টেবল পরীক্ষার নিয়োগ পদ্ধতির মধ্যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT), এবং নথি যাচাইকরণ এই চারটি ধাপ অন্তর্ভুক্ত থাকবে। এই আর্টিকেলটি থেকে আলোচ্য পরীক্ষাটির শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো শূন্যপদ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিশদ বিবরণ পাবেন।
দেখে নিন RPF কনস্টেবল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য-
নিয়োগ সংস্থা | রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) |
পদ | কনস্টেবল |
শূন্যপদ | ৪২০৮ |
বেতন | ২১৭০০ |
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) রেলের কনস্টেবল পোস্টের জন্য প্রায় ৪২০০ টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। তার মধ্যে ১৫% শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। এই শূন্যপদের বিষয়ে নীচের সারণীতে বিস্তারিত দেওয়া হল-
পুরুষ | ৩৫৭৭ |
মহিলা | ৬৩১ |
আরও পড়ুন- RRB গ্রুপ ডি পরীক্ষার যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার প্যাটার্ন বিশ্লেষণ রইল সম্পূর্ণ নির্দেশিকা
আরপিএফ কনস্টেবলের পরীক্ষাতে আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক পাশ অবধি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। মাধ্যমিক বা তার সমমানের কোনো ডিগ্রি থাকলে তবেই আলোচ্য পরীক্ষায় বসতে পারা যায়।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল পদে আবেদন করার নূন্যতম বয়স ১৮ বছর। সর্বোচ্চ ২৮ বছর এই চাকরির ক্ষেত্রে আবেদন করা যেতে পারে।
RPF কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে নম্বর বিভাজন ও প্রশ্নের প্যাটার্নের সঙ্গে প্রার্থীদের পরিচিত হতে হবে। এই বিষয়টি কার্যকর পরীক্ষার প্রস্তুতির কৌশল তৈরি করতে সহায়তা করে। CBT পরীক্ষার জন্য সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্নটি দেখে নেওয়া যাক পর্যালোচনা করে :
বিশদে দেখে নিন RPF কনস্টেবল পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি-
বিষয় | নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস | ৫০ |
গণিত | ৩৫ |
রিজনিং | ৩৫ |
এই পরীক্ষার জন্য যারা নিজেদের প্রস্তুত করছেন তারা RPF SI, SSC GD Constable ইত্যাদি পরীক্ষার জন্যেও প্রস্তুতি নিতে পারে।
জেনে নিন RPF Constable এর সিলেবাস সম্পর্কে, বিশদে বিস্তারিত ভাবে-
আরও পড়ুন– RRB NTPC Recruitment পরীক্ষার প্রস্তুতি নিন আজ থেকেই
RPF Constable পরীক্ষার জন্য নিজস্ব প্রস্তুতি-
১) প্রতিদিন পড়াশোনার মধ্যে থাকতে হবে।
২) রোজ গণিত ও রিজনিং প্র্যাকটিস করতে হবে।
৩) নিয়মিত মক টেস্ট দিতে হবে।
৪) একদিনের জন্যেও পড়াশোনা থেকে বিরতি নেওয়া চলবে না।
৫) পুরোনো পড়াগুলিকে বার বার রিভাইস করতে হবে।
RPF Constable পরীক্ষার প্রস্তুতির জন্য কেন প্রয়োজন কোচিং সেন্টারের–
১) অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রস্তুতি নেওয়া যায়।
২) নিরন্তর পড়াশোনার চর্চার মধ্যে থাকা যায়।
৩) পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বেশ কিছু ট্র্যাটেজি/ ট্রিকস শেখা যায়।
৪) টাইম ম্যানেজমেন্ট থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৃহৎ সিলেবাস শেষ করা যায়।
৫) কঠিন বিষয়গুলি বিভিন্ন ট্রিকসের মাধ্যমে প্র্যাকটিস করার ফলে সহজতর হয়ে যায়।
৬) নিয়মিত মক টেস্ট দেওয়ার ফলে এক্সাম ফিয়ারনেস কেটে যায়।
RPF Constable পরীক্ষার ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন?
আলোচ্য পরীক্ষাটির জন্য মাধ্যমিক পাশ অবধি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। মাধ্যমিক বা তার সমমানের কোনো ডিগ্রি থাকলে তবেই আলোচ্য পরীক্ষায় বসতে পারা যায়।
আরপিএফ কনস্টেবল-এর নির্বাচনী পরীক্ষা কয়টি ধাপে অনুষ্ঠিত হয়?
এই পরীক্ষার প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে মূলত চারটি ধাপ রয়েছে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT), এবং নথি যাচাইকরণ। এইভাবেই এই নির্বাচনী পরীক্ষার ধাপটি সম্পন্ন হয়ে থাকে।
RPF Constable পরীক্ষার মোট কত নম্বরে হয়ে থাকে?
আরপিএফ কনস্টেবল পরীক্ষাটি মোট ১২০ নম্বরে হয়ে থাকে।
RPF কনস্টেবল পরীক্ষাটি কোন মোডে হয়ে থাকে?
আরপিএফ কনস্টেবল এর পরীক্ষাটি CBT অর্থাৎ Computer Based Test মোডে হয়ে থাকে।
RPF কনস্টেবল পরীক্ষাটি সিলেবাস কি?
এই পরীক্ষার ক্ষেত্রে মূলত তিনটি বিষয় পড়তে হয় যথা- জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং ও গণিত।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...