RRB NTPC ভারতীয় রেলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। বেশ অনেক বছর পর আবার এই পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ২০২৪ সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) পাঁচ বছর পরে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির (NTPC) জন্য শূন্যপদ ঘোষণা করেছে। এই সুযোগটি ভারতীয় রেলের চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। পদগুলি উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের প্রার্থীদের জন্য শ্রেণীবদ্ধ করা হয়েছে।
সকলেই অপেক্ষায় রয়েছে, ভাবছে RRB NTPC পরীক্ষার তারিখ কবে জানতে পারবে। তবে এতদিন পর যখন পরীক্ষা হচ্ছে এবং এতোগুলি শূন্যপদের বিজ্ঞপ্তি যখন একসঙ্গে বেরিয়েছে তখন লড়াই খুব কঠিন হবে তেমনটাই আশা করা যায়। তাই নিজের প্রস্তুতি ঠিক কতখানি জোরদার হয়েছে সেটি আরও একবার দেখে নেওয়া দরকার। হাতে যখন খানিকটা সময় রয়েছে তখন PYQ অর্থাৎ RRB NTPC previous year question paper সমাধান করে নিজের মূল্যায়ন করতে থাকুন ক্রমাগত। RRB NTPC previous year question সমাধানের গুরুত্ব সম্পর্কে খানিক অবগত হয়ে নিন-
Download Now: RRB NTPC সম্পূর্ণ সিলেবাস পেতে ক্লিক করুন
Know More: জানুন RRB NTPC পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য
RRB NTPC previous year question paper pdf সমগ্র RRB NTPC সিলেবাসটি কভার করে তৈরি করা হয়েছে। RRB NTPC-তে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক,অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক ইত্যাদি পদ মিলিয়ে বিভিন্ন জোনে ও ইউনিটে ভারতীয় রেল উচ্চ মাধ্যমিক এবং স্নাতক উভয় প্রার্থীর জন্য শূন্যপদের সংখ্যা প্রায় ১১,৫৫৮। RRB NTPC previous year question paper pdf download (free) করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য প্রস্তুতি নেওয়া আবশ্যক। কারণ RRB NTPC previous year question এই লড়াইয়ের প্রস্তুতির জন্য খুবই শক্তিশালী হাতিয়ার। সিলেবাসটি নিজের আয়ত্তে আনার জন্য প্রশ্নের প্যাটার্ন ঠিক মতো বুঝে নেওয়ার জন্য তাই পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি দেখুন, আর নিজের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলুন। নীচে RRB NTPC previous year question paper with solution-এর free pdf দেওয়া হল ডাউনলোড করে সিলেবাস ও RRB NTPC previous year question-গুলি দেখে নিন-
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...