রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) পদে নিয়োগের জন্য RRB NTPC পরীক্ষাটি পরিচালনা করে। যারা আসন্ন RRB NTPC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক তাদের জন্য RRB NTPC সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্নের সঙ্গে পরিচিত হওয়া অপরিহার্য।
এই আর্টিকেলটিতে রেলওয়ে NTPC সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে, যা পূর্বে সংগঠিত হওয়া পরীক্ষার থেকে প্রাপ্ত। পে লেভেল ২,৩,৫,৬ স্তরের পদ্গুলির জন্য যে পরীক্ষা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা অনুষ্ঠিত হবে তারই সিলেবাস ও পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন দেওয়া হল এখানে।
যে প্রার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে এই বছর স্নাতক এবং উচ্চমাধ্যমিক স্তরের জন্য প্রায় 11558টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে। অতএব, তাদের জন্য একটি কার্যকর প্রস্তুতি কৌশল প্রস্তুত করা অপরিহার্য। প্রার্থীদের দেখার জন্য পরীক্ষার কাঠামো নীচে দেওয়া হল:
RRB NTPC EXAM OVERVIEW 2024 | |
পরিচালনা সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড |
পরীক্ষার নাম | NTPC |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ও উচ্চ মাধ্যমিক |
ভ্যাকেন্সি | ১১৫৫৮ |
মোড অফ এক্সাম | অনলাইন (Computer-Based Test) |
নির্বাচন পদ্ধতি | CBT 1, CBT 2, কম্পিউটার দক্ষতা/টাইপিং টেস্ট |
অফিসিয়াল ওয়েবসাইট |
নির্বাচন পদ্ধতি: রেলওয়ে NTPC ২০২৪
স্নাতক স্তরের জন্য
পদ | নির্বাচন পদ্ধতি |
গুডস ট্রেন ম্যানেজার | CBT( 1, 2) |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | CBT (1, 2), টাইপিং স্কিল টেস্ট |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | CBT (1,2), টাইপিং স্কিল টেস্ট |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | CBT( 1, 2) |
স্টেশন মাস্টার | CBT (1,2), CBAT |
উচ্চমাধ্যমিক স্তরের জন্য
পদ | নির্বাচন পদ্ধতি |
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | CBT (1,2) টাইপিং স্কিল টেস্ট |
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট | CBT( 1,2), টাইপিং স্কিল টেস্ট |
ট্রেনস ক্লার্ক | CBT( 1,2) |
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক | CBT( 1,2) |
আরও পড়ুন- RRB Group D ২০২৪-২৫ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, দেখুন লেটেস্ট আপডেটটি
নিয়োগ পদ্ধতির মধ্যে থাকবে প্রথম ও দ্বিতীয় ধাপ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) হবে। এই দুটি পরীক্ষায় পাশ করলে একটি টাইপিং দক্ষতা পরীক্ষা/কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (যদি প্রযোজ্য হয়), এবং তারপর একটি নথিপত্র যাচাই ( ডকুমেন্ট ভেরিফিকেশন) /মেডিকেল পরীক্ষা হবে। উপরে উল্লিখিত নির্বাচনের ধাপ অনুযায়ী, মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে শূন্যপদের প্রার্থীদের।
ইংরেজি এবং হিন্দির মতো নির্দিষ্ট ভাষা ছাড়াও এই পরীক্ষায় গুজরাটি, কন্নড়, কোঙ্কানি, তামিল, তেলেগু, মালয়ালম, মণিপুরি, মারাঠি, অসমীয়া, বাংলা, ওড়িয়া, পাঞ্জাবি ইত্যাদি ভাষা রয়েছে।
এবার আসি RRB NTPC পরীক্ষার নম্বর বিভাজন প্রসঙ্গে-
CBT-1 ( 1st Stage Computer based Test বা প্রিলিমিনারি রাউন্ড)
জেনারেল অ্যাওয়ারনেস | ৪০ |
গণিত | ৩০ |
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং | ৩০ |
মোট | ১০০ |
সময়সীমা- ৯০ মি. নেগেটিভ মার্কিং- ১/৩
CBT-2 ( CBT -1 এ কোয়ালিফাই করলে তবেই 2nd Stage Computer Based Test এ বসতে পারা যাবে)
জেনারেল অ্যাওয়ারনেস | ৫০ |
গণিত | ৩৫ |
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং | ৩৫ |
মোট | ১২০ |
সময়সীমা- ৯০ মি. নেগেটিভ মার্কিং- ১/৩
যারা CBT-1 এবং CBT-2 তে উত্তীর্ণ হলে তখন স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট,জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি পোস্টের জন্য দিতে হবে। এর ক্ষেত্রে টাইপিং স্পিড থাকতে হবে –
আরও পড়ুন– প্রায় ৪০০০০ শূন্যপদে প্রার্থী নিয়োগ SSC GD Constable-এ
RRB NTPC-এর সিলেবাস-এর দিকে দেখা যাক-
এই বৃহৎ সিলেবাসটি পড়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই RRB NTPC Previous Years Question Paper সমাধান করতে হবে।
পরীক্ষার প্রস্তুতি
RRB NTPC পরীক্ষার জন্য নিজস্ব প্রস্তুতি-
১) প্রতিদিন পড়াশোনার মধ্যে থাকতে হবে।
২) রোজ গণিত ও রিজনিং প্র্যাকটিস করতে হবে।
৩) নিয়মিত মক টেস্ট দিতে হবে।
৪) একদিনের জন্যেও পড়াশোনা থেকে বিরতি নেওয়া চলবে না।
৫) পুরোনো পড়াগুলিকে বার বার রিভাইস করতে হবে।
পরীক্ষার প্রস্তুতির জন্য কেন প্রয়োজন কোচিং সেন্টারের–
১) অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রস্তুতি নেওয়া যায়।
২) নিরন্তর পড়াশোনার চর্চার মধ্যে থাকা যায়।
৩) পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বেশ কিছু ট্র্যাটেজি/ ট্রিকস শেখা যায়।
৪) টাইম ম্যানেজমেন্ট থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৃহৎ সিলেবাস শেষ করা যায়।
৫) কঠিন বিষয়গুলি বিভিন্ন ট্রিকসের মাধ্যমে প্র্যাকটিস করার ফলে সহজতর হয়ে যায়।
৬) নিয়মিত মক টেস্ট দেওয়ার ফলে এক্সাম ফিয়ারনেস কেটে যায়।
RRB NTPC-এর ক্ষেত্রে CBT 1 এবং CBT 2 এর সিলেবাস কি এক?
হ্যাঁ। শুধুমাত্র RRB NTPC পরীক্ষার ক্ষেত্রে CBT 1 ও CBT 2 একই সিলেবাসে পরীক্ষা হয়। সেক্ষেত্রে খুব ভালো করে প্রস্তুতি নিলে খুব সহজেই এই দুটি ধাপ অতিক্রম করা যাবে।
RRB NTPC-তে কি ইন্টারভিউ প্রক্রিয়া আছে ?
না RRB NTPC তে কোনো ইন্টারভিউ প্রক্রিয়া নেই। প্রথম ও দ্বিতীয় ধাপ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) হবে। এই দুটি পরীক্ষায় পাশ করলে একটি টাইপিং দক্ষতা পরীক্ষা/কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (যদি প্রযোজ্য হয়), এবং সবশেষে একটি নথিপত্র যাচাই ( ডকুমেন্ট ভেরিফিকেশন) ও মেডিকেল পরীক্ষা হবে। নির্বাচনের ধাপ অনুযায়ী, মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে শূন্যপদের প্রার্থীদের।
রেলওয়ে NTPC তে কোন কোন পদের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট আছে?
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট,জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি পোস্টের জন্য দিতে হবে। এর ক্ষেত্রে টাইপিং স্পিড থাকতে হবে – ইংরেজি- 30 WPM, হিন্দি- 25 WPM।
RRB NTPC পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?
এখনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষ থেকে পরীক্ষার তারিখ কিছু জানানো হয়নি।
RRB NTPC পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে?
RRB NTPC পরীক্ষার সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস, গণিত এবং জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।
RRB NTPC তে CBT 1 CBT 2 কি?
CBT হল Computer Based Test। এই টেস্ট দুটির দ্বারা যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...