সামনেই RRB NTPC পরীক্ষা, লক্ষ্যভেদ করার জন্য আজই প্রশ্নের প্যাটার্ন ও সিলেবাস সম্পর্কে অবগত হন

সামনেই RRB NTPC পরীক্ষা, লক্ষ্যভেদ করার জন্য আজই প্রশ্নের প্যাটার্ন ও সিলেবাস সম্পর্কে অবগত হন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) পদে নিয়োগের জন্য RRB NTPC পরীক্ষাটি পরিচালনা করে। যারা আসন্ন RRB NTPC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক তাদের জন্য RRB NTPC সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্নের সঙ্গে পরিচিত হওয়া অপরিহার্য।

এই আর্টিকেলটিতে রেলওয়ে NTPC সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে, যা পূর্বে সংগঠিত হওয়া পরীক্ষার থেকে প্রাপ্ত। পে লেভেল ২,৩,৫,৬ স্তরের পদ্গুলির জন্য যে পরীক্ষা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা অনুষ্ঠিত হবে তারই সিলেবাস ও পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন দেওয়া হল এখানে। 

পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য 

যে প্রার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে এই বছর স্নাতক এবং উচ্চমাধ্যমিক স্তরের জন্য  প্রায় 11558টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে। অতএব, তাদের জন্য একটি কার্যকর প্রস্তুতি কৌশল প্রস্তুত করা অপরিহার্য। প্রার্থীদের দেখার জন্য পরীক্ষার কাঠামো নীচে দেওয়া হল:

RRB NTPC EXAM  OVERVIEW 2024

পরিচালনা সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

পরীক্ষার নাম

NTPC

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক ও উচ্চ মাধ্যমিক 


ভ্যাকেন্সি

১১৫৫৮

মোড অফ এক্সাম

অনলাইন (Computer-Based Test)

নির্বাচন পদ্ধতি

CBT 1, CBT 2, কম্পিউটার দক্ষতা/টাইপিং টেস্ট 

অফিসিয়াল ওয়েবসাইট 

নির্বাচন পদ্ধতি: রেলওয়ে NTPC ২০২৪

  • Computer-Based Test (CBT level 1)
  • Computer Based Test (CBT level 2)
  • Typing Skill Test/Aptitude Test
  • Document Verification/Medical Examination.

স্নাতক স্তরের জন্য

পদ

নির্বাচন পদ্ধতি

গুডস ট্রেন ম্যানেজার

CBT( 1, 2)

সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট

CBT (1, 2), টাইপিং স্কিল টেস্ট

জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট

CBT (1,2), টাইপিং স্কিল টেস্ট 

চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার

CBT( 1, 2)

স্টেশন মাস্টার

CBT (1,2), CBAT

উচ্চমাধ্যমিক স্তরের জন্য

পদ

নির্বাচন পদ্ধতি

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট

CBT (1,2) টাইপিং স্কিল টেস্ট

অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট

 CBT( 1,2), টাইপিং স্কিল টেস্ট 

ট্রেনস ক্লার্ক

CBT( 1,2)

কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক

CBT( 1,2)

আরও পড়ুন-  RRB Group D ২০২৪-২৫ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, দেখুন লেটেস্ট আপডেটটি

RRB NTPC পরীক্ষার প্যাটার্ন 

নিয়োগ পদ্ধতির মধ্যে থাকবে প্রথম ও  দ্বিতীয় ধাপ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) হবে। এই দুটি পরীক্ষায় পাশ করলে একটি টাইপিং দক্ষতা পরীক্ষা/কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (যদি প্রযোজ্য হয়), এবং তারপর একটি নথিপত্র যাচাই ( ডকুমেন্ট ভেরিফিকেশন) /মেডিকেল পরীক্ষা হবে। উপরে উল্লিখিত নির্বাচনের ধাপ অনুযায়ী, মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে শূন্যপদের প্রার্থীদের।

ইংরেজি এবং হিন্দির মতো নির্দিষ্ট ভাষা ছাড়াও এই পরীক্ষায় গুজরাটি, কন্নড়, কোঙ্কানি, তামিল, তেলেগু, মালয়ালম, মণিপুরি, মারাঠি, অসমীয়া, বাংলা, ওড়িয়া, পাঞ্জাবি ইত্যাদি ভাষা রয়েছে।

এবার আসি RRB NTPC পরীক্ষার নম্বর বিভাজন প্রসঙ্গে-

 CBT-1 ( 1st Stage Computer based Test বা প্রিলিমিনারি রাউন্ড) 

জেনারেল অ্যাওয়ারনেস

৪০

গণিত

৩০

জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং

 ৩০

মোট

১০০

সময়সীমা- ৯০ মি.                                  নেগেটিভ মার্কিং- ১/৩

CBT-2 ( CBT -1 এ কোয়ালিফাই করলে তবেই 2nd Stage Computer Based Test এ বসতে পারা যাবে) 

জেনারেল অ্যাওয়ারনেস

৫০

গণিত

৩৫

জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং

৩৫

মোট

১২০


সময়সীমা- ৯০ মি.                                      নেগেটিভ মার্কিং- ১/৩

যারা CBT-1 এবং CBT-2 তে উত্তীর্ণ হলে তখন স্কিল টেস্ট হবে।  স্কিল টেস্ট জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট,জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি পোস্টের জন্য দিতে হবে। এর ক্ষেত্রে টাইপিং স্পিড থাকতে হবে – 

  • ইংরেজি- 30 WPM
  • হিন্দি- 25 WPM 

আরও পড়ুনপ্রায় ৪০০০০ শূন্যপদে প্রার্থী নিয়োগ SSC GD Constable-এ

RRB NTPC সিলেবাস  

RRB NTPC-এর সিলেবাস-এর দিকে দেখা যাক- 

RRB NTPC জেনারেল অ্যাওয়ারনেস

  • জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা
  • খেলাধুলা
  • ভারতের শিল্প ও সংস্কৃতি
  • ভারতীয় সাহিত্য
  • স্মৃতিস্তম্ভ
  •  রসায়নবিদ্যা
  •  জীববিদ্যা
  •  পরিবেশবিদ্যা
  • পদার্থবিদ্যা
  •  ভারত ও বিশ্বের ভূগোল
  • ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম
  •  ভারতীয় রাজনীতি ও সংবিধান
  • জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা
  • ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি
  • বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন
  • পরিবেশগত সমস্যা
  •  ভারতীয় অর্থনীতি
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন
  • ভারতে পরিবহন ব্যবস্থা
  • ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব
  • ভারতের উদ্ভিদ ও প্রাণীজগৎ
  • ভারতীয় সরকার ও পাবলিক সেক্টর অর্গানাইজেশন

RRB NTP গণিত-

  • সংখ্যা পদ্ধতি (Number System)
  •  দশমিক ও ভগ্নাংশ (Decimals & Fractions)
  • অনুপাত ও অনুপাত (Ratio & Proportions)
  •  শতাংশ (Percentage)
  •  গড় (Average) 
  •  সময় ও কার্য (Time & Work)
  • ল.সা.গু. ও গ.সা.গু. (L.C.M. & H.C.F.)
  •  সময় ও দূরত্ব (Time & Distance)
  •  সরল সুদ (Simple Interest)
  •  জটিল সুদ (Compound Interest)
  •  বীজগণিত (Algebra)
  •  জ্যামিতি (Geometry)
  •  ত্রিকোণমিতি (Trigonometry)
  •  পরিমিতি (Mensuration
  •  লাভ ও ক্ষতি (Profit & Loss) 
  • পরিসংখ্যান (Statistics)

RRB NTPC জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 

  • উপমা (Analogy)
  •  সিরিজ (Number & Alphabetical Series)
  • বিশ্লেষণাত্মক যুক্তি (Analytical Reasoning)
  •  সাইলোজিম (Syllogism)
  •  জাম্বলিং (Jumbling)
  •  কোডিং ও ডিকোডিং (Coding & Decoding)
  •  গাণিতিক ক্রিয়াকলাপ (Mathematical Operations)
  •  সাদৃশ্য ও বৈসাদৃশ্য (Similarities and Differences)
  •   সম্পর্ক (Blood Relation) ভেন ডায়াগ্রাম (Venn Diagrams)
  •  বিবৃতি- উপসংহার (Statement- Conclusion)
  • ধাঁধা (Puzzle)
  •  ডেটার পর্যাপ্ততা (Data Sufficiency)
  • গ্রাফ (Data Interpretation)
  •  সিদ্ধান্ত বিবৃতি (Decision Making))

এই বৃহৎ সিলেবাসটি পড়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই RRB NTPC Previous Years Question Paper সমাধান করতে হবে।

পরীক্ষার প্রস্তুতি 

RRB NTPC পরীক্ষার জন্য নিজস্ব প্রস্তুতি-

১) প্রতিদিন পড়াশোনার মধ্যে থাকতে হবে।

২) রোজ গণিত ও রিজনিং প্র্যাকটিস করতে হবে। 

৩) নিয়মিত মক টেস্ট দিতে হবে।

৪) একদিনের জন্যেও পড়াশোনা থেকে বিরতি নেওয়া চলবে না। 

৫) পুরোনো পড়াগুলিকে বার বার রিভাইস করতে হবে।

পরীক্ষার প্রস্তুতির জন্য কেন প্রয়োজন কোচিং সেন্টারের– 

১) অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রস্তুতি নেওয়া যায়।  

২) নিরন্তর পড়াশোনার চর্চার মধ্যে থাকা যায়।

৩) পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বেশ কিছু ট্র্যাটেজি/ ট্রিকস শেখা যায়।

৪) টাইম ম্যানেজমেন্ট  থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৃহৎ সিলেবাস শেষ করা যায়। 

৫) কঠিন বিষয়গুলি বিভিন্ন ট্রিকসের মাধ্যমে প্র্যাকটিস করার ফলে সহজতর হয়ে যায়। 

৬) নিয়মিত মক টেস্ট দেওয়ার ফলে এক্সাম ফিয়ারনেস কেটে যায়। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

RRB NTPC-এর ক্ষেত্রে CBT 1 এবং CBT 2 এর সিলেবাস কি এক? 

হ্যাঁ। শুধুমাত্র RRB NTPC পরীক্ষার ক্ষেত্রে CBT 1 ও CBT 2 একই সিলেবাসে পরীক্ষা হয়। সেক্ষেত্রে খুব ভালো করে প্রস্তুতি নিলে খুব সহজেই এই দুটি ধাপ অতিক্রম করা যাবে।

RRB NTPC-তে কি ইন্টারভিউ প্রক্রিয়া আছে ? 

না RRB NTPC তে কোনো ইন্টারভিউ প্রক্রিয়া নেই। প্রথম ও  দ্বিতীয় ধাপ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) হবে। এই দুটি পরীক্ষায় পাশ করলে একটি টাইপিং দক্ষতা পরীক্ষা/কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (যদি প্রযোজ্য হয়), এবং সবশেষে একটি নথিপত্র যাচাই ( ডকুমেন্ট ভেরিফিকেশন) ও  মেডিকেল পরীক্ষা হবে।  নির্বাচনের ধাপ অনুযায়ী, মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে শূন্যপদের প্রার্থীদের।

রেলওয়ে NTPC তে কোন কোন পদের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট আছে?

জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট,জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি পোস্টের জন্য দিতে হবে। এর ক্ষেত্রে টাইপিং স্পিড থাকতে হবে – ইংরেজি- 30 WPM, হিন্দি- 25 WPM।  

 RRB NTPC পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?

এখনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষ থেকে পরীক্ষার তারিখ কিছু জানানো হয়নি। 

RRB NTPC  পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে?

RRB NTPC পরীক্ষার সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস, গণিত এবং জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।

RRB NTPC তে CBT 1 CBT 2 কি? 

CBT হল Computer Based Test। এই টেস্ট দুটির দ্বারা যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

railway exam
railway recruitment
RRB NTPC
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us