SSC CHSL -এর পুরো অর্থ হল ‘Staff Selection Commission Combined Higher Secondary Level’। এটি ভারতের কেন্দ্র সরকারের অন্তর্গত স্টাফ সিলেকশন কমিশনের অধীনে পরিচালিত হওয়া একটি পরীক্ষা, যার মাধ্যমে কেন্দ্র সরকারের অধীনে বিভিন্ন পদ্গুলিতে প্রার্থী নিয়োগ করা হয়। পদ্গুলি হল Comptroller and Auditor General of India [C&AG], Lower Division Clerk [LDC], Junior Secretariat Assistant [JSA], Postal Assistant [PA], Sorting Assistant [SA], এবং Data Entry Operator [DEO]) ইত্যাদি। কেন্দ্র সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি পরীক্ষার মত এই পরীক্ষাটিও প্রতি বছর সংগঠিত হয়ে থাকে। 2025 সালে এই পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ Tier-1 সংগঠিত হতে চলেছে খুব তাড়াতাড়ি। আশা করা যায় খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশন আসতে চলেছে। সাধারণত পরীক্ষার প্রায় ২-৩ মাস আগে SSC (Staff Selection Commission)- তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে, যেখানে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তারিখ, পরীক্ষা পদ্ধতি, ফর্ম ফিলাপের নিয়ম, বেতন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া থাকে। এই আর্টিকেলে SSC CHSL পরীক্ষাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-
ভারতীয় কেন্দ্রীয় সরকারের অধীনে হওয়া SSC CHSL অর্থাৎ Combined Higher Secondary Level পরীক্ষাটিকে প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশন (SSC) পরিচালনা করে। এই পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল হায়ার সেকেন্ডারি বা উচ্চমাধ্যমিক। অর্থাৎ, Higher Secondary (12th) বা উচ্চমাধ্যমিক পাশ করার পর যেকোনো ইচ্ছুক পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। নূন্যতম যোগ্যতা উচ্চমাধ্যমিক (12th) উত্তীর্ণ হওয়ার কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনামূলকভাবে অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। অর্থাৎ, এই পরীক্ষাটি প্রতিযোগিতামূলক বেশ কঠিন হয়ে থাকে। এই পরীক্ষায় বসতে ইচ্ছুক পরীক্ষার্থীদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হয়।
আরও পড়ুন- WBPSC Exam Preparation Tips
SSC-র Combined Higher Secondary Level(CHSL) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনস্ত বিভিন্ন দপ্তরের লোয়ার ডিভিশন ক্লার্ক, পোষ্টাল অ্যাসিস্টেন্ট ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা যেতে পারে।২০২৫ সালে CHSL-এর জন্য শূন্যপদের সংখ্যা এখনও পর্যন্ত জানা যায় নি। যে সমস্ত পদ্গুলিতে কর্মী নিয়োগের জন্য এই পরীক্ষাটি সংগঠিত হয়ে থাকে সেই পদ্গুলি হল-
SSC Combined Higher Secondary Level পরীক্ষার নূন্যতম যোগ্যতা হল উচ্চমাধ্যমিক বা Higher Secondary অর্থাৎ, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করলেই যেকোনো ব্যক্তি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে Staff Selection Commission শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সসীমা ও জাতীয়তার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়মাবলী বা criteria বিজ্ঞপ্তিতে প্রকাশ করে থাকে। SSC CHSL পরীক্ষার নির্দিষ্ট Criteria বা নিয়মগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল –
আরও পড়ুন- SSC CGL Exam Guide
SSC CHSL পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পাশ। অর্থাৎ, দেশের একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় উত্তীর্ণ হলে যে কোনো ব্যক্তি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে তাকে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) উত্তীর্ণ রেজাল্ট ও সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে হবে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, ২০২৫ সালের CHSL পরীক্ষার আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে, যদি কোনো প্রার্থী এই তারিখের মধ্যে উচ্চমাধ্যমিক পাশ না করতে পারেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।
Data Entry Operator , Comptroller and Auditor General of India- এই পদটির জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই গণিত সহ বিজ্ঞান (Science) বিভাগে একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
পদ | শিক্ষাগত যোগ্যতা |
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া Comptroller and Auditor General of India | দেশের একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে গণিত সহ বিজ্ঞান(Science)বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। |
জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট (JSA), পোষ্টাল অ্যাসিস্টেন্ট (PA), লোয়ার ডিভিশক্লার্ক (LDC), শর্টিং অ্যাসিস্টেন্ট (SA), ডেটা এন্ট্রি অপারেটর (DEO) | দেশের একটি স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে থেকে উচ্চ-মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষায় কৃতকার্য |
বয়সসীমার ক্ষেত্রেও স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু যোগ্যতা বা Criteria-এর উল্লেখ করা আছে। SSC-র নির্দেশ অনুযায়ী CHSL প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৭ বছরের (18 to 27 years) মধ্যে হতে হবে। অন্যান্ন সরকারি চাকরির পরীক্ষার মত এই পরীক্ষাটিতেও সরকারী নিয়মানুসারে সংরক্ষিত বিভাগের (ST/SC/OBC etc.) প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।
SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত CHSL পরীক্ষার বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা ছাড়াও পরীক্ষার্থীদের জাতীয়তার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মাবলী বা যোগ্যতার কথা উল্লেখ করা হয়ে থাকে, যা নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল-
উপরের উল্লিখিত জাতীয়তার নিয়ম থাকলে প্রার্থীদের জন্য ভারত সরকার কর্তৃক যোগ্যতার একটি শংসাপত্র জারি করে থাকে। তবে ভারত সরকার কর্তৃক প্রয়োজনীয় যোগ্যতার শংসাপত্র জারি করার পরেই এই সমস্ত পরীক্ষার্থীদের নিয়োগের প্রস্তাব দেওয়া হবে।
আরও পড়ুন- SSC MTS Exam Guideline
SSC-র পক্ষ থেকে CHSL পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তাতে বিভিন্ন পদগুলির জন্য নির্দিষ্ট বেতন কাঠামোর ব্যাপারে সুস্পষ্ট ভাবে জানানো হয়ে থাকে। নিম্নে SSC CHSL-এর বিভিন্ন পদের বেতন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-
১) লোয়ার ডিভিশন ক্লার্ক(Lower Division Clerk)/জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট(Junior Secretariat Assistant)- Pay Level 2 অনুযায়ী এই পদের গড় বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে ।
২) ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)- Pay Level 4 and 5 অনুসারে পদের গড় বেতন ২৫,৫০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে .
৩) পোষ্টাল অ্যাসিস্টেন্ট (Postal Assistant), শর্টিং অ্যাসিস্টেন্ট (Sorting Assistant) এবং ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)- Pay Level 4 এর Grade-A পদের গড় বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
অর্থাৎ, SSC CHSL পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থীর সর্বনিম্ন বেতন গড়ে ১৯,৯০০ টাকা ও সর্বোচ্চ গড়ে ৯২,৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট -এ Staff Selection Commission-এর সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সমস্ত পরীক্ষার ফর্ম ফিলাপও করা যায়।
কেন্দ্র সরকারের যেকোনো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য SSC-র ওয়েবসাইটে Registration করতে হয়। এটিকে ‘One Time Registration’ বলে। শুধুমাত্র নতুন প্রার্থীদের জন্য এটি প্রযোজ্য। নিম্নে এই ‘One Time Registration’-এর পদ্ধতিটি বিস্তারিত ভাবে দেওয়া হল-
এই Enrollment Number ও Password দিয়ে SSC-র ওয়েবসাইটে আবার login করে SSC CHSL পরীক্ষার ফর্ম ফিলাপ করা যাবে। SSC CHSL পরীক্ষার Application Processটি নিচে আলোচনা করা হল –
One time registration-এর সময় প্রথমে যে Enrollment Number ও password দেওয়া হইয়েছিল, তার মাধ্যমে প্রার্থীকে login করতে হবে।
আরও পড়ুন- Competitive Exam Preparation Tips
পূর্বেই জ্ঞাতব্য যে, এই পরীক্ষা মোট ২টি ধাপে হয়ে থাকে- Tier-1 এবং Tier-2। এই Tier-1 ও Tier-2 এর জন্য আলাদা আলাদা সিলেবাস SSC-এর পক্ষ থেকে ঠিক করা হয়েছে।
Tier-1 এ মোট ৪টি বিষয় থাকে –
SSC CHSL-এ Tier-2 পরীক্ষাটির ক্ষেত্রে 2টি Session-এ নেওয়া হয়। এই 2টি Session-কে ৩টি Section-এ ভাগ করা হয়েছে এবং প্রতি Section-এ ২টি করে Module থাকে।
i) Module-I: Mathematical Abilities
ii) Module-II: Reasoning and General Intelligence.
i) Module-I: English Language and Comprehension
ii) Module-II: General Awareness
i) Module-I: Computer Knowledge Test
Session 2
ii) Module-II: Skill Test/ Typing Test
Session 1 & 2 একই দিনে সংগঠিত হয়। Session-1 এ Section-1 ( Mathematical Abilities এর জন্য ৩০ প্রশ্ন, Reasoning and General Intelligence -এর জন্য ৩০ টি প্রশ্ন, প্রতি প্রশ্নের মান ৩ অর্থাৎ ১৮০ নম্বরের জন্য ১ ঘন্টা সময় নির্ধারিত থাকে) Section-2 ( English Language and Comprehension-এর জন্য ৪০ টা প্রশ্ন, General Awareness-এর জন্য ২০ টা প্রশ্ন থাকে, প্রতি প্রশ্নের মান হয় ৩ নম্বর অর্থাৎ মোট ১৮০ নম্বরের জন্য সময় থাকে ১ ঘন্টা) এবং Section-3-এর Module-1 অর্থাৎ Computer Knowledge Test এর জন্য ১৫ টি প্রশ্ন থাকে, প্রতি প্রশ্নের মান থাকে ৩ নম্বর করে মোট ৪৫ নম্বরের জন্য ১৫ মিনিট সময় থাকে। Session 2-এ Part A-এর ক্ষেত্রে DEO (department/ministry) পরীক্ষায় ১৫ মিনিটের একটা স্কিল টেস্ট হয়। Part B-এর ক্ষেত্রে DEO পরীক্ষায় ১৫ মিনিটের একটা স্কিল টেস্ট হয়। Part C-এর ক্ষেত্রে JSA/LDC পরীক্ষায় ১০ মিনিটের একটা স্কিল টেস্ট হয়।
SSC CHSL পরীক্ষাটিকে Tier-1 ও Tier-2 এই ২টি ভাগে ভাগ করা হয়েছে। Tier-1 পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই Tier-2 পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। Tier-1 পরীক্ষাটিতে মোট ৪টি বিষয় থাকে এবং প্রতিটি বিষয় থেকে ২৫টি, অর্থাৎ, মোট ১০০টি প্রশ্ন আসে এবং প্রতিটি প্রশ্ন ২ নম্বরের হয়। ২০০ নম্বরের (১০০ x ২) প্রশ্নের উত্তর করার জন্য পরীক্ষার্থীকে ৬০ মিনিট বা ১ঘন্টা সময় দেওয়া হয়। প্রতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে Cut Off বার করা হয় SSC-র পক্ষ থেকে। Tier-2 ২টি Session-এ নেওয়া হয়ে থাকে। Tier-1 ও Tier-2 দুটি ধাপেই Negative Marking থাকে। 1st Session এর জন্য ২ঘন্টা ১৫ মিনিট এবং 2nd Session এর জন্য ২৫ মিনিট সময় দেওয়া হয় পরীক্ষার্থীকে। শূন্যপদের উপর ভিত্তি করে Cut Off বার করা হয় এবং Tier-2তে যারা উত্তীর্ণ হন সেইসব পরীক্ষার্থীকে CHSL-এর বিভিন্ন পদে Merit List-এর ভিত্তিতে নিয়োগ করা হয়।
পরীক্ষার ধরণ এবং প্রশ্ন জানুন: প্রথমে, আপনার পরীক্ষার ধরণটি ভালোভাবে জানুন। প্রশ্ন প্যাটার্ন, নম্বর বিভাজন, ছোট প্রশ্ন এবং বিস্তৃত প্রশ্ন গণনা করুন। পুরো প্রশ্নের ধরণটির একটি ট্রি স্ট্রাকচার তৈরি করুন। যদি আপনি আপনার মনে একটি স্পষ্ট ট্রি স্ট্রাকচার তৈরি করেন, তাহলে প্রস্তুতি সহজ হবে।
একটি নিখুঁত অধ্যয়ন পরিকল্পনা তৈরি করুন: পরীক্ষার প্রতিটি বিষয়ের জন্য একটি পৃথক অধ্যয়ন পরিকল্পনা তৈরি করুন। আপনি যদি সকালের মানুষ হন, তাহলে সকালে কমপক্ষে ২ থেকে ২:৩০ মিনিট অনুশীলনের জন্য অতিরিক্ত সময় দিন। আপনার প্রতিদিনের রুটিনের একটি স্পষ্ট কাঠামো আঁকুন যাতে আপনি প্রতিটি বিষয়ে প্রতি ২ ঘন্টা সময় রাখেন।
অধ্যয়ন উপাদান ব্যবহার করুন: প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অধ্যয়ন উপাদান খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে আপনার অধ্যয়ন উপাদান আপডেট এবং সংগঠিত। একটি সংগঠিত অধ্যয়ন উপাদান আপনার অধ্যয়নকে আরও সংগঠিত এবং কৌশলগত করে তোলে। আপনার একটি অধ্যয়ন উপাদান অনুসরণ করা উচিত।
PYQ অনুশীলন করুন: বিগত বছরের প্রশ্নগুলি মূল পরীক্ষার মতোই। তাই, আপনি যদি PYQ অনুশীলন এবং সংশোধন চালিয়ে যান, তাহলে সময়ের সাথে সাথে আপনার জ্ঞান এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পাবে।
মক টেস্টের মাধ্যমে অনুশীলন করুন: মক টেস্ট অনুশীলন করলে আপনার জ্ঞান এবং সময় ব্যবস্থাপনার ক্ষমতা বৃদ্ধি পায়। মক টেস্ট হল মূল পরীক্ষার হুবহু অনুকরণ, এবং আপনি পরীক্ষার ধরণ, প্রশ্নের ধরণ বুঝতে পারবেন। এটি আপনাকে পরীক্ষায় শান্ত থাকতে সাহায্য করে।
আপনার দুর্বলতাগুলি সংশোধন করুন: শক্তিশালী জ্ঞান অর্জনের জন্য সর্বদা আপনার দুর্বলতাগুলি সংশোধন করুন। প্রতিদিন, আপনি আপনার অধ্যয়ন পরিকল্পনাকে দুটি ভাগে ভাগ করতে পারেন। প্রথমে, নতুনগুলি শিখুন এবং তারপরে পুরানো অধ্যায়গুলি সংশোধন করুন।
সময় ব্যবস্থাপনা: সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ধারণা। অনেক শিক্ষার্থী সমস্ত প্রশ্ন শেষ করার জন্য সময় পরিচালনা করতে পারে না। এমন একটি কৌশল তৈরি করুন যা প্রথমে বিস্তৃত প্রশ্নটি সম্পূর্ণ করে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...