UGC NET পরীক্ষায় লক্ষ্যভেদ করতে নিজেকে আজ থেকেই প্রস্তুত করুন CBT Mock Test দিয়ে

UGC NET পরীক্ষায় লক্ষ্যভেদ করতে নিজেকে আজ থেকেই প্রস্তুত করুন CBT Mock Test দিয়ে

সারা ভারত জুড়ে প্রতি বছর দুবার করে ন্যাশান্যাল টেস্টিং এজেন্সির দ্বারা পরিচালিত হয় UGC NET পরীক্ষা। ভারতের যত পরীক্ষা হয় তার মধ্যে অন্যতম সম্মানজনক পরীক্ষা হল UGC NET। কিন্তু মানুষের স্বপ্নের পরীক্ষা UGC NET-এ অনেকেই প্রথমবারে উত্তীর্ণ হতে পারে না। অধ্যবসায় ও পরিশ্রম করলেও মানুষ হয়তো সবসময় নিজের প্রস্তুতির সঠিক মূল্যায়ন করতে পারে না। প্রস্তুতির মূল্যায়ন করতে না পারলে নিজের কোন কোন অংশতে কতখানি দুর্বলতা রয়েছে সেটাকে পয়েন্ট আউট সম্ভব হয় না। এই জন্যই দরকার পরীক্ষার আগে বেশ কয়েকটি মক টেস্ট দেওয়া।

UGC NET ওভারভিউ

UGC NET পরীক্ষা হল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা আয়োজিত একটি দ্বিবার্ষিক পরীক্ষা। এই পরীক্ষার লক্ষ্য হল ভারতীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক অথবা জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) পদের জন্য যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা। আলোচ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক অথবা জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) পদের জন্য আবেদন করতে পারবেন।

NET PYQ (সম্পূর্ণ বিনামূল্যে)সমাধান করে নিশ্চিত করুন আপনার সফলতাকে

মক টেস্ট দেওয়ার উদ্দেশ্য

UGC NET পরীক্ষার পূর্বে মক টেস্ট দেওয়ার উদ্দেশ্যগুলি কী কী রয়েছে সেই সম্পর্কে অবগত হন-

১) প্রস্তুতিকে নিরীক্ষণ করা

UGC NET পরীক্ষার আগে মক টেস্ট দেওয়ার প্রধানতম উদ্দেশ্য হল প্রস্তুতিকে ট্র্যাক করা অর্থাৎ এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষার্থী  কতখানি প্রস্তুত হয়েছে কিংবা আরও কতখানি প্রস্তুত হওয়ার প্রয়োজন রয়েছে সেটিকে খুব ভালোভাবে বোঝা যায়। সেই অনুযায়ী নিজেকে আরও দৃঢ় করে প্রস্তুত করার জন্য উদবুদ্ধ করে পরীক্ষার্থীদের।

২) সময়ের সঠিক ব্যবহার

পরীক্ষার স্থানে উপস্থিত হওয়ার সময় পরীক্ষার্থীদের মানসিক চাপে সময়ে কাজ করার গতি কমে যায়। সেক্ষেত্রে ভুল ভ্রান্তি সম্ভবনা অনেকটাই বেড়ে যায়। তাই মক টেস্ট দেওয়া  এই সকল সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে অনেকাংশেই সাহায্য করে। এটি পরীক্ষার্থী মধ্যে সময় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সঠিক ব্যবহার করতে শেখায়। একটি নির্দিষ্ট ধরনের প্রশ্ন ঠিক  সম্পূর্ণ করতে কতটা সময়ে দরকার, সেই কৌশল আয়ত্ত করতে সাহায্য করে।

৩) পরীক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিত হয়

যে কোনো বড়ো পরীক্ষার মক টেস্টগুলি একেবারে প্রকৃত পরীক্ষার অনুরূপে প্রস্তুত করা হয়। এই মক টেস্ট এখন অনলাইন কিংবা অফলাইনে যেখানেই বা যে মাধ্যমেই অনুষ্ঠিত হোক না কেন তাতে সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ হয়।  এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের সুবিধা অসুবিধাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারে।

৪) ভীতি দূরীকরণ

এটি একেবারে প্রমাণিত সত্য যে, অনেক পরীক্ষার্থীই পরীক্ষার আগে ভীত হয়ে পড়ে। এটি হওয়ার মূল কারণ হল অনুশীলন ও আত্মবিশ্বাসের অভাব। কিন্তু নিয়মিত মক টেস্টে অংশ নিলে এই ভীতিভাব দূর হয়ে যায়। এটি পরীক্ষার জন্য কৌশলগত পদ্ধতির বিকাশ করতে সাহায্য করে।

৫) গুরুত্বপূর্ণ সাজেশন

নিয়মিত মক টেস্টে অংশগ্রহণ করলে কোন কোন প্রশ্ন কতটা বেশি অধ্যয়ন করা ভালো, কোন কোন অংশ জরুরি,  কোন অঞ্চল থেকেই বা বেশি নম্বর ওঠে  সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ হয়। এই দ্বারা বারবার পাঠ অভ্যাস করার সুযোগ থাকে। এমন অনেক প্রশ্ন সাজেশনের মাধ্যমে  প্রস্তুত করা হয়, যা প্রকৃত পরীক্ষার সঙ্গে ৯০% মিল পাওয়া যায়। এর ফলে পরীক্ষায় যদি অনুরূপ প্রশ্নও থাকে, তা খুব সহজে সমাধান করা যায়।

৬) প্রশ্ন উত্তর পর্যালোচনা

মক টেস্টের মাধ্যমে দক্ষতার বিশ্লেষণের জন্য প্রকৃত অন্তর্দৃষ্টির প্রয়োজন হয়। আগে বুঝতে হবে কোন প্রশ্নের উত্তর কতটা  সময়ের মধ্যে দিতে হবে। প্রশ্নগুলির উত্তর কতটা তাড়াতাড়ি দিলে পরীক্ষাটি সম্পন্ন করতে পারবে সেসব কিছুই শেখায়। 

৭) পরীক্ষার উপযুক্ত পরিবেশ 

মক টেস্টের সময় প্রকৃত পরীক্ষার পরিবেশ তৈরি করা হয়ে থাকে। বাড়িতে বসে বই পড়ে নিজে নিজে অভ্যাস করা আর মক টেস্ট দেওয়ার মধ্যে পার্থক্য আছে। বাড়িতে নিজে পড়ার সময় নির্দিষ্ট কোনো সময়ানুবর্তিতা থাকে না। আর তাই জন্য সব বিষয় সঠিক ভাবে আয়ত্ত করা যায় না। কিন্তু মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষার ধরন ও পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া যায়। একটি মক টেস্ট তাই প্রকৃত পরীক্ষার উদ্বেগ এবং চাপ কমাতে পরীক্ষার্থীদের সাহায্য করে।

৮) দুর্বলতা দূরীকরণ 

মক টেস্ট কোন বিভাগের জন্য কত বেশি অধ্যয়ন করতে হবে স্থির করে, সেটি  বুঝতে সাহায্য করে। যখন বেশ কয়েকটি মক টেস্ট দেওয়ায় হয়ে যায়, তখন পরীক্ষার্থীরা নিজেরাই বুঝতে পারে কোন বিভাগগুলি  ভালোভাবে তৈরি হয়েছে এবং কোন অংশ আরও ভালোভাবে তৈরি করতে হবে। আর কোন বিভাগগুলিতে কতখানি দুর্বলতা রয়ে গিয়েছে। এই মক টেস্ট সব টি বিভাগ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা প্রদান করে। একবার যদি কোন বিষয়ে, কতটা এবং কেন দুর্বলতা রয়েছে সেই ধারণাটি হয়ে যায় তাহলেই খুব সহজে দুর্বলতা কাটিয়ে সঠিক প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

৯) প্রযুক্তির কার্যকরী অনুশীলন

এটি  পরীক্ষার পূর্বে অনুশীলন এবং কার্যকরভাবে প্রস্তুতি নিতে দেবে। প্রতিদিন মক টেস্ট সমাধান করে, প্রার্থীরা যেমন তাদের গতি এবং দক্ষতা ত্বরান্বিত করতে পারে তেমনই প্রযুক্তি গত দিক দিয়ে অনেক বেশি দক্ষতা লাভ করে। UGC NET যেহেতু CBT মোডে হয় তাই অনলাইনে এই পরীক্ষা দিতে দিতে প্রযুক্তি সম্পর্কিত কার্যকরী অনুশীলনও হয়ে যায়।

BSSEI পরিচালিত CBT Mock Test

BSSEI বহু বছর ধরে শিক্ষার্থীদের আশা ভরসার জায়গা। বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকারা তাদের সর্বস্ব দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন প্রতিনিয়ত। সব সময়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে রাখেন তাদের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাই সর্বদা নিজেদের নিয়োজিত রেখেছে BSSEI।

আসন্ন UGC NET পরীক্ষার্থীদের সাফল্যের কথা মনে রেখে BSSEI আয়োজন করেছে একটি অনলাইন CBT মক টেস্ট সিরিজের। মোট ২৭ টি‎ মক টেস্ট-এ থাকছে প্রায় ১৭৫০ টি প্রশ্ন রয়েছে। এই মক টেস্টের প্রশ্নগুলি বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার নিরলস গবেষণার দ্বারা নির্বাচন করা হয়েছে। একেবারে প্রকৃত নেট পরীক্ষার ন্যায় সময়কে সঠিকভাবে ট্র্যাক করার ব্যবস্থাও রয়েছে এই সিরিজের মধ্যে অর্থাৎ NET পরীক্ষায় যেমন স্ক্রিনে স্টপ ওয়াচ চলে, তেমনই এই পরীক্ষার ক্ষেত্রেও দেখতে পাবে পরীক্ষার্থীরা। ব্যবহার করে দেখলেই পরীক্ষার্থীরা বুঝতে পারবে BSSEI Digital Learning অ্যাপটি কতখানি ইউজার ফ্রেন্ডলি। এছাড়াও এই মক টেস্ট-এর শেষে‎ থাকছে-

  • একটি রিভিশন টেস্ট দেওয়ার ব্যবস্থা
  • পেপার ১-এর গণিত, রিজনিং, DI-এর‎ প্রতিটি প্রশ্নের বিশ্লেষণ ও ভিডিও সলিউশন থাকবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে – 8777279548

তাই যারা চাইছো প্রথম প্রচেষ্টায় নিজের স্বপ্ন পূরণ করতে কিংবা যারা বারংবার চেষ্টা করেও নিজের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছ তারা সর্বস্ব দিয়ে আরও একবার চেষ্টা করে দেখো, হয়তো এই মক টেস্ট সিরিজের হাত ধরেই  তোমরা পৌঁছে যাবে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে।

Related Articles

NET Paper 1 and Paper 2 Batch AD
UGC NET Paper 1 Batch AD

Connect with Us

WhatsApp
<