UGC NET বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক একটি সম্মানীয় পরীক্ষা হিসেবে সর্বজনবিদিত। এটি CBT মোডে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( National Testing Agency- NTA) দ্বারা পরিচালিত একটি মর্যাদাপূর্ণ পরীক্ষা। এই সর্বভারতীয় স্তরের পরীক্ষাটি প্রায় 83 টি বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) এর জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা মানসম্মত। অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইট উভয় জায়গাতেই UGC NET পরীক্ষার জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিষয়ে তথ্যাবলি প্রদান করা হয়ে থাকে। এই পরীক্ষায় আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম প্রয়োজনীয় নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। সাধারণত UGC NET-এর ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ৫৫% সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া JRF-এর জন্য ৩০ বছর বয়সের সীমাবদ্ধতা রয়েছে।
UGC NET পরীক্ষা মূলত প্রফেসর বা সহকারী অধ্যাপক নির্বাচন এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয়। NET পরীক্ষা আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে, তাই যে যে আবেদন করতে চায় তাকে কঠোর পড়াশোনা করতে হবে। প্রায় লক্ষ লক্ষ প্রার্থী বছরে দু ‘বার এই পরীক্ষায় অংশ নেন।
শুধুমাত্র সহকারী অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপের (JRF) পাবেন না। UGC NET পরীক্ষা বছরে দু-বার অনুষ্ঠিত হয় এবং CBT মোডে এটি পরিচালিত হয়। অন্যান্য চাকরির বিকল্পগুলি বিবেচনা করার আগে, প্রার্থীদের UGC NET পরীক্ষার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার আওতায় থাকা কোর্সগুলিও বুঝে নিতে হবে।
দেশের বিপুল সংখ্যক মানুষ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। তবে অনেকেই UGC NET-এ আবেদন করার আগে বেতন হার জানতে চান। UGC NET ক্ষতিপূরণ পরিকল্পনা, কাজের বিবরণ (জব প্রোফাইল) এবং কর্মজীবনের অগ্রগতির সম্ভাবনা সম্পর্কিত বিশদ তথ্য প্রার্থীদের আগ্রহের বিষয়।
যারা জাতীয় যোগ্যতা পরীক্ষার বা NET এ উত্তীর্ণ হয় তাদের জন্য শিক্ষক ও গবেষণা পদ পাওয়া যায়। যাঁরা সহকারী অধ্যাপক হতে চান, তাঁরা ভারতবর্ষের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহজেই আবেদন করতে পারেন। আর যে সকল প্রার্থীরা JRF স্পর্শ করতে পেরেছেন তাদের জন্য দুটি সুবিধা, তারা সহকারী অধ্যাপক হিসেবে এবং গবেষক হিসেবে আবেসন করতে পারবে।
JRF বৃত্তিটি প্রদানের তারিখ থেকে ৩ বছরের জন্য বৈধ এবং P.hD এর জন্য ভর্তি হওয়ার পরে, একজন স্কলার তাদের গবেষণাটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য ৫ বছর পেতে পারেন। আপনি যদি একজন রিসার্চ স্কলার হতে চান, তাহলে এই বিষয়ের বিবরণগুলি জানতে হবে, নিম্নে তা দেওয়া হলঃ
JRF | SRF |
JRF (Junior Research Fellow) | SRF (Senior Research Fellow) |
প্রথম 2 বছরে 37000/- স্ট্রাইপেন্ড পেয়ে থাকেন | আগামী 3 বছরে 42000/- স্ট্রাইপেন্ড পেয়ে থাকেন |
যারা JRF-এ যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা তাঁদের কাজ শুরু করার পর স্ট্রাইপেন্ড পেতে পারেন। | SRF একটি প্রচারমূলক পদ, পর্যালোচনা কমিটির কাছ থেকে এই পদের জন্য সুপারিশের প্রয়োজন। |
যেকোনো NET যোগ্য প্রার্থীর জন্য সবচেয়ে পছন্দের চাকরির সুযোগ হল সারা দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হওয়া। UGC NET-এর জন্য তারা প্রস্তুতি শুরু করার পরপরই এই স্বপ্নটি তারা হৃদয়ে বহন করে।
সফলভাবে NET পরীক্ষায় উত্তীর্ণ করার পর, একজন সহকারী অধ্যাপক পদের জন্য সহজেই আবেদন করতে পারেন। সফল প্রার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে এবং ডক্টরাল ফেলোদের প্রশিক্ষণ দিতে হবে।
যাইহোক, প্রার্থীরা NET-LS-এর জন্য যোগ্যতা অর্জনের পরে কলেজগুলিতে অল্পসময়ের জন্য অধ্যাপক হিসেবে কাজ করতে পারেন।
একজন সহকারী অধ্যাপক/লেকচারার হতে যে যে বিষয়গুলোই জানা আবশ্যক নিম্নে তার বিশদ বিবরণ রয়েছে:
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নোটিফিকেশন, বলা ভালো একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক এবং একাডেমিক কর্মী নিয়োগ ও পদোন্নতির জন্য নূন্যতম যোগ্যতা , উচ্চ শিক্ষার মান বজায় রাখার জন্য।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর পূর্বে ২০১৮ সালে গাইডলাইন প্রকাশ করেছিল। যেখানে বিশ্ববিদ্যালয় বা কলেজের সহকারী অধ্যপক/ অধ্যাপিকা হতে গেলে বাধ্যতামূলকভাবে নেট উত্তীর্ণ হতে হবে। আবারও প্রায় ৭ বছর পর UGC একটি গাইডলাইন প্রকাশ করেছে।
এই গাইডলাইনটিতে ঠিক কি কি বলা হয়েছে জানুন-
বিশদে দেখে নিন এই গাইডলাইন সম্পর্কে-
১) বহুমুখী শিক্ষার প্রয়াস- নতুন নিয়মে শিক্ষক ও প্রশাসকদের একাধিক বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকবে। NEP 2020-র লক্ষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলিকে আরও আন্তঃবিভাগীয় এবং বহুমুখী করার চেষ্টা করছে UGC। এছাড়া ৪ বছরের ইন্টিগ্রেটেড স্নাতক / স্নাতকোত্তর স্তরে কোনো ভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করলেও NET / Ph.D কিন্তু সম্পূর্ণ অন্য বিষয়ের ওপরেও দেওয়া যাবে। যেমন-
২) ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট- স্নাতক স্তরে নূন্যতম ৭৫ % নম্বর অথবা ৫৫ % নম্বর সহ স্নাতকোত্তর পাস করে থাকতে হবে, সেই সঙ্গে তার Ph.D থাকতে হবে। অথবা নূন্যতম ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর পাস সেই সঙ্গে UGC , CSIR , ICAR দ্বারা পরিচালিত NET বা SLET / SET পাস করে থাকতে হবে । অথবা নূন্যতম ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর পাস করে থাকতে হবে। (এটি শুধুমাত্র M.E , M.Tech –এর জন্য প্রযোজ্য)।
৩) প্রমোশন- প্রমোশনের ক্ষেত্রে কোন কোন পরিবর্তিত নীতি আসতে পারে দেখে নিন-
একাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটর (API)-এর পরিবর্তে –
1.উল্লেখযোগ্য অবদান
2.ভারতীয় ভাষায় শিক্ষাদান
3.ভারতীয় জ্ঞান ব্যবস্থা নিয়ে গবেষণা
4.ডিজিটাল কন্টেন্ট তৈরির কাজ (MOOCs)
5.স্টার্টআপ প্রতিষ্ঠা
৪) উপাচার্য নিয়োগ- আগে শুধুমাত্র অধ্যাপক ও একাডেমিক দিকের উচ্চপদস্থদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ করা হতো। এখন থেকে রাজ্যের গভর্নর বা চ্যান্সেলর সরাসরি উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় বেশি ক্ষমতা পাবেন। শিল্প, প্রশাসন বা জননীতি থেকে অভিজ্ঞ ব্যক্তিরাও উপাচার্য হতে পারবেন। এছাড়া একজন “বিশিষ্ট ব্যক্তিত্ব” হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে। এই বিশিষ্ট ব্যক্তিত্ব-এর অভিজ্ঞতা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা, প্রশাসন, শিল্প বা সরকারি ইত্যাদি যেকোনো খাতে হতে পারে ।
৫) চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ- ২০১৮ সালের নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ ছিল মোট শিক্ষক পদের ১০% সীমাবদ্ধ। নতুন নিয়মে এই সীমা তুলে নেওয়া হয়েছে। শূন্যপদ পূরণের আগে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রতিষ্ঠানগুলোকে বেশি নমনীয়তা দেওয়া হয়েছে। রাজ্যগুলো শূন্যপদ পূরণ করলে চুক্তিভিত্তিক নিয়োগও কমবে বলে আশা করা হচ্ছে। UGC স্পষ্ট বলেছে , যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫% শিক্ষক থাকতেই হবে। সেখানে, কোনো রকম অস্থায়ী, অতিথি বা সাময়িক সময়ের অধ্যাপকদের ধরা হবে না।
অর্থাৎ এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে শুধুমাত্র M.E বা M.Tech-দের জন্যই এই নিয়মটি আনতে চলেছে বলা যায়। তাই বলা যেতে পারে যারা ট্র্যাডিশনাল স্ট্রিম ( M.A, M.Sc) নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পূর্বের নিয়মই বজায় থাকবে মানে সহকারী অধ্যাপক অধ্যাপিকা হতে গেলে আবশ্যিকভাবে UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর Ph.Dতে ভর্তি হতে গেলেও অবশ্যই প্রয়োজন NTA UGC NET-এ উত্তীর্ণ হওয়া।
যেহেতু ২০১৮ সালের নিয়মে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যাপারটি আর থাকছে না, ৭৫% অধ্যাপক থাকতেই হবে, সেই কারণে আশা করা যাচ্ছে আগামী দু-তিন বছরে ব্যাপক সংখ্যক অধ্যাপক নিয়োগ হতে চলেছে। তাই নিজের ভবিষ্যতকে নিশ্চিত করতে গেলে অবশ্যই এই কয়েক বছরের মধ্যে NET ক্লিয়ার করতে হবে তোমাদের।
প্রথম প্রচেষ্টাতেই সফল হতে , পাঠ্য বিষয় থেকে নিজের দুর্বল অংশকে শনাক্ত করতে, সর্বোপরি বিভিন্ন স্মার্ট ওয়ার্ক ও স্ট্র্যাটেজির মাধ্যমে অধ্যয়ন করে প্রস্তুতিকে দৃঢ় করতে অবশ্যই দরকার একটি ভালো কোচিং-এর সহায়তা। BSSEI-তে UGC NET-এর জন্য নতুন ব্যাচের ভর্তি চলছে। আপনাদের স্বপ্নপূরণ করতে আপনাদের পাশে সর্বদাই রয়েছে BSSEI। UGC NET-এর কোচিং-এর জন্য ভর্তি হতে অবশ্যই যোগাযোগ করুন- 8777279548 নম্বরে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...