WB SET পরীক্ষা 2024: সঠিক প্রস্তুতি এবং ভুল এড়ানোর কার্যকরী উপায়

WB SET পরীক্ষা 2024: সঠিক প্রস্তুতি এবং ভুল এড়ানোর কার্যকরী উপায়

যেকোনো পরীক্ষারই আগের কয়েকদিন পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সময়কালকে খুব মনোযোগ সহকারে, নিয়ম মেনে, শৃঙ্খলিতভাবে অতিবাহিত করা উচিত। মূল্যবান এই সময়কালটিকে অনেকেই সঠিক পদ্ধতিতে অতিবাহিত করতে পারে না। এই পর্বে শুধুমাত্র বিষয়ভিত্তিক ইউনিটগুলি পুনরায় পর্যালোচনার করলেই হবে না;  কৌশলগতভাবে এই সময়টুকু যাপন ও অধ্যয়ন করলে প্রার্থীর জ্ঞাত বিষয়ের জ্ঞান আরও সুদৃঢ় হয়ে ওঠে,  আত্মবিশ্বাসের বৃদ্ধি পায়  এবং পরীক্ষার দিনের জন্য  কতখানি প্রস্তুত সেই বিষয়ে সম্পূর্ণরূপে  নিশ্চিত হওয়া যায়। যারা WB SET পরীক্ষা দিচ্ছ, এতো দিন ধরে একটু একটু করে নিজেকে প্রস্তুত করেছ পরীক্ষায় সফল হওয়ার উদ্দেশ্যে, তাদের জন্যেই কিছু টিপস ও গাইডলাইন রইল এই আর্টিকেলে।

যে সব পরীক্ষার্থীরা WB SET এর জন্য ধীরে ধীরে পরিশ্রমের মাধ্যমে  নিজেদেরকে প্রস্তুত করেছ, তারা একেবারে শেষ সময়ে এসে দুশ্চিন্তায় কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। তোমাদের যাতে সেইসব কোনো ভুল না হয় তাই জন্যই রইল কিছু গাইডলাইন।

WB SET পরীক্ষার আগের দিন রাতে করণীয়

কিছু বিষয় রয়েছে যা পরীক্ষার আগের দিন রাত থেকেই গুছিয়ে রাখা আবশ্যক। নাহলে পরীক্ষার দিন টেনশনের কারণে যদি কোনো জিনিস নিতে ভুলে যাও তাহলে তোমাকেই বিপদে পড়তে হবে। কি সেই বিষয় দেখে নাও —

  • অ্যাডমিট কার্ড নেওয়া– WB SET পরীক্ষার জন্য যে সংশ্লিষ্ট  অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটিকে যত্ন সহকারে গুছিয়ে নাও একটি ফোল্ডারে।
  • আইডি প্রুফ– অ্যাডমিট কার্ডটির সঙ্গেই একটি আইডি প্রুফ অর্থাৎ আধার/ ভোটার / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট / প্যান এর মধ্যে যেকোনো একটির অরিজিনাল সঙ্গে নিয়ে নাও।
  • ছবি– এর সঙ্গে নিতে হবে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • পেন–  অন্তত দুটি পেন নেওয়া আবশ্যক। পেন নেওয়ার আগে দেখে নাও তার কালি আছে কিনা বা ঠিক মতো লেখা পড়ছে কিনা।

এছাড়াও পরীক্ষার আগেরদিন যে জিনিসগুলি আবশ্যক

  সুষম খাদ্য: শরীরকে সুস্থ সবল  রাখতে পরীক্ষার আগের দিন রাতেরবেলা হালকা সুষম খাবার খাওয়া প্রয়োজন। যাতে ঠিক মতো হজম হয় এবং শরীর সুস্থ থাকে। বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই বাঞ্ছনীয়। 

পর্যাপ্ত ঘুম: পরীক্ষার আগের রাতে  ভালোভাবে বিশ্রাম দরকার, তাই সেদিন ঘুমকে অগ্রাধিকার দিলে মানসিকভাবে কম চাপে থাকা যায়। ঘুম ভালো হলে শরীর রিল্যাক্স থাকে এবং পরীক্ষার সময় মাথা ঠাণ্ডা থাকে 

কবে প্রকাশিত হবে ২৬ তম WB SET পরীক্ষার রেজাল্ট, জেনে নিন এখনই!

WB SET পরীক্ষার দিন সকালে করণীয় 

  • পরীক্ষার দিন সকালেও হালকা খাবার খেতে হবে।
  • নির্দিষ্ট সময়ের অন্তত আধ ঘন্টা আগে পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে। তাই সেই রকম সময় হাতে রেখেই বাড়ি থেকে বেরোনো দরকার। 
  • বাড়ি থেকে বেরনোর আগে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি বার বার মিলিয়ে নিতে হবে।
  • নিজের নার্ভাসনেসকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। 
  • পরীক্ষার কেন্দ্র যদি দূরে হয় তাহলে সেখানে পৌঁছে একটু ফ্রেস হয়ে নিলে রিল্যাক্সড লাগতে পারে। 
  • মোবাইল ফোনটি অবশ্যই সুইচ অফ করে নিতে হবে। 
  • বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে না গিয়ে  নিজের অভিভাবক নিয়ে যাওয়া বা একা যাওয়া ভালো।
  • ইতিবাচক মানসিকতা উচ্চে রাখা দরকার। 
  • পরীক্ষার হলে ঢুকে কারোর সঙ্গে বেশি কথা না বলে পরীক্ষার বিষয়ের উপর মনোনিবেশ করা দরকার।
  • প্রশ্নপত্র পাওয়ার আগে ডেস্কে চোখ বন্ধ করে, মাথা নীচু করে থাকো। এর ফলে মন শান্ত হবে।

WB SET পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট

পরীক্ষা যখন শুরু হচ্ছে তখনকার টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। জেনে নাও WB SET পরীক্ষার ক্ষেত্রে সময়ের ম্যানেজমেন্ট কেমন করে করবে।

১) একটি ভাষা অবলম্বন- WB SET পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন একটি ভাষাতেই পড়ে বুঝতে হবে। দুটি ভাষায় প্রশ্ন পড়তে গেলে অনেকটা সময় নষ্ট হবে।

২) জানা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করা- সবসময় চেষ্টা করবে যে সব প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে ভালো জানো, সেটা দিয়ে শুরু করতে। এতে তোমার কনফিডেন্স বেড়ে যাবে।

৩) উত্তরকৃত প্রশ্ন চিহ্নিতকরণ- যে প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাচ্ছে সেগুলিকে চিহ্নিত করে রাখতে হবে। নাহলে সেই প্রশ্নটি ভাবনা চিন্তা করতে গিয়ে সময় চলে যাবে বেশ খানিকটা।

৪) OMR ফিলাপ- প্রথম পাচ-দশ মিনিটে বা শেষ পনেরো মিনিটে তাড়াহুড়ো করে OMR শিট ফিলাপ না করে হাতে সময় রেখে মাথা ঠাণ্ডা করে ফিলাপ করো। ভালো করে দেখে আগে শুধু একটা ডট দিয়ে তারপর নির্দিষ্ট উত্তরের স্থানটি গোল করতে হবে।

৫) একটা প্রশ্ন নিয়ে পড়ে না থাকা- অনেক সময়ে অনেক জানা উত্তরও পরীক্ষার সময় মনে আসে না। তবে সেই প্রশ্ন নিয়ে বসে থেকে সময় নষ্ট করা যাবে না। বরং, সেটা বাদ দিয়ে পরের প্রশ্নে চলে যেতে হবে। সব জানা  উত্তর শেষ করে এবং  তারপর যেগুলোয় সমস্যা ছিল সেগুলো নিয়ে ভাববে।

৬) কম্প্রিহেনশন প্যাসেজে গুরুত্বদান- পেপার ১-এর ক্ষেত্রে কম্প্রিহেনশন প্যাসেজটি ভালো করে পড়া আবশ্যক ঠিকই কিন্তু তার জন্য বেশী সময় নষ্ট করা যাবে না।

৭) ভেবেচিন্তে OMR ফিলাপ- প্রশ্নপত্রের মধ্যে তোমার যে প্রশ্নটি সঠিক উত্তর মনে হচ্ছে সেটা দাগ দাও তারপর সব শেষে রিভিশন করে ভেবেচিন্তে দেখে নিয়ে প্রশ্নের OMR ফিলাপ করতে হবে।

৮) টাইম ট্র্যাক করা- বেশীরভাগ লোকই সময়ের ট্র্যাক হারায় বা উত্তর সম্পর্কে বিভিন্ন চিন্তা করে,  সময় নষ্ট করে ফেলে।  তাই তোমাকে অবশ্যই প্রতিটি  প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে। সেইভাবেই শুধুমাত্র সময় সংরক্ষণ করতে পারা যাবে। তাই পরীক্ষার সময় ঘড়ির দিকে নজর রাখা অপরিহার্য।

অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে  টাইম ম্যানেজমেন্ট সমস্যার সম্মুখীন হয়, এর কারণে তারা সব প্রশ্নের উত্তর দিতে পারে না। ফলে আকাঙ্ক্ষিত নম্বর পেতে অক্ষম হয় এবং তাদের মনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তদুপরি, অনেক শিক্ষার্থী প্রথম কয়েকটি প্রশ্নে খুব বেশি সময় ব্যয় করে এবং শেষের প্রশ্নগুলির জন্য আর প্রয়োজনীয় সময় পায় না । সুতরাং, তুমি তোমার সময়কে যেভাবে গঠন করবে তার ওপর তোমার পরীক্ষার পারফরম্যান্স, ফলাফল নির্ভর করবে। প্রত্যেক শিক্ষার্থী চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। যাইহোক, তাই মক টেস্ট দেওয়ার মাধ্যমে ভালোভাবে সময় পরিকল্পনা করে নিজেদের প্রস্তুত করে নাও যাতে সময় ফুরিয়ে না যায়। নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা খুব দরকার।

Related Articles

WBPSC Clerkship Batch AD
WBPSC Clerkship Batch AD

Connect with Us

WhatsApp
<