ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (WSCBC) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে WB SET পরীক্ষা তারিখ ঘোষণা করেছিল ১৫ ডিসেম্বর ২০২৪ ৷ একবার WB SET শেষ হয়ে গেলে, প্রার্থীরা WB SET Result 2024 অর্থাৎ পরীক্ষার ফলাফলের জন্য অনুসন্ধান করবে এবং অপেক্ষা করবে। ফলাফলে যোগ্যতার অবস্থা এবং বিষয়-ভিত্তিক নম্বর গুলির বিশদ বিবরণ রয়েছে ৷ কিন্তু কবে নাগাদ আসতে পারে WB SET-এর রেজাল্ট? এই নিবন্ধটিতে সেই বিষয়েই আলোচনা করা হবে।
WB SET ২০২৪ হল পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, যার ২৬ তম পরীক্ষাটি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হল। এই পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকদের নিয়োগের জন্য পরিচালিত হয়ে থাকে। যে সমস্ত যোগ্য প্রার্থীরা আবেদন করেছেন তাদের WB SET 2024-এর পরীক্ষা সর্বোত্তম প্রস্তুতির সঙ্গে দেওয়া হয়ে গেছে। তবে ফলাফল সহ স্কোরকার্ড প্রার্থীদের যোগ্যতার নির্ধারণ করবে এবং নিয়োগ প্রক্রিয়ায় তাদের ভবিষ্যতকে সুপ্রশস্ত করবে।
সম্প্রতি WBCSC WB SET 2024-এর পরীক্ষা ১৫ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। পরীক্ষাটি আধঘণ্টা বিরতি সহ ২টি সেশনে অনুষ্ঠিত হয়েছে। আসুন WB SET ২০২৪ পরীক্ষার একটি ওভারভিউ দেখুন-
পরিচালনা সংস্থা | পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) |
প্রশ্নের ধরন | Multiple Choice Question |
মোট নম্বর | ১৫০ |
পেপার ভিত্তিক নম্বর বিভাজন | পেপার ১- ১০০, পেপার- ২০০ |
সময়সীমা | পেপার ১-এর জন্য ১ঘন্টা পেপার ২-এর জন্য ২ঘন্টা |
প্রশ্ন ভিত্তিক নম্বর বিভাজন | উভয় পত্রের প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর করে রয়েছ |
নেগেটিভ মার্কিং | নেই |
অফিসিয়াল ওয়েবসাইট |
যে প্রার্থীরা ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে WB SET পরীক্ষা যারা দিয়েছেন তারা অবশ্যই তাদের পরীক্ষার ফলাফল দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। যদিও ফলাফল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েব সাইটে দেখা যাবে, কিন্তু প্রার্থীদের সুবিধার জন্য, আমরা একটি গাইডলাইন প্রস্তুত করছি। রেজাল্ট ডাউনলোড করার বিভিন্ন ধাপ নিম্নে বর্ণিত হল:
WB SET পরীক্ষা শেষ হয়েছে ১৫ ডিসেম্বর ২০২৪। ইতিমধ্যে অনেকেই হয়তো দেখতে পেয়েছ WB SET 2024-এর এক্সপেক্টেড কাট অফ। সেটি দেখে নিজেদের যোগ্যতার সম্পর্কে হয়তো খানিকটা ধারণা লাভ করেছ। কিন্তু যতক্ষণ না রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলা যায় না। তাই জন্যই দেখে নেওয়া যাক কবে নাগাদ রেজাল্ট আসতে পারে।
এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ধরনের Provisional Answer Key প্রকাশ করা হয়নি। ঠিক কবে নাগাদ WB SET পরীক্ষার অ্যানসার কী বেরোবে সেই সম্পর্কেও কোনো সুস্পষ্ট খবর জানতে পারা যায় নি। সেই সংক্রান্ত খবর সঠিকভাবে জানতে পারা যায় নি। তবে আশা করা WB SET 2024-এর রেজাল্ট সম্ভবত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা মার্চের একদম শুরুর দিকে বেরোতে পারে। তবে এটি শুধুমাত্র আমাদের অনুমান। অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখনও কিছু জানতে পারা যায় নি। তাই কেবলই সময়ের অপেক্ষা।
WB SET Result 2024 যখনই প্রকাশিত হবে তখনই আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...