খাদ্য মানুষকে প্রাণদান করে, বেঁচে থাকার শক্তি জোগায়। অন্ন সংস্থানের জন্যই মানুষ সারাদিন ধরে সহ্য করে কতকিছু। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত বিভিন্ন পরীক্ষার মধ্যে অন্যতম হল ফুড এস আই (Food SI)। এই পরীক্ষার দ্বারা রাজ্য সরকারের যেসমস্ত খাদ্য ও সরবরাহ বিভাগ রয়েছে অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, রেশনিং অফিস, ব্লক অফিস,সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টারে, হেড কোয়ার্টারে, SCFS অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড এন্ড সাপ্লাই অফিস ইত্যাদি স্থানে খাদ্য সাব- ইনস্পেক্টর পদে নিয়োগ করা হয়।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত Food SI পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বহু চাকরি প্রার্থীরা নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। এই আর্টিকেলে ফুড এস আই পরীক্ষার যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। এখন দেখে নেওয়া যাক Food SI সংক্রান্ত কিছু বিশদ তথ্যাবলি।
পরীক্ষার নাম | ফুড এস আই |
পরিচালনা সংস্থা | ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন |
অ্যাপ্লিকেশন মোড | অনলাইন |
নির্বাচন প্রক্রিয়া | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
বয়সসীমা | জেনারেল- ১৮-৪০ বছর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbpsc.gov.in |
ফুড এস আই পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ঠিক কেমন থাকা উচিত জেনে নিন-
WBPSC Food SI পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের শিথিলতা রয়েছে। পশ্চিমবঙ্গের SC/ST/OBC/EWS/PWD প্রার্থীরাই আলোচ্য সুবিধাটি পাবেন। অন্য রাজ্যের প্রার্থীরা সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত হলেও তারা সাধারণ/জেনারেল প্রার্থীদের বয়সসীমারই অন্তর্ভুক্ত হবে।
নূন্যতম বয়স – ১৮ বছর
সর্বোচ্চ বয়স- ৪০ বছর
এই পরীক্ষার জন্য আবেদন মূল্য কত থাকে বিস্তারিতভাবে জেনে নিন-
বিভাগ | আবেদন মূল্য |
জেনারেল | ১১০ টাকা/- |
SC/ST/PWD/EWS/OBC | নেই |
WBPSC দ্বারা পরিচালিত Food SI পদে যোগ্যতার সঙ্গে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের প্রধানত দুটি ধাপ উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীরা নিজেদের জ্ঞানের গভীরতা কতটা আছে সে বিষয়ে প্রমাণ দিয়ে থাকেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। যেখানে তাদের কমিউনিকেশন স্কিল, ব্যক্তিত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে তাদের যোগ্যতা বিচার করা হবে। উভয় ধাপেই যে প্রার্থীর নিজের যোগ্যতা বিচার করতে পারবে, তার উপর ভিত্তি নিয়োগ করা হবে।
দেখে নিন আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্ন কেমন থাকে-
পরীক্ষা | নম্বর | প্রশ্নের ধরন |
লিখিত পরীক্ষা | ১০০ | MCQ |
ইন্টারভিউ | ২০ | - |
ফুড এস আই পরীক্ষার সিলেবাসটি দেখে নিন
ফুড এস আই পদে নিয়োজিত হলে তার বেতন পে লেভেল ৬ অনুযায়ী বেসিক পে ২২,৭০০ টাকা। এর সঙ্গে মহার্ঘ্য ভাতা, মেডিকেল ও অন্যান্য ভাতা মিলিয়ে বেশ ভালো অঙ্কের বেতনই পাওয়া যায়।
আলোচ্য পরীক্ষাটিতে কেমনভাবে নিজেকে প্রস্তুত করবে তার কিছু কৌশল এখানে বর্ণিত হল-
অ্যারিথমেটিক রোজ অনুশীলন করতে হবে।
বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন বুঝে প্রস্তুতি নেওয়া দরকার।
জেনারেল স্টাডিজের বিষয়গুলি খুব খুঁটিয়ে পড়তে হবে।
বিষয় ভিত্তিক ছোটো ছোটো নোট তৈরি করে পড়া দরকার।
রোজ পড়াশোনার মধ্যে থাকতে হবে।
WBPSC Food SI এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন?
ফুড এস আই পরীক্ষার ক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হল পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা তার সমমানের বোর্ডের থেকে উত্তীর্ণ হতে হবে। তবে উচ্চতর ডিগ্রিধারী ব্যক্তিরাও এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবে।
Food SI পদে বেতন কেমন ?
WBPSC ফুড এস আই এর ক্ষেত্রে পে লেভেল ৬ অনুযায়ী বেসিক পে হবে 22,700। মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ইত্যাদির মতো ভাতাও পাওয়ার অধিকারী হবেন। তবে আশা করা যায় হাতে বেতন প্রতি মাসে 25,000 টাকা করে পাওয়া যাবে ।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...