WBSSC Group D 2025 পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা, বেতন, সিলেবাস ও বই

WBSSC Group D 2025 পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা, বেতন, সিলেবাস ও বই

অবশেষে সুপ্রিম কোর্ট রায় এর উপর ভিত্তি করে WBSSC Group D 2025 নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত করবে বলে আশা করা যাচ্ছে । Group D 2025 প্রাথীরা যারা এই পদ এর জন্য আগ্রহী তাদের জন্য এখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো  ,পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা, বেতন, সিলেবাস ও কি বই পড়তে হবে তা বিস্তারিত জানবো।  WBSSC Group D

WBSSC Group D 2025 Exam Overview

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন Group- D  একটি রাজ্য-স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা, কমিশন এর তরফ থেকে রাজ্যের স্কুলগুলিতে খুব শীঘ্রই গ্রুপ- ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। সেগুলি নিম্নে বর্ণনা করা হলো I

ডাউনলোড করুন- WBSSC Group C Previous Year Questions

WBSSC Group D 2025 Exam Pattern

 Group D পদে নিয়োগের জন্য বিগত বছরের মতন এবারেও পরীক্ষা অফলাইন মোড এ অনুষ্ঠিত হবে ।

  • WBSSC group D পরীক্ষা ৫০ নম্বর এর হয়ে থাকে।
  • পরীক্ষার প্রশ্নপত্র হবে অবজেক্টিভ ধরনের, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য পূর্ণমান ১ নম্বর থাকবে এবং প্রার্থীদের সঠিক ভাবে উত্তর দিতে হবে।
  • ভুল উত্তরের জন্য কোনও নেতিবাচক নম্বর (Negative Marking) কাটা হবে না।

Whats App Group Link

ডাউনলোড করুন- WBSSC Group D All in One Guide Book 

WBSSC Group D 2025 Eligibility Criteria 

এর ক্ষেত্রে প্রাথীদের কে যে সব যোগ্যতাপূর্ণ  হতে হবে তা নিম্নে উল্লিখিত করা হলো –

Age Limit

প্রাথী কে বয়সের ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।

ডাউনলোড করুন- RRB NTPC PREVIOUS YEAR QUESTIONS

Educational Qualification

উক্ত পদে প্রাথী কে অবশ্যই আবেদন করার জন্য ক্লাস ৮ পাশ করতে হবে ।

WBSSC Group D Salary Salary Structure 

পদের নাম: গ্রুপ D (Group D)
মূল বেতন (Basic Pay): ₹ ২০,০৫০ /- প্রতি মাসে

WBSSC Group D Selection Process

১ ধাপ : প্রাথীরা ফর্ম টি ফিল আপ করার আগে এই ওয়েবসাইটে www.westbengalssc.com যাবেন।

২ ধাপ : এ রেজিস্ট্রেশন সেকশন এ গিয়ে নিজের নাম, ইমেল, মোবাইল নম্বর দিয়ে নতুন রেজিস্ট্রেশন করবেন ।

৩ ধাপ : রেজিস্ট্রেশন করা হয়ে গেলে নিজের একাউন্ট লগইন করবেন প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ।

৪ ধাপ : তারপর নিজের ফর্ম টি পূরণ করবেন : ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে।

৫ ধাপ : ডকুমেন্ট আপলোড করবেন  ছবি ও স্বাক্ষর দিয়ে ।

৬ ধাপ : নিজের ফর্ম টি প্রিভিউ করুন তারপর জমা দেওয়ার আগে একবার ভালো করে যাচাই করুন।

৭ ধাপ :  অনলাইন মোডে আবেদন ফি জমা করুন ।

৮ ধাপ : সর্বশেষ নিজের ফর্ম টি সাবমিট ও প্রিন্ট করে রেখে দিন।

ডাউনলোড করুন- Indian Air Force Recruitment Application Form

WBSSC group D 2025 Syllabus 

WBSSC Group- D পরীক্ষার সিলেবাস যা যা  রয়েছে এবং কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে , সময়সীমা কত থাকবে, সেই সমন্ধে জানানো হলো।

লিখিত পরীক্ষা

৪৫ নম্বর

পার্সোনালিটি টেস্ট

৫ নম্বর

মোট নম্বর

৫০

ডাউনলোড করুন- WBSSC GROUP D PREVIOUS YEAR QUESTION

group D 2025 সম্পূর্ণ সিলেবাস

বিষয়সমূহ 

টপিক

নম্বর

জেনারেল নলেজ

তোমার চারপাশের পরিবেশ এবং সমাজের উপর তার প্রভাব।

১৫

কারেন্ট অ্যাফেয়ার্স

সাম্প্রতিক ইভেন্ট (পশ্চিমবঙ্গ এবংভারতের অন্যান্য রাজ্য)- বিশেষত খেলাধুলা, ইতিহাস, সাহিত্য,সংস্কৃতি এবং ভূগোল।

১৫

অঙ্ক

সরলীকরণ, দশমিক, ল.সা.গু. ও গ.সা.গু., গড়, অনুপাত ও সমানুপাত, শতকরা, লাভ ও ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় ও কার্য, সময় এবং দূরত্ব প্রভৃতি।

১৫

WBSSC group D 2025 Previous Year Question

আমরা সকলেই জানি যে কম্পিটেটিভে পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করা কতটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্র সমাধান করলেই যে শুধুমাত্র পরীক্ষার ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায় তাই নই, বরং বিভিন্ন ধরনের প্রশ্ন  সঠিকভাবে জানা যাই , সেই কৌশলও রপ্ত করা যায়।

WBSSC group D 2025 – Best Books

WBSSC Group D পদে সরকারি চাকরি পাওয়া জন্য চেষ্টা করছো তাই তোমাদের কাছে এখন অনেক সহজ করে এনেছি একটি বই এর মাধ্যমে । কমিশন খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। যাঁরা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ও সম্মানজনক চাকরির অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। সময় নষ্ট না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি WEST BENGAL SSC Group D All in One Book, যেখানে রয়েছে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক টপিক ও আগের বছরের প্রশ্নপত্র।

এই বইটি ডাউনলোড করে আপনি একসাথে পেয়ে যাবেন—

  • জেনারেল নলেজ
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • অঙ্ক

প্রাথীরা অবশ্যই মনে রাখবেন, WBSSC Group D পদ শুধু কিন্তু একটি চাকরি ই নয় এটি স্থিতিশীল ভবিষ্যতের নিশ্চয়তা দেয়।তাই এখনই আমাদের ওয়েবসাইটে গিয়ে WBSSC Group D All in One Book ডাউনলোড করুন এবং সঠিক পথে প্রস্তুতি শুরু করুন। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ( FAQs)

১. পরীক্ষার প্যাটার্ন কী?
লিখিত পরীক্ষা: ৪৫ নম্বর ,পার্সোনালিটি টেস্ট: ৫ নম্বর মোট: ৫০ নম্বর এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই

২. সিলেবাসে কী আছে?

সাধারণ জ্ঞান: ১৫ নম্বর ,কারেন্ট অ্যাফেয়ার্স: ১৫ নম্বর ,অঙ্ক: ১৫ নম্বর

৩. যোগ্যতা কী?

বয়স: ১৮ থেকে ৪০ বছর ,শিক্ষাগত যোগ্যতা: অন্তত অষ্টম শ্রেণি পাশ

৪. বেতন কত?
প্রাথমিক বেতন: ₹২০,০৫০ প্রতি মাসে

Related Articles

WBPSC Clerkship Batch AD
WBPSC Clerkship Batch AD

Connect with Us

WhatsApp
<