WBSSC SLST Free Mocktest [Achievers Batch] ভূগোল বিষয়ের উত্তরপত্র ডাউনলোড করে নিজের সাফল্য নিশ্চিত করুন

WBSSC SLST Free Mocktest [Achievers Batch] ভূগোল বিষয়ের উত্তরপত্র ডাউনলোড করে নিজের সাফল্য নিশ্চিত করুন

শুধুমাত্র বই পড়ে বা নোট মুখস্ত করে যথাযথ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। পরীক্ষায় সফল হতে হলে সবথেকে বেশি প্রয়োজনীয় হল   সঠিক কৌশল, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষার পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই জায়গাতেই মকটেস্ট হয়ে ওঠে সবচেয়ে কার্যকরী অনুশীলনের মাধ্যম। বারংবার মকটেস্ট দেওয়ার ফলে নিজের খামতিগুলো যেমন ধরা যায় তেমনি প্রস্তুতি আরও মজবুত হতে থাকে। আর পরীক্ষার ঠিক আগে সম্পূর্ণ বিষয়ের উপর পরীক্ষার মতো করে মক টেস্ট দেওয়া অত্যন্ত জরুরি। এতে করে যেমন টাইম ম্যানেজমেন্ট করা সহজ হয়ে ওঠে এর পাশাপাশি পরীক্ষা সম্পর্কিত ভীতি দূর হয়। তাই প্রস্তুতির ক্ষেত্রে বারংবার অনুশীলন করা যেমন অত্যন্ত প্রয়োজনীয় ঠিক তেমনি তার মূল্যায়ন আরও একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। শুধুমাত্র মকটেস্ট দিলেই হবে না তার যথার্থ মূল্যায়ন করতে হবে তবেই তা সঠিক প্রস্তুতির ক্ষেত্র হয়ে উঠবে। এই ব্লগের মাধ্যমে  BSSEI দ্বারা পরিচালিত WBSSC SLST Free Mocktest [Achievers Batch] ভূগোল বিষয়ের প্রতিটি পরীক্ষার উত্তরপত্র ডাউনলোড  করা যাবে।

Download Now: 17 years SLST previous year question paper

মক টেস্ট কী?

মক টেস্ট হলো আসল পরীক্ষার অনুকরণে তৈরি একটি অনুশীলনমূলক পরীক্ষা। যেখানে আসল পরীক্ষার মতো প্রশ্নপত্র, নির্দিষ্ট সময়সীমা এবং নিয়ম মানতে হয়। এটি পরীক্ষার্থীদের বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা প্রদান করে, যাতে মূল পরীক্ষার দিনে কোনো নতুন চাপ বা অচেনা পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।

Download Now

উত্তরপত্র যাচাই করা কতটা জরুরি

  • প্রথমত, নিজের অবস্থান বোঝা যায় – কোন কোন প্রশ্নে আপনি সঠিক হয়েছেন আর কোথায় ভুল করেছেন তা স্পষ্ট হয়। এতে বোঝা যায় আপনার প্রস্তুতি কোন স্তরে আছে।

  • দ্বিতীয়ত ভুল থেকে শেখার সুযোগ – যেসব প্রশ্নে ভুল করেছেন, সেগুলো মিলিয়ে দেখে কারণ খুঁজে বের করলে পরবর্তীতে সেই ভুল আর হবে না।

     

wbssc group c d batch

  • তৃতীয়ত সময় ব্যবস্থাপনা অনুশীলন – কোন অংশে বেশি সময় লেগেছে আর কোথায় দ্রুত উত্তর দেওয়া গেছে, তা বিশ্লেষণ করা যায়।

  • চতুর্থত পরীক্ষার কৌশল তৈরি – উত্তর মেলালে বোঝা যায় কোন বিষয়ে বেশি জোর দেওয়া দরকার এবং কোন টপিক তুলনামূলকভাবে দুর্বল।

  • সর্বোপরি আত্মবিশ্বাস বৃদ্ধি – সঠিক উত্তর সংখ্যা বাড়তে দেখলে মানসিকভাবে আরও দৃঢ় হওয়া যায়।

Download Now: 60 Question OMR Sheet to Attend the Mocktest

Free Mock Test দেওয়ার পর কীভাবে উত্তর মেলাবেন ?

প্রথমে উত্তরপত্র দেখে OMR এ প্রদত্ত সঠিক উত্তর মিলিয়ে নিন।

যেসব প্রশ্ন ভুল হিয়েছে তার ব্যাখ্যা লিখে রাখতে হবে।

Download Now: WBSSC SLST Free Mocktest Routine 

দুর্বল টপিকের নোট প্রস্তুত করতে হবে।

যেসব টপিকে বার বার ভুল হচ্ছে সেগুলোকে পয়েন্ট আকারে নোট করতে হবে।

নির্দিষ্ট সময় পর পর আবার ওই প্রশ্ন ধরে অনুশীলন করতে হবে।

WB SSC SLST Whatsapp Group - Subject Wise

Bengali [Group 1]

Bengali [Group 2]

Sanskrit [Group 1]

Sanskrit [Group 2]

History

Education

Philosophy

Geography [Group 1]

Geography [Group 2]

English

শুধু WBSSC SLST Free Mocktest দিলেই হবে না, বরং উত্তর মেলানো এবং তার যথার্থ বিশ্লেষণ করা হলো সাফল্যের মূল চাবিকাঠি। এতে প্রস্তুতি হবে আরও নিখুঁত এবং পরীক্ষার দিনে আত্মবিশ্বাস থাকবে সর্বোচ্চ মাত্রায়। তাই প্রতিটি মকটেস্টের পরে অবশ্যই উত্তর মিলিয়ে নিতে হবে।

Downloads

ভূগোল  বিষয়ের প্রথম দিনের উত্তরপত্র

ভূগোল  বিষয়ের দ্বিতীয় দিনের উত্তরপত্র

ভূগোল  বিষয়ের তৃতীয় দিনের উত্তরপত্র

ভূগোল  বিষয়ের চতুর্থ দিনের উত্তরপত্র

ভূগোল  বিষয়ের পঞ্চম দিনের উত্তরপত্র

ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের প্রথম দিনের উত্তরপত্র

ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের দ্বিতীয় দিনের উত্তরপত্র

ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের তৃতীয় দিনের উত্তরপত্র

ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের প্রথম দিনের উত্তরপত্র ১১-১২

ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের দ্বিতীয় দিনের উত্তরপত্র ১১-১২

ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের তৃতীয় দিনের উত্তরপত্র ১১-১২

Related Articles

WB SSC SLST Batch AD
SLST Batch AD

Connect with Us

WhatsApp
<