পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় Ph.D অ্যাডমিশন সংক্রান্ত তথ্য বিশদ তথ্যাবলি জেনে নিন

পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় Ph.D অ্যাডমিশন সংক্রান্ত তথ্য বিশদ তথ্যাবলি জেনে নিন
মার্চ 18, 2025
News . PHD Notification

West Bengal State University তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২৭.০১.২০২৫ তারিখে Ph.D-তে অ্যাডমিশনের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নোটিশটিতে কোন কোন বিষয়ে শূন্যপদ রয়েছে তা বলা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় মোট ১৩ টি বিষয়ে শূন্যপদ প্রকাশিত হয়েছে। ১০৮ টি শূন্যপদে ভর্তি নেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ 

দেখে নিন এই West Bengal State University-তে আবেদন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন

বিষয়

তারিখ

আবেদন শুরু

০৭.০৩.২০২৫

আবেদন শেষ

২৮.০৩.২০২৫

যোগ্যতার মানদণ্ড 

এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন দেখে নেওয়া যাক-

  • স্নাতকোত্তরে ৫৫% নম্বর থাকতে হবে।
  • UGC NET / UGC – CSIR NET/WB SET / SLET পাস করে বৈধ সার্টিফিকেট থাকতে হবে ।
  • সরকারি নিয়ম অনুযায়ী নম্বরের ছাড় পাওয়া যাবে

বিষয়ভিত্তিক শূন্যপদ

  • History – 02
  • Philosophy – 05
  • Commerce – 06
  • Economics – 11
  • Management & Marketing – 10
  • Journalism & Mass Communication – 02
  • Physiology – 10
  • Psychology – 07
  • Urdu – 02
  • Zoology – 28
  • Anthropology – 16
  • Biochemistry – 04
  • Computer Science – 05

নির্বাচন পদ্ধতি 

  • কোনো লিখিত পরীক্ষা হবে না
  • সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
  • UGC NET / UGC – CSIR NET/WB SET / SLET এর প্রাপ্ত নম্বরইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে ।

আবেদন পদ্ধতি

দেখে নিন এই West Bengal State University-তে আবেদন করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে-

  • আবেদন অফলাইনে করতে হবে।
  • ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে।
  • ফর্ম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
  • ফর্ম ডাউনলোড করার লিঙ্কClick Here

আবেদন পত্র জমা করার পদ্ধতি

  • পূরণ করা ফর্ম ও প্রয়োজনীয় নথির সপ্রত্যয়িত নকল সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
  • আবেদন মূল্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা করতে হবে।

Burdwan University-তে Ph.D Admission সম্পর্কে বিশদে জেনে নিন এখনই!

আবেদনপত্র জমা করার ঠিকানা 

  • West Bengal State University, Berunanpukuria , Malikapur , Barasat , North 24 pgs, Kolkata – 700126

প্রয়োজনীয় নথি

দেখে নিন আলোচ্য ইউনিভার্সিটিতে Ph.D-এর জন্য অ্যাপ্লাই করতে গেলে কোন কোন নথি প্রয়োজন-

  • আবেদন পত্র
  • আবেদন মূল্য জমা করার রসিদ
  • কাস্ট সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • সচিত্র পরিচয় পত্র
  • রিসার্চ প্রপোসাল

আবেদন মূল্য

West Bengal State University-এর বিভিন্ন বিভাগ থেকে প্রকাশিত Ph.D-র জন্য আবেদন করতে গেলে কত আবেদন মূল্য লাগবে দেখে নিন-

UR/OBC/EWS- 1000

SC/ST- 500

এই বিষয়ক আরও তথ্য পেতে ক্লিক করুন এখানে- Click Here 

Related Articles

Connect with Us

WhatsApp
<