শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। যারা এটিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন প্রতি বছর অসংখ্য ছোট ছোট শিক্ষার্থীর মনে তারা বুনে দেন হাজারো স্বপ্ন। বৈষয়িক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিয়ে শিক্ষক তাদেরকে তিল তিল করে গড়ে তোলেন প্রতিনিয়ত। আর সেই শিক্ষার্থী যখন জীবনে প্রতিষ্ঠিত হয় তখন বোধ হয় জন্মদাত্রী পিতা মাতার পড়ে সব থেকে বেশি খুশি হন শিক্ষক। যাদের স্বপ্ন এই শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চাইছো তাদের জন্য চলে এসেছে একটি বড়ো ধরনের সুযোগ। আসামে রাজ্যস্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সম্পর্কেই দেখে নিন বিশদ তথ্যাবলি আলোচ্য ব্লগে।
রাজ্য স্তরের যোগ্যতা পরীক্ষা কমিশন (SLET) দ্বারা পরিচালিত আসামের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা হল এই রাজ্যের স্লেট পরীক্ষাটি। এই পরীক্ষার পিছনে মূল উদ্দেশ্য হল একজন সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত জাতীয় যোগ্যতা পরীক্ষার (নেট) সঙ্গে বহুলাংশে মিল রয়েছে এই পরীক্ষাটির। দেখে নিন এই পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
অসম সেট ওভারভিউ | |
অনলাইন ফর্মফিলাপ শুরু | ১ ডিসেম্বর ২০২৪ |
অনলাইন ফর্মফিলাপ শেষ | ১৫ জানুয়ারি ২০২৫ |
পরীক্ষার স্তর | রাজ্যস্তরের পরীক্ষা |
মোট পেপার | দুটি |
মোট প্রশ্ন | ১৫০ টি |
মোট নম্বর | ৩০০ |
এক্সাম মোড | অফলাইন |
পরীক্ষার তারিখ | ২৩ মার্চ ২০২৫ |
প্রতিটি পরীক্ষাতে বসার ক্ষেত্রেই যোগ্যতার কিছু নির্দিষ্ট মানদণ্ড থাকে। যেগুলি থাকলে তবেই একটি পরীক্ষায় বসতে পারা যায়। যোগ্যতার মানদণ্ডগুলি অনুসরণ করে এমন প্রার্থীরাই আলোচ্য পরীক্ষার জন্য তাদের আবেদন পত্র জমা দিতে পারবে। দেখে নিন কি কি যোগ্যতার মানদণ্ড রয়েছে এই পরীক্ষাটির ক্ষেত্রে।
আসামের স্লেট পরীক্ষার জন্য আবেদন করতে গেলে জেনারেল, অসংরক্ষিত, জেনারেল-ইডব্লুএস (EWS) প্রার্থীদের ক্ষেত্রে UGC স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে স্নাতকোত্তর বা তার সমমানের কোনো ডিগ্রিতে কমপক্ষে ৫৫% শতাংশ নম্বর থাকতে হবে। তবে SC, ST, PWD ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে UGC স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে স্নাতকোত্তর বা তার সমমানের কোনো ডিগ্রিতে কমপক্ষে ৫০% শতাংশ নম্বর থাকতে হবে।
যে প্রার্থীরা মাস্টার ডিগ্রির ফাইনাল (চূড়ান্ত বর্ষ) পরীক্ষায় উপস্থিত হয়েছেন বা উপস্থিত হবেন এবং যাদের ফলাফল এখনও প্রকাশিত হয়নি বা প্রকাশিত হতে বিলম্ব রয়েছে তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
আসাম স্লেট পরীক্ষাতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা কখনও বাধা সৃষ্টি করে না। অর্থাৎ এই পরীক্ষার ক্ষেত্রে বয়সের কোনো রকমের উচ্চসীমা নেই। মানে এই পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়স কখনও অন্তরায় হয়ে দাঁড়ায় না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যা যা বলা হয়েছে সেটুকু থাকলেই আলোচ্য পরীক্ষার জন্য আবেদন করে এই পরীক্ষায় বসতে পারা যাবে।
আরও পড়ুন– UGC NET পরীক্ষায় সাফল্য পান প্রথম প্রচেষ্টাতেই
এই পরীক্ষায় বিভিন্ন পদের জন্য নানা ধরনের অ্যাপ্লিকেশন ফি রয়েছে। নীচের টেবিল থেকে জেনে নিন বিস্তারিতভাবে।
ক্যাটাগরি | মূল্য |
জেনারেল | ১২০০ |
OBC NCL | ১০৫০ |
EWS | ১০৫০ |
SC/ST | ১০০০ |
PWD | ৮০০ |
প্রার্থীরা নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড, ইউপিআই, বা ই-ওয়ালেট সহ বিভিন্ন অনলাইন পদ্ধতি ব্যবহার করে আবেদনের ফি দিতে পারেন। অন্যদিকে, তারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক চালানের মাধ্যমকেও অর্থপ্রদানের জন্য বেছে নিতে পারে, যা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে জেনারেটেড হয়।
আসামের সেট পরীক্ষার জন্য আবেদন করতে গেলে যে যে পদ্ধতি অবলম্বন করতে হবে, নীচের ধাপগুলিতে দেখে নিন-
ধাপ ১- Assam SLET এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
ধাপ ২- পরীক্ষায় আবেদনের জন্য রেজিষ্ট্রেশন করে ফর্মটি ফিলাপ করতে হবে।
ধাপ ৩- নিজেদের গুরুত্বপূর্ণ নথিগুলি আপলোড করুন।
ধাপ ৪- অনলাইন পদ্ধতি অবলম্বন করে আবেদন মূল্য প্রদান করুন।
ধাপ ৫- ফর্মটি সাবমিট করে সেটিকে প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষিত করে রাখুন।
আসামের রাজ্যস্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই। আসাম রাজ্যের কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ হওয়ার জন্য এই পরীক্ষারটি প্যাটার্ন জানা খুব জরুরি। দেখে নিন এই পরীক্ষার প্যাটার্নটি—
Assam SLET সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচন কমিশন কর্তৃক ৩০০ নম্বরের MCQ-প্রশ্ন ভিত্তিক লিখিত পরীক্ষায় প্রাপ্ত মেধা তালিকার ওপর নির্ভর করে নির্বাচন করা হবে। পদটিতে যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পেপার সংখ্যা | ২ টি |
প্রথম পত্রে প্রশ্নের সংখ্যা | ৫০ টি |
দ্বিতীয় পত্রে প্রশ্নের সংখ্যা | ১০০ টি |
সময়সীমা | ৩ ঘন্টা |
প্রতিটি প্রশ্নভিত্তিক নম্বর | ২ |
মোট নম্বর | ৩০০ |
আসাম স্লেট পরীক্ষার ক্ষেত্রে দুটি পেপার রয়েছে। এই পেপার দুটির মধ্যে প্রথম পত্রটিতে রয়েছে জেনারেল পেপার এবং দ্বিতীয় পত্রটিতে রয়েছে প্রার্থীর নির্বাচন করা মূল বিষয়।
প্রথম পত্রটিতে মোট ৫০টি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের ভিত্তিতে ২ নম্বর করে বরাদ্দ রয়েছে। অর্থাৎ প্রথম পত্রের মোট নম্বর ১০০। এখন দেখে নিন প্রথম পত্রের কোন কোন বিষয়ে অধ্যয়ন করতে হবে-
ক্রমিক নং | টপিক |
১ | টিচিং অ্যাপটিটিউড |
২ | রিসার্চ অ্যাপটিটিউড |
৩ | কম্প্রিহেনশন |
৪ | কমিউনিকেশন |
৫ | ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড |
৬ | লজিক্যাল রিজনিং |
৭ | ডেটা ইন্টারপ্রিটেশন |
৮ | ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি |
৯ | পিপল, ডেভলপমেন্ট অ্যান্ড এনভারনমেনট |
১০ | হায়ার এডুকেশন সিস্টেম |
দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অনেকগুলি বিষয়ই রয়েছে। শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট বিষয়ের PDF সংগ্রহ করে নিজেদের প্রস্তুতি শুরু করে দিন। নীচে বেশি কয়েকটি বিষয়ের PDF দেওয়া হল, সেগুলি ছাড়া অন্য কোনো বিষয়ের PDF প্রয়োজন হলে অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে সেগুলি সংগ্রহ করতে হবে।
বিষয় | বিষয় ভিত্তিক PDF |
সংস্কৃত | |
বাংলা | |
ইংরেজি | |
ইতিহাস | |
ভূগোল | |
দর্শন/ ফিলোসফি | |
শিক্ষাবিজ্ঞান/ এডুকেশন | |
রাষ্ট্রবিজ্ঞান/ পলিটিকাল সায়েন্স |
যারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা রাজস্থান এবং WB SET এর জন্যেও প্রস্তুতি নিতে পারে।
আজই ডাউনলোড করুন Assam SLET Previous Year Questions!
যে প্রার্থীরা বর্তমানে Assam SLET-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ইতিমধ্যেই জানেন যে পরীক্ষায় পাস করার জন্য তাদের অবশ্যই দুটি পেপার তৈরি করতে হবে। প্রথম পত্র বা পেপার ১ সাধারণ জ্ঞান, যুক্তির ক্ষমতা এবং গাণিতিক দক্ষতা পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে এবং দ্বিতীয় পত্র বা বিষয়ের পেপার ( পেপার ২) বিষয় সম্পর্কে প্রার্থীর গভীর জ্ঞানকে মূল্যায়ন করে।
কিছু ব্যক্তি Assam SLET পরীক্ষাকে কঠিন বলে মনে করে এবং পেপার ১ এ ভালো নম্বর সংগ্রহ করতে অক্ষম হয়। কিন্তু এই পেপারটি Assam SLET- এর জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই পরীক্ষায় দুটি পত্র রয়েছে, তাই সফল হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই সম্পূর্ণ পাঠ্যক্রম কভার করতে হবে।
Assam SLET পরীক্ষাটি পাস করতে অবশ্যই প্রস্তুতিকে ত্বরান্বিত করার জন্য একটি কার্যকর অধ্যয়নের কৌশল অবলম্বন করতে হবে। এখানে কিছু কৌশল বা টিপস দেওয়া রয়েছে যা প্রার্থীদের আলোচ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করবে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...