Daily Current Affairs Questions: 13th January 2025

Daily Current Affairs Questions: 13th January 2025

প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে চলে নানা ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সাধারণভাবে সব ঘটনা জেনে রাখা প্রয়োজনীয় মনে না হলেও চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে কিন্তু এই ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি স্মরণে রাখা খুব প্রয়োজন। তাই Daily Current Affairs Questions গুলির খোঁজ রাখা খুব জরুরি।  Daily Current Affairs Questions এর আপডেট রাখলে খুব সহজে বর্তমানে অনুষ্ঠিত হওয়া চাকরির পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করা যায়। তাহলে দেখে নিন আজকের অর্থাৎ ১৩ জানুয়ারির Daily Current Affairs Quiz

১) A state of emergency has been declared due to a wildfire in the forests of Los Angeles, leading to the evacuation of ________ people.

লস অ্যাঞ্জেলেসের বনে দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যার ফলে ________ লোককে সরিয়ে নেওয়া হয়েছে

a)20000

b)30000

c)40000

d)50000

উত্তর- b)30000

২) World Hindi Day is celebrated every year on _________ to promote the Hindi language and its importance.

হিন্দি ভাষা এবং এর গুরুত্বকে উন্নীত করার জন্য প্রতি বছর _________ তারিখে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়

a)January 9

b)January 10

c)January 11

d)January 12

উত্তর- b)January 10

৩) Which state government and Google Cloud partner to use AI in agriculture sector?

কোন রাজ্য সরকার এবং Google ক্লাউড অংশীদার কৃষিক্ষেত্রে AI ব্যবহার করবে?

a)Gujarat

b)Kerala

c)Uttar Pradesh

d)Tamil Nadu

উত্তর- c)Uttar Pradesh

৪) _____ announces new archaeological discoveries near Luxor.

_____ লুক্সরের কাছে নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ঘোষণা করেছে

a)Iran

b)Myanmar

c)Egypt

d)Bhutan

উত্তর- c)Egypt

৫) Legendary Malayalam singer P Jayachandran passes away at the age of ___.

কিংবদন্তি মালয়ালম গায়ক পি জয়চন্দ্রন ___ বছর বয়সে মারা গেছেন

a)74

b)81

c)93

d)89

উত্তর- b)81

৬) _________ launches ‘world’s first’ sanctions to crack down on illegal migration.

_________ অবৈধ অভিবাসন রোধে ‘বিশ্বের প্রথম’ নিষেধাজ্ঞা চালু করেছে

a)United States of America

b)United Kingdom

c)Pakistan

d)China

উত্তর- b)United Kingdom

৭) _______ Institute of Public Administration will be named after former Prime Minister Dr. Manmohan Singh.

_______ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের নামে নামকরণ করা হবে জনপ্রশাসন ইনস্টিটিউট

a)Uttarakhand

b)Himachal Pradesh

c)Punjab

d)Rajasthan

উত্তর- a)Uttarakhand

৮) Narendra Modi visited Andhra Pradesh and Odisha to launch various projects worth over Rs __________ crore to promote sustainable development, industrial growth, and infrastructure enhancement.

নরেন্দ্র মোদি টেকসই উন্নয়ন, শিল্প বৃদ্ধি, এবং অবকাঠামো উন্নয়নের জন্য __________ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্প চালু করতে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা সফর করেছেন

a)2

b)3

c)4

d)5

উত্তর- a)2

আরও দেখুন Weekly Current Affairs Questions: 1st week of January 2025

৯) UJALA Scheme and SNLP Programme Completed 10 Years of Energy–Efficient Lighting. The scheme is being implemented by Energy Efficiency Services Limited (EESL) under the Ministry of Power (MoP). When was EESL established?

UJALA স্কিম এবং SNLP প্রোগ্রাম 10 বছরের শক্তি-দক্ষ আলো সম্পন্ন করেছে। প্রকল্পটি বিদ্যুৎ মন্ত্রকের অধীনে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL) দ্বারা বাস্তবায়িত হচ্ছে। EESL কবে প্রতিষ্ঠিত হয়?

a)2007

b)2008

c)2009

d)2010

উত্তর- c)2009

১০) Union Minister G. Kishan Reddy Inaugurated “5G Use Case Test Lab” at CMPDI in _________.

কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি _________-এ CMPDI-তে “5G ইউজ কেস টেস্ট ল্যাব” উদ্বোধন করেছেন৷

a)Bihar

b)Jharkhand

c)Assam

d)Haryana

উত্তর- b)Jharkhand

১১) World Bank approves USD 35 million to enhance education in __________.

বিশ্বব্যাংক __________এ শিক্ষার উন্নতির জন্য USD 35 মিলিয়ন অনুমোদন করেছে

a)Manipur

b)Meghalaya

c)Arunachal Pradesh

d)Nagaland

উত্তর- b)Meghalaya

প্রতিদিনের Daily Current Affairs Quiz সংগ্রহ করতে থাকুন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য পূরণের সঙ্গী করুন Daily Current Affairs Questions-কে। Daily Current Affairs Questions আপনাকে সাফল্যের  শীর্ষে পৌঁছে দিতে পারে। তাই নিজেকে আপডেটেড রাখুন, Daily Current Affairs Questions সংগ্রহ করুন আজ থেকেই।

daily current affairs
daily current affairs question
daily current affairs quiz
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us