Daily Current Affairs Questions বর্তমান কালের প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়। সরকারি চাকরি প্রার্থীরা যদি প্রতিনিয়ত Current Affairs Questions-এর প্র্যাক্টিস চালিয়ে যায় তাহলে যে-কোনো পরীক্ষায় সফলতার স্বাদ গ্রহণ করা থেকে তাদের কেউ বঞ্চিত করতে পারবে না। Daily Current Affairs Questions-মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন প্রাসঙ্গিক খবরের সঙ্গে পরিচিত হতে পারা যায়। রাজনৈতিক পরিবর্তন থেকে শুরু করে দেশে ও দেশের বাইরে ঘটে চলা নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ, জানা অজানা যাবতীয় তথ্যের সমাহার নিয়েই এই Daily Current Affairs Questions-এর বিভাগটি সম্ভার দিয়ে সাজানো হয়ে থাকে প্রতিদিন। প্রার্থীরা যদি তাদের প্রস্তুতির সময় থেকে প্রতিদিন কিছুটা সময় বের করে এই প্রশ্নগুলির অনুশীলন করে তাহলে লক্ষ পূরণের পথে তারা এগিয়ে যেতে সক্ষম হবে এমন কথা বলা যেতে পারে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক ১১ এপ্রিল ২০২৫-এর দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স-
১) Punjab govt. launches school projects worth ₹_______ crore.
পাঞ্জাব সরকার ₹______ কোটি টাকার স্কুল প্রকল্প চালু করেছে।
a)1,500
b)2,000
c)2,500
d)3,000
উত্তর- b)2,000
২) World Homeopathy Day is celebrated annually on ______.
বিশ্ব হোমিওপ্যাথি দিবস প্রতি বছর ______ তারিখে পালিত হয়।
a)April 9
b)April 8
c)April 10
d)April 7
উত্তর- c)April 10
৩) Which state CM announces special schemes for fishermen in districts near Gulf of Mannar?
মান্নার উপসাগরের নিকটবর্তী জেলাগুলিতে জেলেদের জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্প ঘোষণা করেছেন?
a)Kerala
b)Tamil Nadu
c)Karnataka
d)Andhra Pradesh
উত্তর- b)Tamil Nadu
৪) Agniveers will get ________% reservation in Haryana Police recruitment.
হরিয়ানা পুলিশ নিয়োগে অগ্নিবীররা ________% সংরক্ষণ পাবেন।
a)10
b)15
c)20
d)25
উত্তর- c)20
৫) Along with the ‘Nolen Gurer Sandesh’, 6 other items were tagged with Geographical Indication (GI) tag. “Nolen Gurer Sandesh” belongs to which state?
‘নলেন গুড়ের সন্দেশ’-এর পাশাপাশি, আরও ৬টি জিনিসকে ভৌগোলিক নির্দেশক (GI) ট্যাগ দেওয়া হয়েছিল। “নলেন গুড়ের সন্দেশ” কোন রাজ্যের অন্তর্গত?
a)Bihar
b)Maharashtra
c)West Bengal
d)Uttar Pradesh
উত্তর- c)West Bengal
৬) Virat Kohli ticks off another milestone in storied T20 career, becomes first Indian batter to complete _________ runs.
বিরাট কোহলি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে _________ রান পূর্ণ করলেন।
a)20000
b)17000
c)11000
d)13000
উত্তর- d)13000
7) The Reserve Bank of India (RBI) has launched its official and verified WhatsApp channel as part of the _______ campaign.
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) _______ প্রচারণার অংশ হিসাবে তার অফিসিয়াল এবং যাচাইকৃত WhatsApp চ্যানেল চালু করেছে।
a)RBI Samhalta Hai
b)RBI ki Khata
c)RBI Kahta Hai
d)RBI ki Nathi
উত্তর- c)RBI Kahta Hai
৮) _______ has appointed Deputy CIO at Bombay Stock Exchange (BSE).
_______ বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) তে ডেপুটি সিআইও নিযুক্ত হয়েছেন।
a)Viral Davda
b)Ashutosh Sharma
c)Vivek Singh
d)Rohit Samanta
উত্তর- a)Viral Davda
৯) IOCL’s (Indian Oil Corporation Ltd) Rs. 61,000 crore investment in ________ for World-Class Petrochemical Complex.
আইওসিএল (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড) বিশ্বমানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের জন্য ________-তে ৬১,০০০ কোটি টাকা বিনিয়োগ করছে।
a)Uttar Pradesh
b)Punjab
c)Odisha
d)Madhya Pradesh
উত্তর- c)Odisha
১০) Bangladesh became the ______ th country to sign the Artemis Accords, promoting peaceful, sustainable, and transparent space exploration.
শান্তিপূর্ণ, টেকসই এবং স্বচ্ছ মহাকাশ অনুসন্ধানের প্রচারের জন্য আর্টেমিস চুক্তিতে স্বাক্ষরকারী ______ তম দেশ হয়ে উঠেছে বাংলাদেশ।
a)60
b)54
c)65
d)70
উত্তর- b)54
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...