সংগ্রহে রাখুন Daily Current Affairs Questions: 19 February 2025-এর PDFটি

সংগ্রহে রাখুন Daily Current Affairs Questions: 19 February 2025-এর PDFটি

Daily Current Affairs Questions পিডিএফগুলি সারা বিশ্বের সাম্প্রতিক ঘটনাগুলির সঙ্গে আপ-টু-ডেট থাকার জন্য একটি চমৎকার সম্পদ। এই পিডিএফগুলিতে রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা সহ আরও অনেক কিছুর মতো বিস্তৃত বিষয় কভার করে। প্রতিদিনের ঘটে চলা গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা সম্পর্কে একটি বিস্তৃত ধারণা প্রদান করে থাকে। এগুলি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই চাকরি প্রার্থীদের জন্য দেওয়া হল। যেটি বিভিন্ন অঞ্চলের এবং উভয় ভাষা ভাষীর ব্যক্তিদের জন্য খুবই উপযোগী৷ শুধু মাত্র আজকে নয়, প্রতিদিনের Daily Current Affairs Questions PDF গুলি আমাদের ওয়েবসাইট blog.bssei.in-এ আপলোড করা হয়ে থাকে। তাই যদি কোনো দিনের Daily Current Affairs Questions PDF প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট সার্চ করে সেখান থেকে প্রয়োজনীয় PDF গুলি ডাউনলোড করে নিতে পারেন। দেখে নিন আজকের অর্থাৎ ১৯ ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions-

১) The United Nations (UN’s) Global Tourism Resilience Day (GTRD) is observed annually on _________.

জাতিসংঘের বিশ্ব পর্যটন স্থিতিস্থাপকতা দিবস (GTRD) প্রতি বছর _________ তারিখে পালিত হয়।

a)February 16

b)February 17

c)February 15

d)February 18

উত্তর- b)February 17

২) International Olympic Committee (IOC) announced that the inaugural Olympic Esports Games will be held in ________.

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ঘোষণা করেছে যে প্রথম অলিম্পিক ই-স্পোর্টস গেমস ________ তে অনুষ্ঠিত হবে।

a)Iran

b)Iraq

c)Saudi Arabia

d)India

উত্তর- c)Saudi Arabia

৩) Indonesia won their first ever ‘Badminton Asia Mixed Team Championship 2025’ over China. What is the currency of Indonesia?

ইন্দোনেশিয়া তাদের প্রথম ‘ব্যাডমিন্টন এশিয়া মিশ্র দল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ জিতেছে চীনকে হারিয়ে। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কী?

a)Rial

b)Ruphiya

c)Pound

d)Yen

উত্তর- b)Ruphiya

৪) RuTAGe Smart Village Center Launched in _________ for Rural Technological Empowerment.

গ্রামীণ প্রযুক্তিগত ক্ষমতায়নের জন্য _________-তে রুTAGe স্মার্ট ভিলেজ সেন্টার চালু করা হয়েছে।

a)Uttar Pradesh

b)Haryana

c)Gujarat

d)Madhya Pradesh

উত্তর- b)Haryana

৫) _______ unveils India’s 1st Dedicated Global Capability Centre (GCC) Policy 2025.

_______ ভারতের প্রথম ডেডিকেটেড গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) নীতি ২০২৫ উন্মোচন করেছে।

a)Maharashtra

b)Manipur

c)Madhya Pradesh

d)Mizoram

উত্তর- c)Madhya Pradesh

৬) Union Minister Jyotiraditya M. Scindia Releases Commemorative Postage Stamps on Maha Kumbh 2025. Maha Kumbh was start from __________.

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া ২০২৫ সালের মহাকুম্ভমেলা উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। মহাকুম্ভ __________ থেকে শুরু হয়েছিল।

a)26th January

b)1st February

c)13th January

d)5th February

উত্তর- c)13th January

৭) GoI to Issue Rs. _________ Commemorative Coin to Mark Birth Centenary of Mohammed Rafi.

মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত সরকার _________ টাকার স্মারক মুদ্রা জারি করবে।

a)100

b)200

c)500

d)1000

উত্তর- a)100

৮) South Indian Bank (SIB) Limited has seen in news recently. It was established in _______.

সাউথ ইন্ডিয়ান ব্যাংক (SIB) লিমিটেড সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছে। এটি _______ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

a)1930

b)1929

c)1928

d)1927

উত্তর- b)1929

৯) IRDAI Unveils Bima Trinity Schemes for Insurance Revolution. IRDAi was established in _________.

IRDAI বীমা বিপ্লবের জন্য বীমা ট্রিনিটি স্কিম উন্মোচন করেছে। IRDAi _________ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

a)1989

b)1979

c)2009

d)1999

উত্তর- d)1999

১০) RBI approves _______ appointment as CEO of Standard Chartered India.

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়ার সিইও হিসেবে _______ নিয়োগের অনুমোদন দিলেন আরবিআই।

a)Pratul Goswami

b)Rajat Garg

c)Prabdev Singh

d)Ranjit Arora

উত্তর- c)Prabdev Singh

প্রতিদিন আপনার সংগ্রহে রাখুন Daily Current Affairs Questions। নিজের সফলতাকে নিশ্চিত করতে সঙ্গী হিসেবে বেছে নিন Daily Current Affairs Questions-কে। ছোটো পদক্ষেপ এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে নিজেকে প্রস্তুত করতে থাকুন Daily Current Affairs Questions-এর মাধ্যমে।

Downloads

Daily Current Affairs Questions 19th Feb 2025

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp