২৬ ফেব্রুয়ারি ২০২৫-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সকে সাফল্যের চাবিকাঠি করে তুলুন

২৬ ফেব্রুয়ারি ২০২৫-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সকে সাফল্যের চাবিকাঠি করে তুলুন

আসন্ন কম্পিটিটিভ পরীক্ষার এবং জীবনের জন্য দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অনেক গুরুত্বপূর্ণ। দেখে নিন এর কিছু গুরুত্বপূর্ণ দিক:

জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সম্পর্কে অবগত: Daily Current Affairs Questions আমাদেরকে দেশীয় রাজনীতি, অর্থনীতি, পরিবেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে জানায়। এটি দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক চুক্তি এবং বিশ্ব অর্থনীতির প্রবণতা সম্পর্কে প্রার্থীদের সচেতন করে তোলে।

জীবনযাত্রার মান উন্নয়ন: দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। এই জ্ঞান চাকরি প্রার্থীদের আরও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে।

রাজনৈতিক সচেতনতা: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মানুষের ভোটাধিকার, রাজনীতি সম্পর্কে অবগত থাকা যায় Daily Current Affairs Questions-এর মাধ্যমে। আমাদের দেশের উন্নয়নে কি ঘটছে বা কী হতে যাচ্ছে, তা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থনৈতিক প্রবণতা ও সিদ্ধান্ত: Daily Current Affairs Questions দেশের অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি, বাজারের পরিবর্তন এবং বাজেট সম্পর্কিত খবর আমাদের ব্যবসা, বিনিয়োগ এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে প্রার্থীদের সহায়ক হতে পারে।

সমাজের সমস্যা ও সমাধান: বর্তমান ঘটনাগুলি সমাজের সমস্যা যেমন পরিবেশ দূষণ, সুশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থা ইত্যাদির দিকে চাকরি প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এটি সমাজের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে।

প্রতিনিয়ত এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলি  অধ্যয়ন করতে থাকুন এবং পরীক্ষায় সাফল্য অর্জন করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ২৬ ফেব্রুয়ারি ২০২৫-এর কিছু গুরুত্বপূর্ণ বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।

১) বিরাট কোহলি সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হয়ে গেছেন ODI 14000 runs করেছেন, তিনি কত ইনিংসে এটি বানিয়েছেন?

A) 287

B) 320

C) 350

D) 378

উত্তর- A) 287

২) Financial Literacy Week কে শুরু করেছে Financial Awareness প্রচারের উদ্দেশ্যে?

A) RBI

B) SBI

C) SEBI

D) Ministry of Finance

উত্তর- A) RBI

৩) Indian Super League 2024-25 কে জিতে গেছে?

A) Odisha FC

B) Mohun Bagan Super Giant

C) Bengaluru FC

D) Mumbai city FC

উত্তর- B) Mohun Bagan Super Giant

৪) নীচের কোন বইটি অধ্যাপক সব্যসাচী করের রচিত?

A) The Indian Economy: A macro perspective

B) Macroeconomic Reforms, The Growth and Stability

C) India’s Tryst with destiny

D) Thr Future of Capitalism

উত্তর- B) Macroeconomic Reforms, The Growth and Stability

৫) Jal-Thal-Rakhsha 2025 কোন রাজ্যে আয়োজিত হয়েছে?

A) মহারাষ্ট্র

B) তামিলনাড়ু

C) গুজরাট

D) রাজস্থান

উত্তর- C) গুজরাট

৬) জার্মানির নতুন চ্যান্সেলর নি্যুক্ত হলেন কে?

A) Olaf Scholz

B) Fredrich Merz

C) Angela Merkel

D) Frank Walter

উত্তর- B) Fredrich Merz

৭) Global Investors Summit ২০২৫ কোথায় অনুষ্ঠিত হল?

A) তামিলনাড়ু

B) পশ্চিমবঙ্গ

C) কর্ণাটক

D) মধ্যপ্রদেশ

উত্তর- D) মধ্যপ্রদেশ

৮) IUCN Red Listed নর্দার্ন পিন্টেল হাঁসের একটি ঝাঁক কোন রাজ্যে দেখা গেছে?

A) অরুণাচল প্রদেশ

B) হিমাচল প্রদেশ

C) অন্ধ্রপ্রদেশ

D) মধ্যপ্রদেশ

উত্তর- A) অরুণাচল প্রদেশ

 

Downloads

Daily Current Affairs Questions 26th Feb 2025

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp