২৫ ফেব্রুয়ারি ২০২৫-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সকে সাফল্যের দিশারী করে তুলুন

২৫ ফেব্রুয়ারি ২০২৫-এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সকে সাফল্যের দিশারী করে তুলুন

ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স: WBCS, WBPSC ক্লার্কশিপ, WBPSC মিসলেনিয়াস, WBPSC Food SI ইত্যাদি WBPSC -এর বিভিন্ন পরীক্ষার জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই BSSEI সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য  বাংলা  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করে থাকে।

এখানে আমরা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন  আপনাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করি, যা আপনাদের বিভিন্ন স্থান থেকে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স খোঁজার সময় বাঁচাবে এবং আপনাদের জ্ঞানকে বৃদ্ধি করবে। প্রতিনিয়ত এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলি  অধ্যয়ন করতে থাকুন এবং পরীক্ষায় সাফল্য অর্জন করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ২৫ ফেব্রুয়ারির কিছু গুরুত্বপূর্ণ বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।

১.আয়রন ডোম-স্টাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশ তৈরি করেছে?

[A] ভারত
[B] ইসরাইল
[C] রাশিয়া
[D] চীন

উত্তর- [B] ইসরাইল

২. সম্প্রতি প্রধানমন্ত্রীর Principal Secretary-2 পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

[A] বিমল জালান
[B]
শক্তিকান্ত দাস
[C] Y.V. Reddy
[D] R.K. Mishra

উত্তর- [B] শক্তিকান্ত দাস

৩. Mauritius National Day কবে পালিত হয়?

[A] ১২ জানুয়ারি
[B] ১২ ফেব্রুয়ারি
[C] ১২ মার্চ
[D] ১২ এপ্রিল

উত্তর- [C] ১২ মার্চ

৪. ঝুমইর বিনন্দিনী কোন রাজ্যে পরিবেশিত একটি ঐতিহ্যবাহী নৃত্য?

[A] অরুণাচল প্রদেশ
[B] সিকিম
[C] আসাম
[D] মণিপুর

উত্তর- [C] আসাম

৫. কোন দিনটিকে আন্তর্জাতিক অ্যাসপারজার দিবস হিসেবে পালন করা হয়?

[A] ১৮ ফেব্রুয়ারি
[B] ১৯ ফেব্রুয়ারি
[C] ২০ ফেব্রুয়ারি
[D] ২১ ফেব্রুয়ারি

উত্তর- [A] ১৮ ফেব্রুয়ারি

৬. সম্প্রতি উপদ্বীপীয় ভারতে আবিষ্কৃত Blue-Cheeked Bee-eaterএর প্রথম প্রজনন স্থানটি কোথায় অবস্থিত?

[A] সুন্দরবন, পশ্চিমবঙ্গ
[B] চিলিকা হ্রদ, ওড়িশা
[C] কচ্ছের রণ, গুজরাট
[D] আন্দিভিলাইয়ের সল্টপান, তামিলনাড়ু

উত্তর- [D] আন্দিভিলাইয়ের সল্টপান, তামিলনাড়ু

৭. ভারত সরকার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (CEA) হিসেবে ভি. অনন্ত নাগেশ্বরনের মেয়াদ ______ পর্যন্ত বাড়িয়েছে।

[A] ২০২৬

[B] ২০২৭

[C] ২০২৮

[D] ২০২৯

উত্তর- [B] ২০২৭

নিজের সফলতাকে বাস্তবায়িত করুন দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স-এর হাত ধরে।

Downloads

Daily Current Affairs Questions 25th Feb 2025

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp