Daily Current Affairs Questions: 4th February 2025

Daily Current Affairs Questions: 4th February 2025

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় Daily Current Affairs Questions বা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নের গুরুত্ব অপরিসীম। সুতরাং, যদি আপনার Daily Current Affairs Questions অনুশীলন ভালো হয়, তাহলে আপনি সহজেই এই পরীক্ষাগুলিতে ভালো নম্বর পেতে পারেন। Daily Current Affairs Questions মধ্যে রয়েছে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট, ইকোনমিক, স্পোর্টস, ব্যাঙ্কিং, রাঙ্কিং অ্যান্ড রিপোর্ট নিউজ প্রভৃতি। এছাড়াও রয়েছে এগ্রিমেন্ট, সাইন্স এন্ড টেকনোলজি, ইম্পর্ট্যান্ট ডেট ইত্যাদি সম্পর্কিত নিউজ Daily Current Affairs Questions-এর মধ্যে।

পরীক্ষা যতই দূরে থাক না কেন, পরীক্ষার প্রস্তুতি কিন্তু আগে থেকেই নিয়ে রাখা ভালো। সেই কারণেই Daily Current Affairs Questions-এর আপডেট রাখা খুব জরুরি। দেখে নিন আজকের অর্থাৎ ৪ ফেব্রুয়ারির কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions-

১) Government Approves Participation of Indian Contingent at ______th Asian Winter Games 2025.

সরকার ______তম এশিয়ান উইন্টার গেমস 2025-এ ভারতীয় কন্টিনজেন্টের অংশগ্রহণের অনুমোদন দিয়েছে।

a) 10

b) 9

c) 8

d) 7

উত্তর- b) 9

২) ________ Cabinet approves Greater Bengaluru Integrated Satellite Town project for Ramanagara.

________ মন্ত্রিসভা রামনগরের জন্য গ্রেটার বেঙ্গালুরু ইন্টিগ্রেটেড স্যাটেলাইট টাউন প্রকল্প অনুমোদন করেছে।

a)Haryana

b)Madhya Pradesh

c)Kerala

d)Karnataka

উত্তর-  d)Karnataka

৩) India adds 4 new Ramsar Sites making the total of __________.

ভারত 4টি নতুন রামসার সাইট যোগ করেছে যা মোট __________ করে।

a)90

b)89

c)88

d)87

উত্তর- b)89

৪) ______ has successfully achieved the milestone of being free from onchocerciasis.

______ সফলভাবে অনকোসারসিয়াসিস থেকে মুক্ত হওয়ার মাইলফলক অর্জন করেছে।

a)Kenya

b)Niger

c)Oman

d) Qatar

উত্তর- b)Niger 

৫) Trump orders the construction of a _________ – capacity migrant detention center at Guantanamo Bay.

ট্রাম্প গুয়ানতানামো বেতে একটি _________ – ক্ষমতার অভিবাসী আটক কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন।

a)50000

b)60000

c)30000

d) 40000

উত্তর- c)30000

৬) Garuda Aerospace Pledged Rs 100 Crore to Develop India’s 1st Drone City in _________.

Garuda Aerospace 100 কোটি টাকা প্রতিশ্রুতি দিয়েছে ভারতের প্রথম ড্রোন সিটি _________-এ গড়ে তুলতে।

a)Arunachal Pradesh

b)Andhra Pradesh

c)Odisha

d) Punjab

উত্তর- b)Andhra Pradesh

৭) The United Nations (UN’s) World Interfaith Harmony Week (WIHW) is observed annually across the globe during the first week of February (1-7). When was the UN founded?

জাতিসংঘ (UN’s) World Interfaith Harmony Week (WIHW) বার্ষিক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে (1-7) বিশ্বজুড়ে পালন করা হয়। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?

a)1948

b)1940

c)1945

d)1950

উত্তর- c)1945

৮) Indian Coast Guard Day 2025 is celebrated on _______.

ভারতীয় কোস্ট গার্ড দিবস 2025 _______ তারিখে উদযাপিত হয়।

a)2nd February

b)1st February

c)3rd February

d)4th February

উত্তর- b)1st February

৯) Indian Coast Guard was in the news recently. When was the Indian Coast Guard founded?

সম্প্রতি খবরে ছিল ভারতীয় কোস্ট গার্ড। ইন্ডিয়ান কোস্ট গার্ড কবে প্রতিষ্ঠিত হয়?

a)1970

b)1977

c)1985

d)1991

উত্তর- b)1977

১০) ISRO’s Astronaut Shubhanshu Shukla to Pilot NASA’s Private Axiom Mission 4, Marking 1st Indian Astronaut to travel to the International Space Station (ISS). When was NASA founded?

ISRO-এর মহাকাশচারী শুভাংশু শুক্লাকে পাইলট NASA-এর প্রাইভেট অ্যাক্সিওম মিশন 4, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ভ্রমণের জন্য প্রথম ভারতীয় মহাকাশচারীকে চিহ্নিত করে৷ নাসা কবে প্রতিষ্ঠিত হয়?

a)1958

b)1960

c)1965

d) 1952

উত্তর- a)1958

আজকের গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions দেওয়া হল, নিজেদের সংগ্রহে এই প্রশ্নগুলি রেখে সেগুলি প্রতিদিন অন্তত একবার করে চোখ বোলান। এই  Daily Current Affairs Quiz কিন্তু আপনার কাছে লড়াইয়ের একটি অস্ত্র হতে পারে। তাই প্রতিদিন সংগ্রহ করুন Daily Current Affairs Questions, আর নিজেকে আপডেটেড রাখতে থাকুন প্রতিনিয়ত।

daily current affairs
daily current affairs questions
daily current affairs quiz

Downloads

Daily Current Affairs Questions 4th Feb 2025

NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us