খাদ্য মানুষকে প্রাণদান করে, বেঁচে থাকার শক্তি জোগায়। অন্ন সংস্থানের জন্যই মানুষ সারাদিন ধরে সহ্য করে কতকিছু। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত বিভিন্ন পরীক্ষার মধ্যে অন্যতম হল ফুড এস আই (Food SI)। এই পরীক্ষার দ্বারা রাজ্য সরকারের যে সমস্ত খাদ্য ও সরবরাহ বিভাগ রয়েছে অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, রেশনিং অফিস, ব্লক অফিস,সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টারে, হেড কোয়ার্টারে, SCFS অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড এন্ড সাপ্লাই অফিস ইত্যাদি স্থানে খাদ্য সাব- ইনস্পেক্টর পদে নিয়োগ করা হয়।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC-এর খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা Food SI। প্রতিবছর রাজ্য সরকার তাদের অধীনে থাকা যে যে খাদ্য ও সরবরাহ বিভাগ অন্তর্ভুক্ত আছে তার জন্য এই ফুড এস আই পরীক্ষার দ্বারা তারা কর্মী নিয়োগ করে থাকে। পশ্চিমবঙ্গের অন্যতম সম্মানীয় চাকরি WBPSC Food SI এর সম্পর্কে কিছু বিশদ তথ্যাবলি জেনে নিন এখনই।
পরীক্ষার নাম | ফুড এস আই |
পরিচালনা সংস্থা | ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন |
অ্যাপ্লিকেশন মোড | অনলাইন |
নির্বাচন প্রক্রিয়া | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
বয়সসীমা | জেনারেল- ১৮-৪০ বছর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbpsc.gov.in |
WBPSC দ্বারা পরিচালিত Food SI পদে যোগ্যতার সঙ্গে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের প্রধানত দুটি ধাপ উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীরা নিজেদের জ্ঞানের গভীরতা কতটা আছে সে বিষয়ে প্রমাণ দিয়ে থাকেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। যেখানে তাদের কমিউনিকেশন স্কিল, ব্যক্তিত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে তাদের যোগ্যতা বিচার করা হবে। উভয় ধাপেই যে প্রার্থীর নিজের যোগ্যতা বিচার করতে পারবে, তার উপর ভিত্তি নিয়োগ করা হবে।
এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত নাহলেও অন্যান্য চাকরির ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেখে আশা করা যায় যেকোনো দিন যেকোনো মুহূর্তে WBPSC তাদের অন্যতম সম্মানীয় পরীক্ষা Food SI-এর নোটিফিকেশন প্রকাশ করতে পারে। সেই জন্যই প্রস্তুতি শুরু করা খুব জরুরি। সময় যখন আছে তখন শুরু করে দিন নিজের প্রস্তুতি WBPSC Food SI previous year question paper সমাধান করার সঙ্গে সঙ্গে।
বিস্তারিত জানুন– WBPSC Food SI পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে
সরকার প্রতি বছর অত্যন্ত তৎপরতার সঙ্গে WBPSC Food SI পরীক্ষা গ্রহণ করে থাকে। তাই এই পরীক্ষায় নিজের সফলতাকে নিশ্চিত করতে এবং নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য প্রস্তুতি নেওয়া আবশ্যক। আর সেই প্রস্তুতির জন্য পুরো সিলেবাস ও বিগত বছরের প্রশ্নটি ভালোভাবে দেখে বুঝে নেওয়া খুব প্রয়োজন। সিলেবাসটি নিজের আয়ত্তে আনার জন্য প্রশ্নের প্যাটার্ন ঠিক মতো বুঝে নেওয়ার জন্য তাই পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি দেখুন, আর নিজের প্রস্তুতিকে সুদৃঢ় করে তুলুন। নীচে বিষয় ভিত্তিক PDF দেওয়া হল ডাউনলোড করে সিলেবাস ও বিগত বছরের প্রশ্নগুলি দেখে নিন-
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...