ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে মানোন্নয়ন UGC-র কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য UGC অতিথি অধ্যাপক (Guest Faculty) পদে নিয়োগের ক্ষেত্রটি খুব গুরুত্বসহকারে দেখে থাকে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এমন একটি ব্যবস্থা যেখানে যোগ্য শিক্ষকদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করে। সাধারণত, UGC-NET/SET/Ph.D./GATE (Computer Application) উত্তীর্ণ প্রার্থীদেরই এই ধরনের পদে নিয়োগের জন্য বিবেচনা করা হয়।
মেদিনীপুর কলেজ (Autonomous) সম্প্রতি Guest Faculty (UG) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি নেট/সেট উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা থাকা প্রার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ। আসুন জেনে নিই কোন কোন বিষয়ের উপর শূন্যপদ প্রকাশিত হয়েছে।
শূন্যপদের সংখ্যা অফিসিয়াল নোটিশে উল্লিখিত না থাকলেও আশা করা যায় এই বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু সংখক শিক্ষক নিয়োগ করবে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ ।
অতিথি অধ্যাপক হিসেবে আগে জেনে নেওয়া যাক কী কী দায়িত্ব অবশ্য-পালনীয় হিসেবে গণ্য করা হয়:
এই শূন্য পদ্গুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 25 ফেব্রুয়ারী 2025 থেকে, এবং আবেদনের শেষ তারিখ হিসেবে স্থির করা হয়েছে 04 মার্চ 2025 (মঙ্গলবার) রাত ১২:০০ টা।
Check Now: UGC NET Guidelines to Recruit Guest Faculties in College & Universities
কলেজ কর্তৃপক্ষ অফিসিয়াল নোটিশ-এই ইন্টারভিউ-এর তারিখ ও স্থানের উল্লেখ করেছে:
তারিখ: 06 মার্চ 2025 (বৃহস্পতিবার), সকাল 11:30 AM
স্থান: মেদিনীপুর কলেজ ক্যাম্পাসের সংশ্লিষ্ট বিভাগে
প্রার্থীদের সম্পূর্ণ বায়োডাটা হার্ড কপির মাধ্যমে Teacher-In-Charge-এর অফিসে জমা দিতে হবে এবং এর সঙ্গে ইচ্ছুক প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের ই-মেইল আইডিতে বায়োডাটা পাঠাবেন। শূন্যপদ ভিত্তিক অফিসিয়াল ই -মেইল আইডি নিচে উল্লিখিত হল:
অস্থায়ী ভিত্তিতে হলেও, মেদিনীপুর কলেজের নিয়োগের এই বিজ্ঞপ্তিটি শিক্ষকতার জগতে প্রবেশের জন্য একটি দুর্দান্ত সুযোগ। তাই দেরি না করে দ্রুত আবেদন করুন এবং ইন্টারভিউ-তে অংশগ্রহণ করুন
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...