আবারও NCTE-এর নয়া নিয়ম। B.Ed কোর্সের নিয়মের ক্ষেত্রে আবার পরিবর্তন আনছে NCTE। ১১ বছর পর পুনরায় B.Ed কোর্স ১ বছরের হতে চলেছে। ২০১৪ সাল অবধি B.Ed কোর্স ১ বছরের ছিল। ২০১৫ সাল থেকে সেই কোর্সটি ২ বছরের কোর্সে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ প্রায় ১১ বছর পর পুনরায় B.Ed এক বছরের কোর্স হতে চলেছে।
ব্যাচেলর অফ এডুকেশন বা B.Ed হল একটি স্নাতক ডিগ্রিকোর্স যেটি একজন ভাবী শিক্ষককে শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে। সাধারণত চারটি সেমেষ্টারে বিভক্ত আলোচ্য কোর্সটির সময়কাল ২ বছর। এই নিয়মটি সংস্থা প্রস্তাবিত প্রোগ্রাম কাঠামোর উপর নির্ভর করে তৈরি হয়েছে।
কেউ যদি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান সেক্ষত্রে এই ডিগ্রিটি অত্যাবশ্যক। এই ডিগ্রী থাকার ফলে প্রার্থীরা সরকারী এবং বেসরকারী উভয় স্কুলেই শিক্ষকতা করার সুযোগ পাবেন। যদিও এই কোর্সের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা নেই। কিন্তু বেশিরভাগ রাজ্যেই শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার জন্য বয়সের সীমাবদ্ধতা ৩৬-৪০ বছরের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে । তবে সে যাইহোক, কেউ যদি B.Ed কোর্সে যোগদান করতে চান তবে তাকে সবার প্রথমে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
B.Ed কোর্স করতে গেলে কোন কোন যোগ্যতার প্রয়োজন দেখে নিন এক ঝলকে
সাধারণত B.Ed কোর্স করতে গেলে যেকোনো ক্ষেত্রে ৫০% নম্বর সহ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের উপর নির্ভর করে নির্দিষ্ট প্রয়োজনীয়তা পরিবর্তিত হতে পারে।
এই কোর্সের ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা নেই। নূন্যতম ১৮ বছর বয়স হওয়ার পরেই এই কোর্স (B.El.Ed)-এ ভর্তি হওয়া যায়।
B.Ed কোর্স করলে একজন প্রার্থী যে কোনো স্কুলে শিক্ষকতা করার উপযুক্ত হয়ে ওঠে বলে ধারণা করা যায়। একজন শিক্ষক হতে গেলে যে যে যোগ্যতা দরকার B.Ed করলে সেই যোগ্যতা সম্পন্ন করেছে একথা বলা যায়।
B.Ed -এর নিয়মে পরিবর্তন করতে গেলে এই কোর্সের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আসবে। যেমন-
এক্ষেত্রে B.Ed কোর্সটি তিন ধরনের হয়ে যাবে।
এছাড়া বোর্ড মিটিং-এ বলা হয়েছে ITEP – Integrated Teacher Education Programme-এর কথা। ৬৪ টি যে শিক্ষা সংস্থা রয়েছে তারা এই ITEP –র মধ্যে যোগ শিক্ষা , সংস্কৃত, ফিজিকাল এডুকেশন , পারফর্মিং আর্টস এর সঙ্গে যুক্ত করেছে । অর্থাৎ Multidisciplinary র মধ্যে এই বিষয়গুলিকেও সংযুক্ত করা হয়েছে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...