স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI PO Notification পদে প্রতি বছর পরীক্ষা নিয়ে থাকে । তাই অতি অবশ্যই যেসব ইচ্ছুক প্রাথীরা এই পরীক্ষাটি দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই বছর এটি হতে চলেছে একটি সুবর্ণ সুযোগ তাই দেরি না করে এখনই ই জেনে নাও এই পদের জন্য আবেদন করতে গেলে কি কি জানা প্রয়োজন , আমরা এইখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO সম্পর্কে বিস্তারিত জানবো যেমন – আবেদন করতে গেলে কোন কোন জিনিস এর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে , আবেদন ফী কত ,স্যালারি কেমন, মোট শূন্যপদ কত এছাড়াও এই বিজ্ঞপ্তি টি কবে জারি হয়েছে ও পরীক্ষাটি কবে হতে চলেছে সব কিছু নিয়ে তোমাদের সামনে বিস্তারিত তথ্য এই ব্লগে এ আলোচনা হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO একটি ব্যাঙ্কিং এর দিক থেকে সম্মানজনক চাকরি এবং যেটি অত্যন্ত জনপ্রিয়।কেন এই চাকরি টি অত্যন্ত জনপ্রিয় হিসাবে গণ্য করা হয় তার কিছু গুরুত্বপূর্ণ কারণ নিচে তুলে ধরা হলো:
SBI PO পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয় – প্রিলিমস, মেইনস এবং গ্রুপ ডিসকাশন/ইন্টারভিউ। প্রতিটি ধাপ অতিক্রম করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হতে হয়। চূড়ান্ত নির্বাচন হবে মেধা তালিকার ভিত্তিতে।তাই প্রস্তুতি শুরু করার আগে আপনাকে জানতে হবে SBI PO 2025 পরীক্ষার জন্য সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই প্রবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
আগামী ২৪ শে জুন SBI PO Notification টি প্রকাশ পাই , যেখানে মোট ৫৪১টি প্রোবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর CRPD/PO/2025-26/04 অনুসারে অফিসিয়াল নোটিফিকেশন PDF টি SBI-র অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.co.in উপলব্ধ করা হয়েছে। SBI প্রোবেশনারি অফিসার নিয়োগ ২০২৫-এর বিস্তারিত তথ্য জানতে ও বিজ্ঞপ্তি ডাউনলোড করতে সরাসরি লিংক নিচে প্রদান করা হয়েছে। এখনই ডাউনলোড করে নিন
SBI PO Notification Official PDF এখনই ডাউনলোড করুন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৫৪১টি শূন্যপদে (PO) পোস্টে বিজ্ঞপ্তি টি প্রকাশ করেছে। যেখানে আবেদনকারীদের বয়সসীমা ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। নির্বাচনী প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে—প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ। যারা এই তিনটি ধাপেই সফল হবেন, তাদের প্রোবেশনারি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য বেতন ₹৪৮,৪৮০/- হয় এবং প্রার্থীদের ভারতের যেকোনো স্থানে পোস্টিং দেওয়া হতে পারে।
সংস্থা | State Bank of India (SBI) |
পদ | Probationary Officers (PO) |
বিজ্ঞপ্তি নম্বর | CRPD/PO/2025-26/04 |
শূন্যপদ | 541 |
আবেদন করার মাধ্যম | Online |
রেজিস্ট্রেশন তারিখ | 24th June to 14th July 2025 |
শিক্ষাগত যোগ্যতা | Graduation |
বয়সসীমা | 21 to 30 years (age relaxation applicable) |
স্যালারি | Rs. 80000 to 82000 per month |
আবেদন পদ্ধতি | Prelims, Mains, Interview |
প্রবেশন সময়কাল | 2 years |
কাজের জায়গা | Across India |
অফিসিয়াল ওয়েবসাইট | www.sbi.co.in |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO বিজ্ঞপ্তির পিডিএফ প্রকাশের সাথে সাথেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) পক্ষ থেকে এসবিআই পিও নিয়োগ ২০২৫-এর অনলাইন ও সম্ভাব্য পরীক্ষার তারিখগুলি ঘোষণা করা হয়েছে। এসবিআই পিও অনলাইন আবেদন ২০২৫ শুরু হয়েছে ২৪শে জুন ২০২৫ তারিখ থেকে এবং প্রার্থীরা ১৪ই জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। নিচের সারণিতে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেওয়া হলো –
এই বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) মোট ৫৪১টি শূন্যপদ ঘোষণা করেছে প্রোবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের জন্য। মোট শূন্যপদের মধ্যে ৫০০টি নিয়মিত শূন্যপদ এবং ৪১টি ব্যাকলগ শূন্যপদ রয়েছে। এসবিআই পিও বিজ্ঞপ্তি পিডিএফ-এর সঙ্গে এই শূন্যপদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে, যা নিম্নে টেবিল এর মাধ্যমে দেখানো হলো –
CATEGORY | Total Vacancies |
UR | 203 |
SC | 80 |
ST | 73 |
OBC | 135 |
EWS | 50 |
TOTAL | 541 |
Year | No. of Vacancies |
2025 | 541 |
2024 | 600 |
2023 | 2000 |
2022 | 1673 |
2021 | 2056 |
2020 | 2000 |
2019 | 2000 |
2018 | 2000 |
2017 | 2313 |
SBI PO এর জন্য প্রাথীদের যে যে যোগ্যতা গুলি থাকা প্রয়োজন সেগুলি হলো –
প্রার্থীকে অবশ্যই যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে অথবা কেন্দ্রীয় সরকারের দ্বারা সমতুল্য হিসাবে স্বীকৃত কোনও যোগ্যতা অর্জন করতে হবে। যারা বর্তমানে তাদের স্নাতকের শেষ বর্ষ বা সেমিস্টারে রয়েছেন, তারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে, যদি তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়, সেক্ষেত্রে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। যেসব প্রার্থীর কাছে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (IDD) রয়েছে, তাদের নিশ্চিত করতে হবে যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ অনুযায়ী তারা উত্তীর্ণ হয়েছেন। যেসব প্রার্থীর কাছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) সার্টিফিকেট রয়েছে, তারাও আবেদন করতে পারবেন।
প্রাথী কে এই পরীক্ষার জন্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে বিজ্ঞপ্তিনুসারে যেখানে 02.04.1995 থেকে 01.04.2004 এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে।
বয়েসের ছাড় থাকবে এই বিশেষ ক্যাটাগরি দের জন্য
এটি একটি অনলাইন পরীক্ষা, যেখানে প্রার্থীদের ১ ঘণ্টার মধ্যে ১০০ নম্বরের প্রশ্নপত্র সমাধান করতে হবে।
SBI PO 2025 Prelims Exam Pattern Duration (1 Hour) | ||
Subjects | No. of Questions | Maximum Marks |
English Language | 40 | 40 |
Numerical Ability | 30 | 30 |
Reasoning Ability | 30 | 30 |
TOTAL | 100 | 100 |
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসবিআই প্রোবেশনারি অফিসার (PO)-এর প্রারম্ভিক মূল বেতন ₹৪৮,৪৮০/- (৪টি আগাম ইনক্রিমেন্টসহ), যা নিম্নলিখিত স্কেলে প্রযোজ্য:
₹48,480-2000/7-62,480-2340/2-67,160-2680/7-85,920 — এই স্কেলটি জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-I এর জন্য নির্ধারিত।
ভাতা ও অন্যান্য সুবিধা:
নিয়ম অনুযায়ী, প্রার্থীরা নিম্নলিখিত সুবিধাগুলির জন্যও যোগ্য হবেন:
এসবিআই পিও ২০২৫-এর অনলাইন আবেদনের জন্য বিভাগভিত্তিক ফি-র কাঠামো নিচে দেওয়া হলো:
আবেদন ফি অনলাইন মাধ্যমেই পরিশোধ করতে হবে।
যেসব প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের শেষ তারিখের আগেই অনলাইনে আবেদন করতে হবে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...