SBI PO Notification Out 2025: Step Into a Rewarding Career – Vacancies, Syllabus, Salary

SBI PO Notification Out 2025: Step Into a Rewarding Career – Vacancies, Syllabus, Salary
জুন 28, 2025
Banking . SBI PO

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI PO Notification পদে প্রতি বছর পরীক্ষা নিয়ে থাকে । তাই অতি অবশ্যই যেসব ইচ্ছুক প্রাথীরা এই পরীক্ষাটি দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই বছর এটি হতে চলেছে একটি সুবর্ণ সুযোগ তাই দেরি না করে এখনই ই জেনে নাও এই পদের জন্য আবেদন করতে গেলে কি কি জানা প্রয়োজন , আমরা এইখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO সম্পর্কে বিস্তারিত জানবো যেমন – আবেদন করতে গেলে কোন কোন জিনিস এর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে , আবেদন ফী কত ,স্যালারি কেমন, মোট শূন্যপদ কত এছাড়াও এই বিজ্ঞপ্তি টি কবে জারি হয়েছে ও পরীক্ষাটি কবে হতে চলেছে সব কিছু নিয়ে তোমাদের সামনে বিস্তারিত তথ্য এই ব্লগে এ আলোচনা হবে।

SBI PO Recruitment 2025

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO একটি ব্যাঙ্কিং এর দিক থেকে সম্মানজনক চাকরি এবং যেটি অত্যন্ত জনপ্রিয়।কেন এই চাকরি টি অত্যন্ত জনপ্রিয় হিসাবে গণ্য করা হয় তার কিছু গুরুত্বপূর্ণ কারণ নিচে তুলে ধরা হলো:

  • SBI-র ব্র্যান্ড ভ্যালু এবং SBI PO পদের সঙ্গে যুক্ত খ্যাতি
  • লাভজনক বেতন কাঠামো, যা PSU ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ
  • অসাধারণ পদোন্নতির সুযোগ, যেখানে একজন PO-ও পর্যায়ক্রমে চেয়ারপারসন পর্যন্ত পৌঁছাতে পারেন
  • কাজের সন্তুষ্টি ও সামাজিক মর্যাদা

SBI PO পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয় – প্রিলিমস, মেইনস এবং গ্রুপ ডিসকাশন/ইন্টারভিউ। প্রতিটি ধাপ অতিক্রম করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হতে হয়। চূড়ান্ত নির্বাচন হবে মেধা তালিকার ভিত্তিতে।তাই প্রস্তুতি শুরু করার আগে আপনাকে জানতে হবে SBI PO 2025 পরীক্ষার জন্য সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই প্রবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

SBI PO Notification PDF 2025

আগামী ২৪ শে জুন SBI PO Notification টি প্রকাশ পাই , যেখানে  মোট ৫৪১টি প্রোবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর CRPD/PO/2025-26/04 অনুসারে অফিসিয়াল নোটিফিকেশন PDF টি SBI-র অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.co.in উপলব্ধ করা হয়েছে। SBI প্রোবেশনারি অফিসার নিয়োগ ২০২৫-এর বিস্তারিত তথ্য জানতে ও বিজ্ঞপ্তি ডাউনলোড করতে সরাসরি লিংক নিচে প্রদান করা হয়েছে। এখনই ডাউনলোড করে নিন

SBI PO Notification Official PDF এখনই ডাউনলোড করুন 

SBI PO Exam Summary

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৫৪১টি শূন্যপদে (PO) পোস্টে বিজ্ঞপ্তি টি প্রকাশ করেছে। যেখানে আবেদনকারীদের বয়সসীমা ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। নির্বাচনী প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে—প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ। যারা এই তিনটি ধাপেই সফল হবেন, তাদের প্রোবেশনারি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য বেতন ₹৪৮,৪৮০/- হয় এবং প্রার্থীদের ভারতের যেকোনো স্থানে পোস্টিং দেওয়া হতে পারে।

সংস্থা

State Bank of India (SBI)

পদ

Probationary Officers (PO)

বিজ্ঞপ্তি নম্বর

CRPD/PO/2025-26/04

শূন্যপদ

541

আবেদন করার মাধ্যম

Online

রেজিস্ট্রেশন তারিখ

24th June to 14th July 2025

শিক্ষাগত যোগ্যতা

Graduation

বয়সসীমা

21 to 30 years (age relaxation applicable)

স্যালারি

Rs. 80000 to 82000 per month

আবেদন পদ্ধতি

Prelims, Mains, Interview

প্রবেশন সময়কাল

2 years

কাজের জায়গা

Across India

অফিসিয়াল ওয়েবসাইট

www.sbi.co.in

SBI PO 2025 Important Dates

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO বিজ্ঞপ্তির পিডিএফ প্রকাশের সাথে সাথেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) পক্ষ থেকে এসবিআই পিও নিয়োগ ২০২৫-এর অনলাইন ও সম্ভাব্য পরীক্ষার তারিখগুলি ঘোষণা করা হয়েছে। এসবিআই পিও অনলাইন আবেদন ২০২৫ শুরু হয়েছে ২৪শে জুন ২০২৫ তারিখ থেকে এবং প্রার্থীরা ১৪ই জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। নিচের সারণিতে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেওয়া হলো –

পরীক্ষার সময়সূচি :

      • এসবিআই পিও বিজ্ঞপ্তি প্রকাশ:  ২৪শে জুন ২০২৫
      • অনলাইন আবেদন শুরু:  ২৪শে জুন ২০২৫
      • অনলাইন আবেদনের শেষ তারিখ:  ১৪ই জুলাই ২০২৫
      • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ:  ১৪ই জুলাই ২০২৫
      • প্রি-এগজাম ট্রেনিং (PET):  জুলাই / আগস্ট ২০২৫
      • প্রিলিমস অ্যাডমিট কার্ড ডাউনলোড:  জুলাইয়ের ৩য় বা ৪র্থ সপ্তাহ
      • প্রাথমিক (Preliminary) অনলাইন পরীক্ষা (ফেজ ১):  জুলাই / আগস্ট ২০২৫
      • প্রিলিমস পরীক্ষার ফলাফল প্রকাশ:  আগস্ট / সেপ্টেম্বর ২০২৫
      • মেইনস অ্যাডমিট কার্ড ডাউনলোড:  আগস্ট / সেপ্টেম্বর ২০২৫
      • মেইন (Main) অনলাইন পরীক্ষা (ফেজ ২):  সেপ্টেম্বর ২০২৫
      • মেইনস পরীক্ষার ফলাফল প্রকাশ:  সেপ্টেম্বর / অক্টোবর ২০২৫
      • ইন্টারভিউ কল লেটার ডাউনলোড:  অক্টোবর / নভেম্বর ২০২৫
      • সাইকোমেট্রিক টেস্ট:  অক্টোবর / নভেম্বর ২০২৫
      • এসবিআই পিও ইন্টারভিউ:  অক্টোবর / নভেম্বর ২০২৫
      • চূড়ান্ত ফলাফল প্রকাশ:  নভেম্বর / ডিসেম্বর ২০২৫

SBI PO Vacancy 2025

এই বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) মোট ৫৪১টি শূন্যপদ ঘোষণা করেছে প্রোবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের জন্য। মোট শূন্যপদের মধ্যে ৫০০টি নিয়মিত শূন্যপদ এবং ৪১টি ব্যাকলগ শূন্যপদ রয়েছে। এসবিআই পিও বিজ্ঞপ্তি পিডিএফ-এর সঙ্গে এই শূন্যপদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে, যা নিম্নে টেবিল এর মাধ্যমে দেখানো হলো –

CATEGORY

Total Vacancies

UR

203

SC

80

ST

73

OBC

135

EWS

50

TOTAL

541

SBI PO Vacancies from 2017 to 2025

Year

No. of Vacancies

2025

541

2024

600

2023

2000

2022

1673

2021

2056

2020

2000

2019

2000

2018

2000

2017

2313

SBI PO 2025 Eligibility Criteria

SBI PO এর জন্য প্রাথীদের যে যে যোগ্যতা গুলি থাকা প্রয়োজন সেগুলি হলো –

SBI PO Educational Qualification (30/09/2025)

প্রার্থীকে অবশ্যই যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে অথবা কেন্দ্রীয় সরকারের দ্বারা সমতুল্য হিসাবে স্বীকৃত কোনও যোগ্যতা অর্জন করতে হবে। যারা বর্তমানে তাদের স্নাতকের শেষ বর্ষ বা সেমিস্টারে রয়েছেন, তারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে, যদি তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়, সেক্ষেত্রে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। যেসব প্রার্থীর কাছে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (IDD) রয়েছে, তাদের নিশ্চিত করতে হবে যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ অনুযায়ী তারা উত্তীর্ণ হয়েছেন। যেসব প্রার্থীর কাছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) সার্টিফিকেট রয়েছে, তারাও আবেদন করতে পারবেন।

SBI PO Age Limit (01/04/2025)

প্রাথী কে এই পরীক্ষার জন্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে বিজ্ঞপ্তিনুসারে যেখানে 02.04.1995 থেকে 01.04.2004 এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে।

SBI PO Age Relaxation

বয়েসের ছাড় থাকবে এই বিশেষ ক্যাটাগরি দের জন্য

  • অনগ্রসর শ্রেণি (OBC – নন-ক্রিমি লেয়ার): ৩ বছর
  • তফসিলি জাতি / তফসিলি জনজাতি (SC/ST): ৫ বছর
  • প্রতিবন্ধী প্রার্থীগণ (PwBD): PwBD (UR/EWS): ১০ বছর, PwBD (OBC): ১৩ বছর, PwBD (SC/ST): ১৫ বছর
  • প্রাক্তন চক্রুজীবী: ৫ বছর

SBI PO 2025 Exam Pattern

এটি একটি অনলাইন পরীক্ষা, যেখানে প্রার্থীদের ১ ঘণ্টার মধ্যে ১০০ নম্বরের প্রশ্নপত্র সমাধান করতে হবে।

  • প্রতিটি ভুল উত্তরের জন্য ¼ নম্বর কাটা যাবে (নেগেটিভ মার্কিং প্রযোজ্য)।
  • পরীক্ষাটি মোট ৩টি বিভাগে বিভক্ত।
  • প্রার্থীদের জেনে রাখা উচিত যে, প্রিলিমিনারি পরীক্ষায় সেকশনভিত্তিক কাট-অফ (Sectional Cut-off) বাতিল করা হয়েছে।
  • এখন সব বিভাগের মোট নম্বরের ভিত্তিতেই পরবর্তী ধাপে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।

SBI PO 2025 Prelims Exam Pattern Duration (1 Hour)

Subjects

No. of Questions

Maximum Marks

English Language

40

40

Numerical Ability

30

30

Reasoning Ability

30

30

TOTAL

100

100

SBI PO 2025 Salary Structure

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসবিআই প্রোবেশনারি অফিসার (PO)-এর প্রারম্ভিক মূল বেতন ₹৪৮,৪৮০/- (৪টি আগাম ইনক্রিমেন্টসহ), যা নিম্নলিখিত স্কেলে প্রযোজ্য:
₹48,480-2000/7-62,480-2340/2-67,160-2680/7-85,920 — এই স্কেলটি জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-I এর জন্য নির্ধারিত।

ভাতা ও অন্যান্য সুবিধা:
নিয়ম অনুযায়ী, প্রার্থীরা নিম্নলিখিত সুবিধাগুলির জন্যও যোগ্য হবেন:

  •  D.A
  • বাড়িভাড়া সহায়তা / লিজ রেন্টাল (H.R.A / Lease Rental)
  • নগর সহায়তা ভাতা (C.C.A)
  • চিকিৎসা সুবিধা
  • অন্যান্য ভাতা ও প্রাপ্য পরিসেবাসমূহ

SBI PO 2025 Application Fee

এসবিআই পিও ২০২৫-এর অনলাইন আবেদনের জন্য বিভাগভিত্তিক ফি-র কাঠামো নিচে দেওয়া হলো:

  • জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি: ৭৫০/-
  • তফসিলি জাতি (SC), তফসিলি জনজাতি (ST), ও প্রতিবন্ধী (PWD) প্রার্থীদের জন্য আবেদন ফি: নিল ০/-

আবেদন ফি অনলাইন মাধ্যমেই পরিশোধ করতে হবে।

How to Apply for SBI PO Recruitment 2025?

যেসব প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের শেষ তারিখের আগেই অনলাইনে আবেদন করতে হবে।

  • প্রথমে www.sbi.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • সেখানে “Current Openings” এ ক্লিক করুন। বর্তমানে চালু থাকা নিয়োগগুলির একটি তালিকা দেখতে পাবেন।
  • “Recruitment for Probationary Officer” লিংকে ক্লিক করুন এবং বিজ্ঞপ্তির PDF ডাউনলোড করে সমস্ত বিস্তারিত পড়ে নিন।
  • এরপর “Apply Online” বাটনে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন।
  • আবেদন ফর্মে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • নির্ধারিত ফরম্যাটে ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
  • অনলাইনের মাধ্যমেই প্রযোজ্য আবেদন ফি প্রদান করুন।
  • সম্পূর্ণ পূরণ করা ফর্মটি সাবমিট করে একটি প্রিন্ট কপি/সেভ কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন।

FAQs

  • SBI PO কী?
    স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রোবেশনারি অফিসার পদ, যা একটি সরকারি অফিসার পদ।
  • যোগ্যতা কী লাগবে?
    যেকোনো বিভাগে স্নাতক এবং বয়স ২১-৩০ বছর।
  • পরীক্ষার ধাপ কী কী?
    প্রিলিমস, মেইনস, ও ইন্টারভিউ/জিডি।
  • বেতন কত?
    প্রাথমিক মাসিক মূল বেতন ₹৪৮,৪৮০/- সহ ভাতা।
  • নেগেটিভ মার্কিং আছে?
    হ্যাঁ, প্রতি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যায়।

Related Articles

Connect with Us

WhatsApp
<