WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ডাউনলোড করে প্রস্তুতি নিন এখন থেকেই

WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ডাউনলোড করে প্রস্তুতি নিন এখন থেকেই

পঞ্চায়েত হলো একটি স্থানীয় শাসন ব্যবস্থা যা গ্রাম, পৌরসভা বা ছোট শহরের সাধারণ জনগণের জন্য কাজ করে। এটি মূলত ভারতীয় গ্রামাঞ্চলে প্রচলিত একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে স্থানীয় শাসন এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়। পঞ্চায়েতের মূল উদ্দেশ্য হলো মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন সাধন করা।

কিছুদিন আগেই একটি বাংলা সংবাদপত্র থেকে জানা গিয়েছে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা থেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এমন কথাই জানা গেছে। পুরুষ ও মহিলা উভয়ই এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে এমন সংবাদই পাওয়া গেছে। এক নজরে দেখে নিন এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত-

নিয়োগ পদের তালিকা

গ্রুপ ডি 

পিয়ন 

অ্যাসিস্ট্যান্ট 

ডাটা এন্ট্রি অপারেটর 

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট

নির্মাণ সহায়ক

সেক্রেটারি 

ক্যাশিয়ার

অ্যাকাউন্টস ক্লার্ক

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 

স্টেনোগ্রাফার 

ক্লার্ককামটাইপিস্ট 

পঞ্চায়েত সমিতি পিয়ন 

ব্লক ইনফরমেটিক্স অফিসার

 

এই পরীক্ষার প্রস্তুতি জন্য ঝটপট জয়েন হয়ে যান এই হোয়াসট অ্যাপ গ্রুপে

Whatsapp Group Link

WB Gram Panchayet Exam 2025

শূন্যপদ

উল্লিখিত পদের জন্য শূন্যপদ রয়েছে ৬৬৫২।

WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস

এতগুলি পদে যখন নিয়োগ হবে তখন পরীক্ষার প্রস্তুতিও খুব জোরদার নিতে হবে। প্রস্তুতি সঠিক ভাবে নিতে গেলে দরকার সিলেবাসকে ভালোভাবে জানা এখনই ডাউনলোড করুন এই পরীক্ষার সিলেবাসটি।

Download Now

এই পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস করতে সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলে

যোগ্যতার মানদণ্ড 

এতগুলি পদে যখন নিয়োগ হচ্ছে তখন আবেদন করার আগে দেখে নিন কোন কোন যোগ্যতার প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা

পদ অনু্যায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ।

নূন্যতম 8Th পাস থেকে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / স্নাতক পাস করে থাকতে হবে।

অনেক পদের ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতা / টাইপিং এ দক্ষতা থাকে হবে।

বয়সসীমা 

এই চাকরিতে কত বছর পর্যন্ত আবেদন করা যাবে জেনে নিন

জেনারেল বা আনরিজার্ভ- ১৮-৪০ বছর

OBC- ১৮-৪৩ বছর

SC/ST- ১৮-৪৫বছর

বেতন কাঠামো

এই চাকরির ক্ষেত্রে পদ অনু্যায়ী বেতন কাঠামো বিভিন্ন ধরনের রয়েছে। তবে আনুমানিক ১৭,০০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত।

নির্বাচন পদ্ধতি

  • দুটি ধাপে এই নিয়োগ হবে।
  • লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ।
  • কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে।
  • OMR মোডে পরীক্ষা হবে।
  • MCQ টাইপ প্রশ্ন হবে।
  • প্রশ্নের ভাষা বাংলা ও ইংরেজিতে হবে।
  • লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউতে ডাকা হবে।
  • লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে।

আবেদন সংক্রান্ত তথ্য

এখনও পর্যন্ত পাওয়া খবর থেকে জানা গেছে আবেদন পত্র নেওয়া শুরু হবে জুন মাস থেকে। আবেদন পত্র জমা দেওয়ার মাধ্যম হবে  অনলাইন মোড।

 

Downloads

PANCHAYET SYLLABUS PDF

Related Articles

Gencom Batch AD 2 - All Competitive Exam
Gencom Batch AD - All Competitive Exam

Connect with Us

WhatsApp