যেকোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যেমন মূল বিষয়টি সম্পর্কে জানা প্রয়োজন, সেই বিষয় সংক্রান্ত গভীর অধ্যয়নের দরকার, তেমনই পূর্ববর্তী বছরের প্রশ্নকে সমাধান করাও অত্যন্ত জরুরি। বিগত বছরের প্রশ্ন সমাধান করার মাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে অবগত হয়ে ওঠে ভীষণভাবে। বড়ো পরীক্ষার আগে বিগত বছরের প্রশ্ন সমাধান করার ফলে পরীক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যার ফলে পরীক্ষার ফল তাদের আশানুরূপ হয়ে থাকে।
পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপকের প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের জন্য WB SET পরীক্ষা নেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) দ্বারা পরিচালিত হয় এই পরীক্ষাটি। সেট পরীক্ষাটি দুটি পেপার অর্থাৎ পেপার ১ এবং পেপার ২ এর জন্য অনুষ্ঠিত হয়। পেপার ১ সকল প্রার্থীর জন্য এবং ৩৩ টি বিষয়ের জন্য পেপার ২ পরিচালিত হয়। সহকারী অধ্যাপক পদের জন্য যোগ্য প্রার্থীদের SET-এর উভয় পত্রে ন্যূনতম উত্তীর্ণ নম্বর পেতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা রাজ্যের যেকোনো কলেজে সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন করতে পারবে।
ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (WBCSC) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২৬ তম WBSET ২০২৪-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। WBCSC কর্তৃপক্ষ ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে WBSET পরীক্ষা পরিচালনা করবে। ২৬ তম WBSET পরীক্ষার ফর্মফিলাপ শুরু হয়েছিল ১ আগস্ট ২০২৪ থেকে, অনলাইনে । আবেদন করার শেষ তারিখ ছিল ১০ সেপ্টেম্বর ২০২৪। এবছরে WB SET-এর আবেদনপত্র সংশোধনের উইন্ডোটি সেপ্টেম্বরের ১৬ থেকে ১৮ পর্যন্ত খোলা ছিল।
WB SET ওভারভিউ | |
প্রশ্নের ধরন | Multiple Choice Question |
মোট প্রশ্নের সংখ্যা | ১৫০ |
পেপার ভিত্তিক নম্বর বিভাজন | পেপার ১- ১০০, পেপার- ২০০ |
সময়সীমা | পেপার ১-এর জন্য ১ঘন্টা পেপার ২-এর জন্য ২ঘন্টা |
প্রশ্ন ভিত্তিক নম্বর বিভাজন | উভয় পত্রের প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর করে রয়েছ |
নেগেটিভ মার্কিং | নেই |
অফিসিয়াল ওয়েবসাইট | |
পরিচালনা সংস্থা | পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) |
WB SET বিগত বছরের প্রশ্নপত্রগুলি ব্যবহার করা পরীক্ষার প্রস্তুতির জন্য একটি মূল্যবান কৌশল হিসেবে বিবেচিত হয়। পশ্চিমবঙ্গের সেট পরীক্ষার জন্য পুরোনো প্রশ্নপত্রগুলি পরীক্ষার কাঠামো এবং প্রশ্নের ধরনগুলির সঙ্গে প্রার্থীদের পরিচিত করায়। প্রার্থীরা নিজেদের দৃঢ় অঞ্চলগুলি (Strong area) এবং কোন কোন অঞ্চলগুলি উন্নতি করতে হবে সেই ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং সময়কে সঠিকভাবে পরিচালনার দক্ষতা বাড়াতে একটি সহায়ক সংস্থান হিসেবে কাজ করে। WB SET পুরোনো প্রশ্নপত্রের সঙ্গী করে অনুশীলন করলে WB SET 2024 পরীক্ষায় সাফল্যের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।
যে প্রার্থীরা বর্তমানে WB SET-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ইতিমধ্যেই জানেন যে পরীক্ষায় পাস করার জন্য তাদের অবশ্যই দুটি পেপার তৈরি করতে হবে। প্রথম পত্র বা পেপার ১-টি সাধারণ জ্ঞান, যুক্তির ক্ষমতা এবং গাণিতিক দক্ষতা পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে এবং দ্বিতীয় পত্র বা বিষয়ের পেপার ( পেপার ২) বিষয় সম্পর্কে প্রার্থীর গভীর জ্ঞানকে মূল্যায়ন করার জন্য রাখা হয়েছে।
কিছু ব্যক্তি WB SET পরীক্ষাকে কঠিন বলে মনে করে এবং পেপার ১ এ ভালো নম্বর সংগ্রহ করতে অক্ষম হয়। কিন্তু এই পেপারটি WB SET-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই পরীক্ষায় দুটি পত্র রয়েছে, তাই সফল হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই সম্পূর্ণ পাঠ্যক্রম কভার করতে হবে এবং সেই সঙ্গে সমাধান করতে হবে PYQ মানে Previous year questions বা বিগত বছরের প্রশ্ন। নীচে গত পাঁচ বছরের Previous year questions দেওয়া হল।
সকলেই জানে পরীক্ষার আগে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলিকে দেখা কতখানি জরুরি। বিশেষ করে সেট-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এটি অত্যাবশ্যক। তবে অনেকেই মাত্র ১ বছরের Previous year questions দেখে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু ১ বছরের বিগত বছরের প্রশ্ন থেকে ১টি বা ২টি প্রশ্ন কমন আসতে পারে। এইভাবে তাদের কোন কোন অংশ গুরুত্বপূর্ণ, কোন কোন অংশ থেকে বেশি নম্বর ওঠে কিংবা অধিক সংখ্যক প্রশ্ন আসে সেই বিষয়ে সঠিক জ্ঞানলাভ হয় না। ফলে প্রস্তুতি তাদের কাছে অনেকাংশ কঠিন হয়ে যায়। কিন্তু বিগত ৫ বছরের প্রশ্ন দেখলে তাদের বিষয় সম্পর্কে সম্যক ধারণা গঠিত হয়। অন্তত পক্ষে ১০ থেকে ১৫ টা প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষার্থীদের কথা মনে রেখে এই সব PDF গুলিতে বিগত পাঁচ বছরের প্রশ্ন দেওয়া হয়েছে।
নিজেদের প্রয়োজন অনুযায়ী PDF গুলি ডাউনলোড করে, নিজের প্রস্তুতিকেও দৃঢ় করুন।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...