ফ্রী মক টেস্ট দিয়ে পুনরায় যাচাই করে নাও নিজের পরীক্ষার প্রস্তুতিকে

ফ্রী মক টেস্ট দিয়ে পুনরায় যাচাই করে নাও নিজের পরীক্ষার প্রস্তুতিকে

মক টেস্ট পরীক্ষার আগে শিক্ষার্থীদের মনের কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। শেষ মুহূর্তেও যেটুকু খামতি রয়েছে সেগুলিকে সংশোধন করে নিতে সহায়তা করে। পরীক্ষার আগে যত পরীক্ষা দেওয়া হয় ততই নিজের সাফল্যের পথ মসৃণ হয়। কারণ বিষয় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিস যদি ভুলবশত বাদ চলে যায় কিংবা যদি কোনও বিভাগের একটি অংশ তেমন গুরুত্বপূর্ণ নয় বলে মনে হয়ে থাকে, অথচ পরীক্ষায় যদি সেই স্থান থেকেই প্রশ্ন আসে তাহলে পরীক্ষার হলে বসে মানুষে ঘাবড়ে যায়। কিন্তু মক টেস্টে যদি ওই অংশ থেকে কোনো প্রশ্ন আসে, শিক্ষার্থীরা যদি সেটি না পারে তাহলে হয়তো একবার সেই অংশটি খুলে সে চোখ বুলিয়ে নিতে পারে। তাই পরীক্ষার দুদিন আগে দেওয়া মক টেস্ট প্রকৃত পরীক্ষার সফলতাকে তরান্বিত করতে পারে।

১৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে ২৬ তম সেট পরীক্ষা। সেই পরীক্ষার জন্য, পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের ভালোর কথা মাথায় রেখে BSSEI আয়োজন করেছে তিনদিনব্যাপী একটি ম্যারাথন মক টেস্ট-এর। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের বাছাই করে তৈরি করা প্রশ্নগুচ্ছকে এই তিনদিনের মক টেস্ট সিরিজের মধ্যে রাখা হয়েছে। এই পরীক্ষা দিয়ে তোমরা পুরোপুরি প্রকৃত পরীক্ষা দেওয়ার অনুভূতি পাবে। যা তোমার আত্মবিশ্বাসকে বহুলাংশে বৃদ্ধি করবে। আশা করি এই পরীক্ষা দিয়ে তুমি উপকৃত হবে এবং নিজের সাফল্যকে নিশ্চিত করতে পারবে।

আরও পড়ুন- ফি ম্যারাথন মক টেস্ট দিয়ে সফলতাকে নিশ্চিত করো 

বিভিন্ন বিষয়ের ওপর তিনদিনব্যাপী যে মক টেস্টের আয়োজন করেছিল আজ তার দ্বিতীয় দিনের উত্তর সহ প্রশ্নপত্র প্রকাশিত হল। মক টেস্ট পরীক্ষাটি দিয়ে নিজেদের প্রস্তুতির মূল্যায়ন করে নিতে ভুলে যেও না।

প্রথম দিনের প্রশ্নপত্র পেতে এই লিঙ্কে ক্লিক করো- প্রথম দিনের প্রশ্নপত্র  

নীচের টেবিলে দ্বিতীয় দিনের উত্তর সহ প্রশ্নপত্র দেওয়া হল-

Day Two Free Mock Test Question and Answerkey


Paper 1

Sanskrit


Bengali

English

History

Geography

Philosophy

Education

Pol Science

wb set
wb set exam 2024
wb set mocktest
wb set mocktest answerkey
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us