Daily Current Affairs Questions: 11th January 2025

Daily Current Affairs Questions: 11th January 2025

কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে প্রত্যেক দিন আপডেটড থাকা ভীষণ জরুরি। প্রতিযোগিতা মূলক যুদ্ধে জয়লাভের জন্য সঠিক রণ কৌশল জানা প্রয়োজনীয়। আর এই Daily Current Affairs Questions বর্তমানের চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রণ কৌশল। জীবনে লক্ষ্য পূরণের জন্য প্রতিনিয়ত প্রস্তুত করতে হয় নিজেকেও। এই প্রস্তুতিতে নিজের সঙ্গী করুন Daily Current Affairs Quiz-কে।  আপনাকে যুদ্ধে জয়ী করতে পারে এই Daily Current Affairs Questions। দেখে নিন আজকের অর্থাৎ ১১ জানুয়ারি ২০২৫-এর Daily Current Affairs Quiz

১) Which department launches ‘Garudakshi’ online FIR system to curb wildlife crimes?

বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য কোন বিভাগ ‘গরুদক্ষী’ অনলাইন FIR সিস্টেম চালু করেছে?

a)Education

b)Forest

c)Finance

d)All of them

উত্তরb)Forest

২) ________ Govt. launches Initiative to Evaluate Performance of Government Schools’ Students.

________ সরকার সরকারি স্কুলের শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়নের উদ্যোগ চালু করেছে

a)Rajasthan

b)Meghalaya

c)Assam

d)Mizoram

উত্তর- c)Assam

৩) Which state CM Stalin Announces $1 Million Prize for Deciphering Indus Valley Script?

কোন রাজ্যের সিএম স্ট্যালিন সিন্ধু উপত্যকা লিপির পাঠোদ্ধার জন্য $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছেন?

a)Gujarat

b)Kerala

c)Andhra Pradesh

d)Tamil Nadu

উত্তর- d)Tamil Nadu

৪) Second consignment of 27,000 tonnes of rice to arrive from Kakinada port under open tender agreement with which country?

কাকিনাদা বন্দর থেকে 27,000 টন চালের দ্বিতীয় চালান কোন দেশের সাথে উন্মুক্ত দরপত্র চুক্তির অধীনে আসবে?

a)Nepal

b)Myanmar

c)Bangladesh

d)Bhutan

উত্তর- c)Bangladesh

৫) Asia’s largest air show to be held in which city?

এশিয়ার বৃহত্তম এয়ার শো অনুষ্ঠিত হবে কোন শহরে?

a)Ahmedabad

b)Bengaluru

c)Kolkata

d)Chennai

উত্তর- b)Bengaluru

৬) Judicial officer Ashish Naithani has been appointed as a judge of the which of the following High Courts?

বিচার বিভাগীয় কর্মকর্তা আশিস নাইথানি নিম্নলিখিত কোন হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন?

a)Calcutta

b)Delhi

c)Uttarakhand

d)Delhi

উত্তর- c)Uttarakhand

৭) India’s Metro Network Expands to _______ km, becomes third-largest in the World.

ভারতের মেট্রো নেটওয়ার্ক _______ কিমি পর্যন্ত বিস্তৃত, বিশ্বের তৃতীয় বৃহত্তম

a)500

b)1000

c)2000

d)1500

উত্তর- b)1000

৮) According to the WEF Future of Jobs Report 2025, 78 Million New Job Opportunities will be released by ________.

WEF ফিউচার অফ জবস রিপোর্ট 2025 অনুসারে, 78 মিলিয়ন নতুন চাকরির সুযোগ ________ দ্বারা প্রকাশ করা হবে

a)2027

b)2030

c)2047

d) 2035

উত্তর- b)2030

৯) What is the rank of India according to the Henley Passport Index 2025?

হেনলি পাসপোর্ট ইনডেক্স 2025 অনুযায়ী ভারতের স্থান কত?

a)90

b)85

c)80

d)100

উত্তর- b)85

Union Minister Nitin Gadkari Announces ‘Cashless Treatment’ Scheme for Road Accident Victims. The government will provide a Cashless Treatment for road accident victims nationwide, covering up to Rs. _____ lakh per person per accident.

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘নগদবিহীন চিকিৎসা’ প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সরকার দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি নগদহীন চিকিৎসা প্রদান করবে, যার মধ্যে Rs. দুর্ঘটনা প্রতি জনপ্রতি _____ লাখ।

a)2

b)1.5

c)3

d)2.5

উত্তর- b)1.5

Daily Current Affairs Questions দেখতে থাকুন প্রতিনিয়ত। নিজেকে আপডেটেড রাখুন, প্রস্তুত করুন Daily Current Affairs Questions এর সঙ্গে।

daily current affairs
daily current affairs question
daily current affairs quiz
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us