প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নিজের স্বপ্নকে সফল করতে চাইলে রোজ নিজেকে Daily Current Affairs Question-এর মাধ্যমে আপডেটেড রাখতে হবে। মনে রাখবেন Daily Current Affairs Quiz-ই পারে আপনাকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিতে। তাই আপনার জীবনের লক্ষ্যপূরণের জন্য সঙ্গী হিসেবে বেছে নিন Daily Current Affairs Questions-কে। জেনে নিন আজকের Daily Current Affairs Quiz-এ কী কী প্রশ্ন আছে-
১) The PLI Scheme 1.1 has a budgetary outlay of ₹ ________ crore and will be in force from FY 2025-26 to 2029-30.
PLI স্কিম 1.1-এর বাজেটের পরিমাণ ₹ ________ কোটি টাকা এবং এটি 2025-26 থেকে 2029-30 পর্যন্ত বলবৎ থাকবে।
a)6921
b)6322
c)6124
d)6729
উত্তর- b)6322
২) Union Minister Giriraj Singh inaugurates new permanent campus of Indian Institute of Handloom Technology (IIHT) in which district of West Bengal?
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের কোন জেলায় Indian Institute of Handloom Technology (IIHT) এর নতুন স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেছেন?
a)North 24 Parganas
b)Nadia
c)Howrah
d)South Dinajpur
উত্তর- b)Nadia
৩) Union Home Minister and Minister of Cooperation, Shri Amit Shah, will launch BHARATPOL portal developed by CBI in _______.
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহ _______ এ CBI দ্বারা তৈরি ভারতপাল পোর্টাল চালু করবেন।
a)New Delhi
b)Dehradun
c)Jamnagar
d)Aizawl
উত্তর- a)New Delhi
৪) Who won the girls’ U-17 title in the British Junior Open squash tournament?
ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ টুর্নামেন্টে মেয়েদের অনূর্ধ্ব-১৭ শিরোপা কে জিতেছে?
a)Anandi Singh Rajput
b)Anahat Singh
c)Romani Deshpandey
d)Anchal Sharma
উত্তর- b)Anahat Singh
৫) FIU-IND Signs MoU with IRDAI for Enhanced Cooperation in Combating Money Laundering. Financial Intelligence Unit (FIU-IND) was formed in ________.
মানি লন্ডারিং প্রতিরোধে বর্ধিত সহযোগিতার জন্য IRDAI-এর সাথে পাঁচ বছরের দীর্ঘ এমওইউ স্বাক্ষরিত হয়েছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU-END) ________ এ গঠিত হয়েছিল।
a)2000
b)2004
c)2010
d)2006
উত্তর- b)2004
৬) Indonesia Joins BRICS as 10th Full Member. Which of the following countries is NOT a founding member of BRICKS?
ইন্দোনেশিয়া 10 তম পূর্ণ সদস্য হিসাবে BRICS-এ যোগদান করেছে। নিচের কোন দেশটি BRICS এর প্রতিষ্ঠাতা সদস্য নয়?
a)Brazil
b)India
c)China
d)Sweden
উত্তর- d)Sweden
৭) Renowned Kannada Novelist and Writer Na D’Souza Passed Away at the age of _______.
প্রখ্যাত কন্নড় ঔপন্যাসিক এবং লেখক এন ডিসুজা _______ বছর বয়সে মারা গেছেন।
a)90
b)82
c)87
d)76
উত্তর- c)87
৮) New Ant Species ‘Tapinoma onaele’ discovered in _______.
নতুন পিঁপড়ার প্রজাতি ‘টাপিনোমা ভ্যাল’ _______ এ আবিষ্কৃত হয়েছে।
a)Goa
b)Tamil Nadu
c)Andhra Pradesh
d)Nagaland
উত্তর- a)Goa
৯) Union Minister Rajiv Ranjan Singh chaired the “Northeast Region States Meet 2025” held in which state?
কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং কোন রাজ্যে “উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্য সভা 2025” অনুষ্ঠিত হয়েছিল?
a)Bihar
b)Jharkhand
c)Assam
d)Kerala
উত্তর- c)Assam
Who is the Director of Financial Intelligence Unit (FIU)?
ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU)-এর ডিরেক্টর কে?
a) সুমিত শর্মা
b) নিখিল জয়সওয়াল
c) বিবেক আগরওয়াল
d) মুকেশ শর্মা
উত্তর- c) বিবেক আগরওয়াল
এমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions প্রতিদিন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো, ব্লগের মাধ্যমে। আর সেই জন্যই সর্বদা আমাদের ওয়েবসাইট blog.bssei.in এর সঙ্গে যুক্ত থাকতে হবে। মনে রাখবেন একমাত্র Daily Current Affairs Quiz-ই পারে আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...