কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে প্রায় বেশিরভাগ চাকরির পরীক্ষার ক্ষেত্রে অন্যতম স্তম্ভ বলা যেতে পারে। তাই বলা যায় Current Affairs ছাড়া যে কোনো চাকরির পরীক্ষা দিয়ে সাফল্য লাভ করা অসম্ভব। নিজের যোগ্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন বর্তমানের বিভিন্ন বিয়য় সম্পর্কে নিয়মিত অবগত থাকা ও নিজেকে আপডেটেড রাখা। সেই জন্যই রোজ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ Daily Current Affairs Question এখানে দেওয়া হচ্ছে। এই Daily Current Affairs Quiz-এর মাধ্যমে আজ থেকেই শুরু করুন নিজের প্রস্তুতিকে। দেখে নিন আজকের অর্থাৎ ৮ জানুয়ারি ২০২৫-এর Daily Current Affairs Questions-
1) PM Narendra Modi Inaugurates and Lays Foundation Stone for Rs. ________ Crore Infrastructure and Metro Expansion Projects in Delhi.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে ________ কোটি টাকার অবকাঠামো ও মেট্রো সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
a) 12002
b) 12000
c) 12200
d) 12020
উত্তর- c) 12200
2) Revolutionizing Digital Commerce: The ONDC Initiative launched by DPIIT, MoC&I. Where is the headquarters of ONDC?
বিপ্লবী ডিজিটাল বাণিজ্য: DPIIT, MoC&I দ্বারা চালু করা ONDC উদ্যোগ। ONDC এর সদর দপ্তর কোথায়?
a) Jamnagar
b) Mumbai
c) New Delhi
d) Kolkata
উত্তর- c) New Delhi
3) Which of the follwoing states were NOT awarded the top rank of ‘achievers’ amongst coastal States in the LEADS 2024 report?
LEADS 2024 রিপোর্টে উপকূলীয় রাজ্যগুলির মধ্যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিকে শীর্ষস্থানীয় ‘অর্জিত’ পদে ভূষিত করা হয়নি?
a) Uttarakhand
b) Karnataka
c) Tamil Nadu
d) Gujarat
উত্তর- a) Uttarakhand
4) EPFO Completes Rollout of CPPS in All Regional Offices. Employees’ Provident Fund Organisation (EPFO) was founded in ________.
EPFO সমস্ত আঞ্চলিক অফিসে CPPS-এর রোলআউট সম্পূর্ণ করে৷ Employees’ Provident Fund Organisation (EPFO) ________ এ প্রতিষ্ঠিত হয়েছিল।
a)1948
b)1952
c)1969
d) 1956
উত্তর- b)1952
5) India and ________ have signed a Memorandum of Understanding (MoU) for the execution of the 3rd phase of High Impact Community Development Projects (HICDP) in Maldives.
ভারত এবং ________ মালদ্বীপে হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (HICDP) 3য় ধাপের বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
a) Morocco
b) Maldives
c) Mongolia
d) Mexico
উত্তর- b) Maldives
6) 18th Pravasi Bharatiya Divas Convention to be held in Bhubaneswar, Odisha. In which day we celebrating “Pravasi Bharatiya Divas“?
18 তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে। কোন দিনে আমরা “প্রবাসী ভারতীয় দিবস” উদযাপন করি?
a) 8th January
b) 9th January
c) 10th January
d) 11th January
উত্তর- b) 9th January
7) HDFC Bank secures RBI nod to acquire ________ % stake in AU Small Finance Bank.
HDFC ব্যাঙ্ক AU Small Finance Bank-এ ________% অংশীদারিত্ব অধিগ্রহণের জন্য RBI-এর অনুমোদন পেয়েছে৷
a) 7.5
b) 6.5
c) 8.5
d) 9.5
উত্তর- d) 9.5
8) Varun Tomar shines in men’s 10m air pistol at ________ th Shooting Nationals.
বরুণ তোমর ________ তম শ্যুটিং ন্যাশনালসে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে জ্বলে উঠেছেন৷
a) 66
b) 67
c) 68
d) 69
উত্তর- b) 67
9) US President Joe Biden awarded the Presidential Medal of Freedom to 19 individuals. Who among the following is NOT one of them?
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৯ জন ব্যক্তিকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেছেন। নিচের মধ্যে কে তাদের একজন নয়?
a) Hillary Clinton
b) George Soros
c) Lionel Messi
d) George Thomas
উত্তর- d) George Thomas
10) Ratan Tata’s life journey to be seen in which state’s tableau on Kartavya Path on Republic Day?
প্রজাতন্ত্র দিবসে কার্তব্য পথের কোন রাজ্যের মূকনাট্যে দেখা হবে রতন টাটার জীবনযাত্রা?
a) Bihar
b) Jharkhand
c) Maharashtra
d) Kerala
উত্তর- b) Jharkhand
11) NASA Unveiled New Mars Design “Mars Chopper” Successor of Ingenuity Helicopter. NASA was established in ________.
নাসা নতুন মঙ্গল গ্রহের ডিজাইন “মঙ্গল চপার” উন্মোচন করেছে ইনজেনিউটি হেলিকপ্টারের উত্তরসূরি৷ NASA প্রতিষ্ঠিত হয় ________ সালে।
a) 1956
b) 1958
c) 1957
d) 1954
উত্তর- b) 1958
তাহলে আর দেরি না করে শুরু করে দিন আজ থেকেই নিজের প্রস্তুতি। কারণ যেকোনো চাকরি ক্ষেত্রের প্রতিযোগিতা খুব বেশি। তাই এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই Daily Current Affairs Questions পড়ে নিজেকে আপডেটেড রাখতে হবে। আর প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করতে দেখতে থাকুন Daily Current Affairs Quiz এই ওয়েবসাইটে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...