Daily Current Affairs Questions চাকরি প্রার্থীদের সাফল্যের রাস্তা অনেকাংশেই প্রশস্ত করেছে। কারণ বর্তমানে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে বেশিরভাগ পরীক্ষার সিলেবাসেই Daily Current Affairs Questions কমন থাকতে দেখা যাচ্ছে। তাই বলা যায় যদি কোনো চাকরি প্রার্থী WBPSC Clerkship, WBPSC Miscellaneous, WBPSC MVI, RRB Group D, RRB NTPC, SSC MTS, SBI PO, SBI Clerkship ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাকে অবশ্যই Daily Current Affairs Questions ভালো করে অনুশীলন করতে হবে। যে প্রার্থী এই অংশটি খুব ভালো করে অধ্যয়ন করবে সে তার সাফল্যের পথে ৪০% অগ্রসর হয়ে যায় একথা বলা যায়। দেখে নিন আজকের অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions-
১) _______ Cabinet Approves ‘Antyodaya Gruha Yojana’ to Provide Pucca Houses for Weaker Sections.
_______ মন্ত্রিসভা দুর্বল শ্রেণীর জন্য পাকা ঘর প্রদানের জন্য ‘অন্ত্যোদয় গৃহ যোজনা’ অনুমোদন করেছে।
a)Kerala
b)Odisha
c)Meghalaya
d)Assam
উত্তর- b)Odisha
২) International Darwin Day 2025 is celebrated in ________.
আন্তর্জাতিক ডারউইন দিবস ২০২৫ ________-এ পালিত হয়।
a)February 11
b)February 14
c)February 12
d)February 10
উত্তর- c)February 12
৩) National Productivity Day 2025 is celebrated in February 12. When was National Productivity Council of India (NPC) established?
জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি পালিত হয়। ভারতের জাতীয় উৎপাদনশীলতা পরিষদ (NPC) কবে প্রতিষ্ঠিত হয়?
a)1958
b)1956
c)1954
d)1953
উত্তর- a)1958
৪) Where is the heardquarter of UN Office of Counter-Terrorism (UNOCT)?
জাতিসংঘের সন্ত্রাস দমন অফিস (UNOCT)-এর সদর দপ্তর কোথায়?
a)UK
b)USA
c)Brazil
d)Russia
উত্তর- b)USA
৫) International Day for the Prevention of Violent Extremism as and when Conducive to Terrorism 2025 is celebrated in __________.
সন্ত্রাসবাদের জন্য সহায়ক সহিংস চরমপন্থা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস ২০২৫ __________-তে পালিত হয়।
a)February 11
b)February 12
c)February 10
d)February 13
উত্তর- b)February 12
৬) Jil Teichmann Won Singles Title, Pridankina & Anshba Claim Doubles Title. When was Women’s Tennis Association (WTA) established?
জিল টাইচম্যান সিঙ্গেলস শিরোপা জিতেছেন, প্রিডানকিনা এবং আনশবা ডাবলস শিরোপা জিতেছেন। মহিলা টেনিস অ্যাসোসিয়েশন (WTA) কবে প্রতিষ্ঠিত হয়?
a)1970
b)1973
c)1975
d)1978
উত্তর- b)1973
৭) ISRO in Partnership with IIT Madras Developed Indigenous Semiconductor Chip ‘IRIS’. Where is the headquareter of ISRO Inertial Systems Unit (IISU)?
আইআইটি মাদ্রাজের সাথে অংশীদারিত্বে ইসরো দেশীয় সেমিকন্ডাক্টর চিপ ‘আইআরআইএস’ তৈরি করেছে। ইসরো ইনার্শিয়াল সিস্টেম ইউনিট (আইআইএসইউ) এর সদর দপ্তর কোথায়?
a)Karnataka
b)Kerala
c)Tamil Nadu
d)Andhra Pradesh
উত্তর- b)Kerala
৮) National Archives of India (NAI) has seen in the news recently. It was established in _____.
ভারতের জাতীয় সংরক্ষণাগার (NAI) সম্প্রতি সংবাদে দেখা গেছে। এটি _____ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
a)1981
b)1891
c)1873
d)1986
উত্তর- b)1891
৯) Union Minister Dr. Jitendra Singh Launched India’s First Indigenous Automated BMWTP ‘Srjanam’ _______.
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ভারতের প্রথম আদিবাসী স্বয়ংক্রিয় BMWTP ‘সৃজনম’ _______ চালু করলেন।
a)Mumbai
b)New Delhi
c)Gandhinagar
d)Kolkata
উত্তর- b)New Delhi
১০) Which Indian cricketer has been appointed as the ambassador of ICC Men’s Champions Trophy 2025?
কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ICC Men’s Champions Trophy 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?
a) Shikhar Dhawan
b) Mahendra Singh Dhoni
c) Yuvraj Singh
d) Sachin Tendulkar
উত্তর- a) Shikhar Dhawan
দেখতে থাকুন Daily Current Affairs Questions আমাদের অফিসিয়াল ওয়েবসাইট blog.bssei.in-এ। আর নিজের সফলতাকে তরান্বিত করতে শুরু করুন আজ থেকেই।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...