সরকারী চাকরির স্বপ্ন সবারই আছে। সরকারি চাকরি পাওয়ার জন্য ধৈর্য, অনুশীলন এবং অধ্যবসায় এই তিনটি অপরিহার্য বিষয়। কিন্তু, এগুলোর সাথে সাথে যা প্রয়োজন তা হল নির্দিষ্ট পরীক্ষা বা তারা সেই সম্পর্কে যে শূন্যপদগুলি প্রকাশ করে সে সম্পর্কে বোঝা। পরীক্ষার সব বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলে প্রস্তুতি সহজ হয়ে যাবে।
এই নিবন্ধে, আমরা একটি আকর্ষণীয় সরকারি সুযোগ অন্বেষণ করব যা প্রার্থীদের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সহায়তা করতে পারে।
যারা সরকারী চাকরির সন্ধান করছেন তারা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাথে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের পাবলিক সেক্টরে প্রার্থী নিয়োগের জন্য অসংখ্য পরীক্ষা পরিচালনা করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল WBPSC ক্লার্কশিপ পরীক্ষা। পশ্চিমবঙ্গে ক্লার্কশিপ পরীক্ষা নিম্ন বিভাগের সহকারী, ক্লার্ক ইত্যাদি পদের জন্য নির্বাচন করে থাকে। সচিবালয়, অধিদপ্তর, জেলা অফিস এবং আঞ্চলিক অফিস (কলকাতা সহ) গুলির জন্য প্রার্থী নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
WBPSC ক্লার্কশিপ পরীক্ষা রাজ্য সরকারি অফিসে বিভিন্ন ক্লার্ক পদে প্রার্থীদের নিয়োগের জন্য পরিচালিত হয়। সরকারি দপ্তরগুলির সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে, প্রশাসনিক কাজগুলি পরিচালনা করতে এবং রেকর্ড বজায় রাখতে কেরানিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকাগুলি সরকারি কার্যকর প্রশাসনের পরিষেবাগুলির জন্য অপরিহার্য।
এই পদে নিয়োগের জন্য একাধিক ধাপ অতিক্রম করতে হয়, যার মধ্যে একটি পার্ট ১ বা প্রিলিমস পরীক্ষা, একটি পার্ট ২ বা মেনস পরীক্ষা এবং কখনও কখনও একটি ব্যক্তিত্ব পরীক্ষা ( পার্সোনালিটি টেস্ট) বা সাক্ষাৎকার (ইন্টারভিউ) পরীক্ষা হয়ে থাকে। এরপর সফল প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগে ক্লার্ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গিয়েছে পার্ট ১ পরীক্ষাও। তাহলে বিস্তারিত আলোচনা করা যাক WBPSCক্লার্কশিপ পরীক্ষার সম্পর্কে –
পরিচালনা সংস্থা | WBPSC |
পরীক্ষার নাম | Clerkship Recruitment Exam |
বয়স | ১৮-৪০ বছর |
পরীক্ষার তারিখ | পার্ট ১: 16-17 November (Preliminary) |
মোড অফ অ্যাপ্লিকেশন | অনলাইন |
মোড অফ এক্সাম | অফলাইন |
নির্বাচন পদ্ধতি | পার্ট ১, পার্ট ২, টাইপিং টেস্ট |
অফিসিয়াল ওয়েবসাইট |
এবার চোখ রাখা যাক WBPSC Clerkship এর জব প্রোফাইলের দিকে-
চলুন WBPSC Clerkship এর স্যালারি কাঠামো সম্পর্কে জেনে নিই-
পশ্চিমবঙ্গের পে কমিশনের নিয়ম অনুযায়ী WBPSC ক্লার্কশিপ চাকরিটি ৬ পে কমিশনের অন্তর্ভুক্ত। ১লা জানুয়ারি ২০২০ থেকে যে নিয়ম চালু হয়েছে সেই অনুসারে WBPSC ক্লার্কশিপ চাকরিটির বেসিক স্যালারি ২২৭০০ (22,700)। এর সঙ্গে বাড়িভাড়া ভাতা, DA বা মহার্ঘ্য ভাতা , মেডিক্যাল ভাতা ইত্যাদি যুক্ত করে সর্বমোট বেতন পাওয়া যায় ২৭২৮৬ (27,286)। তবে বর্তমানে ২০২১ সালের পর থেকে এই পদের কর্মচারীদের হাতে প্রাপ্ত বেতনের পরিমাণ ২৫,০৯৩ (25,093) টাকা।
পে লেভেল | ৬ |
বেসিক | ২২৭০০ |
DA / মহার্ঘ্য ভাতা | ১৩৬২ |
বাড়িভাড়া ভাতা | ২৭২৪ |
মেডিক্যাল ভাতা | ৫০০ |
সর্বমোট বেতন | ২৭২৮৬ |
হাতে প্রাপ্ত বেতন | ২৫০৯৩ |
WBPSC Clerkship পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে খানিক বিশদে জেনে নেওয়া যাক-
মূলত তিনটি ধাপে নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়- পার্ট ১, পার্ট ২, টাইপিং টেস্ট।
পার্ট ১ Prelims পরীক্ষায় ইংরাজি, অ্যারিথমেটিক ও জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন আসে। এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন হলো-
বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর বিভাজন |
ইংরেজি | ৩০ | ৩০ |
অ্যারিথমেটিক | ৩০ | ৩০ |
জেনারেল স্টাডিজ | ৪০ | ৪০ |
মোট | ১০০ | ১০০ |
১০০ নম্বরের এই পরীক্ষাটির জন্য নির্ধারিত সময়সীমা হল- ৯০ মিনিট।
পার্ট ১ Prelims এ উত্তীর্ণ হলে পার্ট ২ পরীক্ষা দেওয়া যাবে। পার্ট ২ অর্থাৎ Mains এর প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন। মূলত Descriptive nature এ এই পরীক্ষাটি হয়। এখানে দুটি গ্রুপ থাকে। গ্রুপ A-এর টপিক হল- ইংরাজি। গ্রুপ B-এর টপিক হল- বাংলা / হিন্দি / উর্দু / নেপালি/ সাঁওতালি।
দেখে নিই তাহলে পার্ট ২ এর প্রশ্নের প্যাটার্ন ঠিক কেমন-
গ্রুপের নাম বিষয় নম্বর Group A ইংরেজি ৫০ Group B বাংলা / হিন্দি / উর্দু / নেপালি/ সাঁওতালি ৫০ মোট ১০০
পার্ট ২-এর ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা হল- ৬০ মিনিট
পার্ট ২ এর ধাপ যারা অতিক্রম করতে পারবে,তাদের জন্য এরপর থাকবে টাইপিং টেস্ট।
এই টেস্ট-এ পাশ করলে ফাইনাল লিস্ট বেরোবে। তারপর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপর মেডিক্যাল টেস্ট হয়ে গেলে তবেই উক্ত পদে চাকরি মিলবে।
এখন বিস্তারিতভাবে WBPSC Clerkship সিলেবাসের দিকে তাকানো যাক-
পার্ট ১ এবং পার্ট ২ এর নম্বর যুক্ত করে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে, যার ভিত্তিতে কম্পিউটার টেস্টের জন্য ডাক পাওয়া যাবে।
১) রোজ পড়াশোনার মধ্যে থাকতে হবে।
২) অ্যারিথমেটিককে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে।
৩) ইংরাজিতে দুর্বলতা থাকলে একটু একটু করে প্রতিদিন ইংরাজি খবরের কাগজ, বই ইত্যাদি পড়ে প্রোফিসিয়েন্সি বাড়াতে হবে।
৪) পূর্বের পড়া কয়েকদিন অন্তর রিভাইস করতে হবে।
৫) প্রতিবেদন লেখা কিংবা অনুবাদ করার ক্ষেত্রে ভীতি কাটানোর জন্য নিয়ম করে সেগুলিকে অনুশীলন হবে।
৬) নিয়মিত মক টেস্ট দিতে হবে।
৭) প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন গুলি সলভ করতে হবে।
৮) পড়া থেকে একদিনের জন্যেও বিরতি নেওয়া যাবে না।
৯) পড়া ঠিক মতো মনে রাখার জন্য মস্তিষ্কের সঠিকভাবে বিশ্রামের প্রয়োজন। তাই নির্দিষ্ট সময় মেনে ঘুমানোর দরকার আছে।
১) ক্লার্কশিপ গাইড কৌশিক রায় সম্পাদিত রায় ও মাইতি প্রকাশনী
২) WBPSC Clerkship Prelim Practices work book by Kiran Prakashan
৩) West Bengal PSC Clerkship Examination (Bengali): by Sen and Khanna
৪) West Bengal PSC Clerkship Examination- Main in Bengali By Dr. Mosam Majumdar
WBPSC Clerkship পরীক্ষার সিলেবাসে কি কি বিষয় আছে?
এই পরীক্ষার সিলেবাসের ক্ষেত্রে পার্ট ১ এ রয়েছে ইংরাজি, অ্যারিথমেটিক, জেনারেল স্টাডিজ। পার্ট ২ এর সিলেবাসের ক্ষেত্রে ইংরাজি এবং বাংলা / হিন্দি / উর্দু / নেপালি/ সাঁওতালি বিষয়গুলি রয়েছে।
ক্লার্কশিপ পরীক্ষার Cut Off কত হয়েছে?
ক্লার্কশিপ পরীক্ষার অফিসিয়াল কাট অফ এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে অবশ্যই জানানো হবে।
ক্লার্কশিপের চাকরির ক্ষেত্রে বেতন কাঠামো কীরূপ দেখা যায়?
পশ্চিমবঙ্গের পে কমিশনের নিয়ম অনুযায়ী WBPSC ক্লার্কশিপ চাকরিটি ৬ পে কমিশনের অন্তর্ভুক্ত। ১লা জানুয়ারি ২০২০ থেকে যে নিয়ম চালু হয়েছে সেই অনুসারে WBPSC ক্লার্কশিপ চাকরিটির বেসিক স্যালারি ২২৭০০ (22,700)। এর সঙ্গে বাড়িভাড়া ভাতা, DA বা মহার্ঘ্য ভাতা , মেডিক্যাল ভাতা ইত্যাদি যুক্ত করে সর্বমোট বেতন পাওয়া যায় ২৭২৮৬ (27,286)। তবে বর্তমানে ২০২১ সালের পর থেকে এই পদের কর্মচারীদের হাতে প্রাপ্ত বেতনের পরিমাণ ২৫,০৯৩ (25,093) টাকা।
WBPSC Clerkship পদে কাজের প্রোফাইল কেমন?
ক্লার্কশিপ পদে অধীন একজন কর্মচারীকে কম্পিউটারে ডেটা সংরক্ষণ করা,সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা, বিভিন্ন রেকর্ড বজায় রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা করা, ডেটা আপ টু ডেট রাখা, প্রশাসনিক কর্ম সম্পাদন ইত্যাদি করতে হয়।
WBPSC Clerkship পরীক্ষার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া কী কী রয়েছে?
ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার ধাপগুলি হল- পার্ট ১, পার্ট ২, টাইপিং টেস্ট।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...