যেকোনো প্রতিযোগীতামূলক পরীক্ষার ক্ষেত্রে Daily Current Affairs Questions -এর গুরুত্ব অপরিসীম। যদি আপনি প্রতিদিন কিছু সময়ের জন্য Daily Current Affairs অনুশীলন করেন তাহলে প্রতিযোগীতামূলক পরীক্ষায় সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। আসন্ন পরীক্ষাগুলোর জন্য তৈরি হচ্ছেন এমন প্রার্থীরা প্রতিদিন BSSEI পরিচালিত Daily Current Affairs Questions-এর মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে পারেন। BSSEI দ্বারা প্রকাশিত এই Daily Current Affairs Questions মধ্যে রয়েছে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট সংক্রান্ত আপডেটেড তথ্য, ইকোনমিক, স্পোর্টস, ব্যাঙ্কিং, র্্যাঙ্কিং অ্যান্ড রিপোর্ট নিউজ প্রভৃতি। এছাড়াও রয়েছে এগ্রিমেন্ট, সাইন্স এন্ড টেকনোলজি, ইম্পর্ট্যান্ট ডেট ইত্যাদি সম্পর্কিত নিউজ।
সচেতন পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির রুটিনে প্রতিদিনই কিছু Daily Current Affairs Questions রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এর প্রতিনিয়ত অনুশীলন আপনাকে আপডেটেড থাকতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষগুলোতে সাফল্যের পথ আরও সুগম করবে। নিজেদের প্রস্তুতিকে সুদৃঢ় করতে দেখে নিন আজকের অর্থাৎ ২৭ জানুয়ারির কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions-
১) কোন রাজ্য ৫০০ কোটি টাকা র বেসরকারি রকেট উৎপাদনে ইউনিট সহ জ্বালানি ও মহাকাশ খাতে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
ক) কর্ণাটক
খ) তেলেঙ্গানা
গ) মহারাষ্ট্র
ঘ) গুজরাট
উত্তর: ঘ) তেলেঙ্গানা
২) কোন রাজ্যের পরিবহন সংস্থা “পরিষ্কার ও সুন্দর বাস স্টেশন অভিযান” শুরু করছে?
ক) রাজস্থান
খ) মহারাষ্ট্র
গ) গুজরাট
ঘ) কর্ণাটক
উত্তর: খ) মহারাষ্ট্র
৩) কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কর্তৃক উদ্বোধন করা দুর্যোগ ঝুঁকি সতর্কীকরণ ব্যবস্থার নাম কি?
ক) রক্ষা
খ)কবচম
গ) প্রকৃতি
ঘ) সুরক্ষামহ
উত্তর: খ) কবচম
৪) মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা ২০২৪ সালের ২১ শেষ জানুয়ারী তাদের কত তম রাজ্য দিবস পালন করেছে?
খ) ৫০তম
খ) ৬০তম
গ) ৬৩ তম
ঘ) ৫৩ তম
উত্তর: ঘ) ৫৩ তম
৫) King Cup International Badminton Open 2024 অনুষ্ঠিত হল কোথায়?
ক) সংযুক্ত আরব আমিরাত
খ) জাপান
গ) কাতার
ঘ) চীন
উত্তর: ঘ) চীন
৬) Global Firepower Index 2025 এ ভারতের স্থান কত?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর: ঘ) চতুর্থ
৭) Desert Festival 2025 কোথায় অনুষ্ঠিত হয়?
ক) বিকানের
খ) উদয়পুর
গ) জয়পুর
ঘ) জয়সলমীর
উত্তর: ঘ) জয়সলমীর
৮) Gangadhar National Award ভূষিত হবেন প্রতিভা সতপতী, তিনি কোন ভাষার কবি?
ক) অসমীয়া
খ) কোঙ্কনী
গ) মৈথিলী
ঘ) ওড়িয়া
উত্তর: ঘ) ওড়িয়া
৯)প্রথম কোন রাজ্য বাস্তুতন্ত্রকে Green GDP- এর সাথে যুক্ত করল?
ক) ছত্তিশগড়
খ) ওড়িশা
গ) গুজরাট
ঘ) উত্তরাখণ্ড
উত্তর: ক) ছত্তিশগড়
১০) ১লা জানুয়ারী ২০২৫ থেকে একটি নতুন “Tourist Tax’ চালু করল কোন দেশ?
ক) থাইল্যান্ড
খ) জাপান
গ) রাশিয়া
ঘ) মালয়েশিয়া
উত্তর: গ) রাশিয়া
এমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions প্রতিদিন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো, ব্লগের মাধ্যমে। আর সেই জন্যই সর্বদা আমাদের ওয়েবসাইট blog.bssei.in এর সঙ্গে যুক্ত থাকতে হবে। মনে রাখবেন একমাত্র Daily Current Affairs Quiz-ই পারে আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...