Daily Current Affairs Questions: 5th February 2025

Daily Current Affairs Questions: 5th February 2025

বারো মাসের তেরো পার্বণের মধ্যেও পরীক্ষার চোখ রাঙানি কিন্তু রয়েই গিয়েছে। তাই সব কিছুর মধ্যেও নিজেকে আসন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুত করতে গেলে প্রয়োজন সিলেবাস অনুযায়ী সঠিক পন্থা অবলম্বন করে সুন্দর অধ্যয়ন কৌশল মেনে চলা। আর এই অধ্যয়ন কৌশল গুলির মধ্যে Daily Current Affairs Questions-এর বিশেষ ভূমিকা রয়েছে। Daily Current Affairs Questions একজন চাকরি প্রার্থীর সফল হওয়ার সম্ভাবনাকে অনেকগুণ বাড়িয়ে দিতে পারে। আপনার প্রস্তুতির সুবিধার্থে BSSEI প্রতিদিন নিয়ে হাজির হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে চলা নানা ঘটনাবলী সম্বলিত গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions নিয়ে। যেখান থেকে আপনি পেয়ে যাবেন পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু জরুরি Daily Current Affairs Questions। দেখে নিন ৫ ফেব্রুয়ারি ২০২৫-এর কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions-

১) __________ village’s inland mangrove to be state’s first Biodiversity Heritage Site.

___________ গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভ রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হবে।

a)Andhra Pradesh

b)Gujarat

c)Manipur

d) Karnataka

উত্তর-  b)Gujarat

2) For the first time in ___________, a rare species of damselfly called Kesar Reedtail has been observed, which is found in the Western Ghats of India.

___________ এ প্রথমবারের মতো, কেসার রিডটেইল নামে একটি বিরল প্রজাতির ড্যামসেল্ফলি দেখা গেছে, যা ভারতের পশ্চিমঘাটে পাওয়া যায়

a)Haryana

b)Madhya Pradesh

c)Kerala

d)Karnataka

উত্তর- d)Karnataka

৩) _______ has won the ICC Under-19 Women’s T20 Cricket World Cup title for the second consecutive time.

_______ টানা দ্বিতীয়বারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে।

a)Australia

b)India

c)Russia

d)Melbourne

উত্তর- b)India

৪) _______ to host BRICS Youth Council Entrepreneurship Working Group meeting in March 2025.

2025 সালের মার্চ মাসে ব্রিকস ইয়ুথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করবে _______।

a)USA

b)Niger

c)India

d)UK

উত্তর- c)India

৫) Horst Koehler, Former German President & IMF’s MD has passed away at the age of _______.

হর্স্ট কোহলার, সাবেক জার্মান প্রেসিডেন্ট এবং IMF এর MD _______ বছর বয়সে মারা গেছেন।

a)89

b)84

c)81

d)87

উত্তর- c)81

৬) Former Papua New Guinea’s PM Sir Julius Chan has passed away at the age of _________.

পাপুয়া নিউ গিনির প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার জুলিয়াস চ্যান _________ বছর বয়সে মারা গেছেন।

a)91

b)84

c)85

d)93

উত্তর- c)85

৭) IRDAI has caps heath insurance Premium at ____ % for Senior Citizens.

IRDAI প্রবীণ নাগরিকদের জন্য ____% হারে স্বাস্থ্য বীমা প্রিমিয়াম ক্যাপ করেছে।

a)15

b)10

c)13

d)20

উত্তর- b)10

৮) Tejas Shirse won silver by setting a new national record in the _____-meter hurdles.

তেজস শিরসে _____-মিটার হার্ডলসে একটি নতুন জাতীয় রেকর্ড স্থাপন করে রৌপ্য জিতেছেন।

a)50

b)70

c)60

d)80

উত্তর- c)60

৯) Sunita Williams Sets New Record for Longest Spacewalk by a Female Astronaut During ______ USA Spacewalk.

সুনিতা উইলিয়ামস ______ USA স্পেসওয়াকের সময় একজন মহিলা মহাকাশচারীর দ্বারা দীর্ঘতম স্পেসওয়াকের জন্য নতুন রেকর্ড স্থাপন করেছেন।

a)91st

b)92nd

c)93rd

d)94th

উত্তর- b)92nd

১০) Japan Aerospace Exploration Agency (JAXA) Launches ‘Michibiki 6’ Navigation Satellite into Orbit. JAXA was established in _______.

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) কক্ষপথে ‘মিচিবিকি 6’ নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। JAXA _______ এ প্রতিষ্ঠিত হয়।

a)2007

b)1960

c)2003

d)1952

উত্তর- c)2003

প্রতিদিন সংগ্রহ করতে থাকুন Daily Current Affairs Questions। আপনার সফলতাকে নিশ্চিত করতে সঙ্গী হিসেবে বেছে নিন Daily Current Affairs Questions-কে। ছোটো ছোটো পদক্ষেপ ফেলুন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে নিজের ভিত্তি প্রস্তুত করতে থাকুন Daily Current Affairs Questions-এর মাধ্যমে।

daily current affairs
daily current affairs questions
daily current affairs quiz

Downloads

5th Feb 2025 - Daily Current Affairs Question

NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us