UGC বাতিল করলো CARE লিস্ট জার্নাল

UGC বাতিল করলো CARE লিস্ট জার্নাল

UGC ভারতের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। শিক্ষাক্ষেত্রে UGC-এর অবদান তাই অপরিসীম। যেকোনো স্কলার তাই চায় এই সংস্থার ছত্রছায়া থেকেই নিজের কাজ প্রকাশ করতে। ভারতের গবেষক, শিক্ষক এবং স্কলারদের  উন্নত মানের গবেষণাপত্রের খোঁজ দিতে গড়ে তোলা হয়েছিল ইউজিসি-কেয়ার জার্নাল লিস্ট। এবার সেই ইউজিসি-কেয়ার জার্নাল লিস্টকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে UGC। এখন জেনে নিন UGC CARE জার্নাল লিস্ট আসলে ঠিক কী?

UGC CARE জার্নাল লিস্ট

ভারতের গবেষক, শিক্ষক ও স্কলারদের ক্ষেত্রে শিক্ষার জগতে পরিচিত তৈরি করতে এবং তাদের ক্যারিয়ার উন্নত করতে, বিখ্যাত জার্নালে আর্টিকেল প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন মর্যাদাপূর্ণ জার্নালগুলিতে আর্টিকেল প্রকাশের জন্য গৃহীত হওয়া কখনও কখনও একটি কঠিন এবং জটিল প্রক্রিয়া হতে পারে। UGC CARE (কনসর্টিয়াম ফর অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ এথিক্স) লিস্ট গবেষকদের জার্নালগুলি প্রকাশ করতে, তাদের বিভিন্ন অনুসন্ধানের কাজে সহায়তা করতে এবং সর্বোপরি স্বীকৃতি পাওয়ার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছিল।

ইউজিসি কেয়ার লিস্টের জার্নালগুলি, যা সাধারণত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কেয়ার লিস্ট জার্নাল নামে পরিচিত, কঠোর একাডেমিক মান এবং পিয়ার রিভিউয়ের উচ্চ মান বজায় রাখার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ২০১৮ সালে একাডেমিক গবেষণা প্রকাশনার মান নিয়ন্ত্রণ করার লক্ষ্যে UGC-CARE লিস্ট চালু করা হয়েছিল। এই প্রকাশনাগুলি গবেষকদের তথ্য সমন্বিত আর্টিকেলগুলিকে একাডেমিক স্তরে যুক্ত থাকা মানুষদের কাছে উপস্থাপন করার এবং গুরুত্বপূর্ণ নানা বিতর্কমূলক জায়গায় অংশগ্রহণের সুযোগ দেয়।

কেন বাতিল করা হল UGC CARE লিস্ট

 সময়ের সঙ্গে সঙ্গে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই পদক্ষেপটি বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়, যার মধ্যে রয়েছে জার্নাল অন্তর্ভুক্তি ও বর্জনে বিলম্ব, স্বচ্ছতার অভাব, আঞ্চলিক ভাষায় প্রকাশিত নানা আর্টিকেলের অন্তর্ভুক্তি না পাওয়া, বিভিন্ন ত্রুটি সম্বলিত জার্নালের অসাবধানতাবশত অন্তর্ভুক্তি ইত্যাদি। সেই কারণেই গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে ৫৮৪ তম অধিবেশনে সমস্ত সদস্যের মতানুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় UGC CARE লিস্ট বাতিল করা হবে। ১১/২/২০২৫ তারিখে কমিশনের তরফের একটি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তটি সর্ব সমক্ষে প্রকাশিত হয়। তবে ২৫/০২/২০২৫ তারিখের মধ্যে ইমেলের মাধ্যমে কমিশন এই সিদ্ধান্ত সম্পর্কে এক্সপার্টদের মতামত জানাতে বলেছে।

UGC CARE লিস্টের পরিবর্তে কী হবে?

দেখে নিন UGC CARE লিস্ট বাতিল করে কমিশন ঠিক কী পরিবর্তন আনতে চলেছে শিক্ষাক্ষেত্রে-

  • UGC কর্তৃপক্ষ এই জার্নালের বিষয়টি সম্পূর্ণ তুলে দিচ্ছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির হাতে।
  • এই পদক্ষেপ গ্রহণের ফলে দেশের সমস্ত গবেষক ও শিক্ষকরা বিশেষভাবে উপকৃত  হবে এমনটাই আশা করা যাচ্ছে।
  • এছাড়াও দেশের আঞ্চলিক ভাষার যে জার্নালগুলি রয়েছে সেগুলি বিশেষভাবে গুরুত্ব পাবে।

Related Articles

NET Paper 1 and Paper 2 Batch AD
BPSC TRE 4.0 Batch

Connect with Us

WhatsApp