যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার স্বপ্ন দেখে তাদের কাছে UGC NET পরীক্ষাটিতে উত্তীর্ণ হওয়া স্বর্গ সোপানে উত্তরণের করার মতোই আনন্দের। UGC NET তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করেছে অফিসিয়াল কাট অফ এবং স্কোর কার্ডের লিঙ্ক। তবে এবার অনেক পরীক্ষার্থীদের মনে সংশয় জাগছে নেটের সার্টিফিকেট কি শুধুমাত্র ১ বছরের জন্য বৈধ হল? প্রতি বছর পুনরায় নেট দিয়ে কি সার্টিফিকেটের ভ্যালিডিটিকে বজায় রাখতে হবে? এছাড়া নতুন যুক্ত হওয়া ক্যাটাগরি PhD Only বিষয়টি ঠিক কি সেই সংক্রান্তই বিস্তারিত তথ্য জেনে নিন এই আর্টিকেলে।
পূর্বে UGC NET পরীক্ষায় যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে দুটি ক্যাটাগরিতে রেজাল্ট প্রকাশ করা হত একটি JRF আর অন্যটি অ্যাসিসটেন্ট প্রফেসর। যারা JRF-এ নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন তারা কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করার সুযোগের পাশাপাশি সরকার নির্ধারিত অর্থমূল্যের স্ট্রাইপেন্ড পেয়ে থাকেন। তবে যারা JRF লাভ করতে পারেন না তারা শুধুমাত্র কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করার সুযোগ পান।
UGC NET June 2024 এর নোটিফিকেশন থেকে জানা গিয়েছিল এবারে পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে। এবা
JRF, Assistant Professer এই দুটি ক্যাটাগরি ছাড়াও PhD Only নামে আর একটি নতুন ক্যাটাগরির সংযোজন করেছে UGC। প্রকাশিত রেজাল্টের ক্ষেত্রেও এই তিনটি ক্যাটাগরিই দেখতে পাওয়া গেছে। তিনটি ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
Category-1 Award of JRF and appointment as Assistant Professor
Category-2 Appointment as Assistant Professor and admission to Ph.D.
Category-3 Admission to Ph.D. only
আগে JRF কিংবা Assistant Professor হলে তবেই শুধুমাত্র PhD করার জন্য আবেদন করা যেত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তবে এবারের নিয়ম অনুসারে যারা JRF কিংবা Assistant Professor পাবে না তারাও ভর্তি হতে পারবে PhD তে। আগের দুটি ক্যাটাগরির কাট অফ অনুযায়ী নম্বর না পেয়েও PhD-র জন্য আবেদন করতে পারবে। আগে PhD-র জন্য আবেদন করতে গেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষা ( Research Eligibility Test) নেওয়ার ব্যবস্থা করত কিন্তু বিভিন্ন জায়গায় PhD সংক্রান্ত দুর্নীতি রুখতে এই পদক্ষেপ গ্রহণ করেছে UGC। এবার থেকে নেটের স্কোরকেই বেশ গুরুত্ব সহকারে দেখা যাচ্ছে এমন কথাই জানা যাচ্ছে।
তবে যে নোটিশটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছে ২ এবং ৩ নম্বর ক্যাটাগরির যোগ্যতা যারা অর্জন করবে তাদের PhD করার সুযোগ ১ বছরের জন্য বৈধ থাকবে। কিন্তু যারা নেট পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের Assistant Professor এর সার্টিফিকেটটি সারাজীবনের জন্য বৈধ থাকবে। নীচে একটি ছকের সাহায্যে কোন কোন ক্যাটাগরিতে প্রার্থীরা কি কি সুযোগ পাবে সেই বিষয়টি স্পষ্ট করে দেখানো হলো
ক্যাটাগরি | JRF | Asst.Prof | PhD Admission |
ক্যাটাগরি ১ JRF | পাবে | পাবে | পাবে |
ক্যাটাগরি ২ Assistant Professor | পাবে না | পাবে | পাবে |
ক্যাটাগরি ৩ Phd only | পাবে না | পাবে না | পাবে |
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...