WBPSC Assistant Master and Mistress এর নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। নতুন বছর শুরুর আগেই আবারও বড়ো চমক দিয়েছিল WBPSC। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ২০২৪ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে। এই শর্ট নোটিফিকেশনটি বর্ষবরণের আগের দিন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে সত্যিই ভীষণ সুখবর নিয়ে উপস্থিত হয়েছিল। বাংলা এবং ইংরেজী উভয় মাধ্যমেই শিক্ষক নিয়োগ হবে এমন কথাই জানিয়েছিল কমিশন।
পশ্চিমবঙ্গের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মঙ্গলবার ৩১ ডিসেম্বর অ্যাসিস্টেন্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগের জন্য একটি ছোটো বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করাও ছিল কোন কোন বিষয়ের জন্য শিক্ষকতার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন তাদের নোটিফিকেশনটিতে উল্লেখ করেছে, ইংরেজি ও বাংলা দুটি মাধ্যমেই মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ করা হবে। অবশেষে WBPSC একটি এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমে WBPSC Assistant Teacher Exam Date প্রকাশ করেছে।
আরও দেখুন- WBPSC Assistant Teacher Syllabus-এর Free PDF Download করুন এখনই
অবশেষে WBPSC Assistant Master and Mistress Exam Date প্রকাশ করলো তাদের এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমে। জেনে নিন WBPSC Assistant Teacher-এর পরীক্ষার তারিখ ঠিক কবে-
WBPSC Assistant Master/Mistress | |
পরিচালনা সংস্থা | WBPSC |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৩১ ডিসেম্বর ২০২৪ |
ফর্ম ফিলাপ শুরুর তারিখ | শীঘ্রই প্রকাশিত হবে |
ফর্ম ফিলাপ শেষের তারিখ | শীঘ্রই প্রকাশিত হবে |
পরীক্ষার তারিখ ( বাংলা মিডিয়াম) | ১৪/০৯/২০২৫ |
পরীক্ষার তারিখ ( ইংরেজি মিডিয়াম) | ২০/৯/২০২৫ |
WBPSC Assistant Teacher Exam Date 2025 প্রকাশিত হয়ে গেছে। জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ WBPSC Assistant Master and Mistress-এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার তারিখ যখন জানা গিয়েছে তখন আর অপেক্ষা করে লাভ নেই। আজ থেকেই শুরু করতে হবে প্রস্তুতি। তাই দেরি না করে এখন যুক্ত হন আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে। এই সারণীতে গ্রুপের লিঙ্ক দেওয়া হল, নিজেদের বিষয় অনুযায়ী গ্রুপে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি-
আমাদের BSSEI-তে WBPSC Assistant Master Mistress পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য শীঘ্রই যোগাযোগ করুন- 8777279548 নম্বরে।
WBPSC Assistant Master and Mistress Exam Date 2025-পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে শুনে নিন এই ভিডিওটি
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...