প্রকাশিত হল WBPSC Assistant Master Mistress Exam Date

প্রকাশিত হল WBPSC Assistant Master Mistress Exam Date

WBPSC Assistant Master and Mistress  এর নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। নতুন বছর শুরুর আগেই আবারও বড়ো চমক দিয়েছিল WBPSC। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ২০২৪ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর  রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে। এই শর্ট নোটিফিকেশনটি বর্ষবরণের আগের দিন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে সত্যিই ভীষণ সুখবর নিয়ে উপস্থিত হয়েছিল। বাংলা এবং ইংরেজী উভয় মাধ্যমেই শিক্ষক নিয়োগ হবে এমন কথাই জানিয়েছিল কমিশন।

WBPSC Assistant Master and Mistress Exam Date 2025 

পশ্চিমবঙ্গের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মঙ্গলবার ৩১ ডিসেম্বর অ্যাসিস্টেন্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগের জন্য একটি ছোটো বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করাও ছিল কোন কোন বিষয়ের জন্য শিক্ষকতার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন তাদের নোটিফিকেশনটিতে উল্লেখ করেছে, ইংরেজি ও বাংলা দুটি মাধ্যমেই মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ করা হবে। অবশেষে WBPSC  একটি এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমে WBPSC Assistant Teacher Exam Date প্রকাশ করেছে।

আরও দেখুন- WBPSC Assistant Teacher Syllabus-এর Free PDF Download করুন এখনই   

WBPSC Assistant Master and Mistress Exam Date

অবশেষে WBPSC Assistant Master and Mistress Exam Date  প্রকাশ করলো তাদের এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমে। জেনে নিন WBPSC Assistant Teacher-এর পরীক্ষার তারিখ ঠিক কবে-

WBPSC Assistant Master/Mistress

পরিচালনা সংস্থা

 WBPSC

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ

৩১ ডিসেম্বর ২০২৪ 

ফর্ম ফিলাপ শুরুর  তারিখ

শীঘ্রই প্রকাশিত হবে

ফর্ম ফিলাপ শেষের  তারিখ

শীঘ্রই প্রকাশিত হবে

পরীক্ষার তারিখ ( বাংলা মিডিয়াম) 

১৪/০৯/২০২৫

পরীক্ষার তারিখ ( ইংরেজি মিডিয়াম)

২০/৯/২০২৫

WBPSC Assistant Master and Mistress Exam- Whats App Group

WBPSC Assistant Teacher Exam Date 2025 প্রকাশিত হয়ে গেছে। জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ  WBPSC Assistant Master and Mistress-এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার তারিখ যখন জানা গিয়েছে তখন আর অপেক্ষা করে লাভ নেই। আজ থেকেই শুরু করতে হবে প্রস্তুতি। তাই দেরি না করে  এখন যুক্ত হন আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে। এই সারণীতে গ্রুপের লিঙ্ক দেওয়া হল, নিজেদের বিষয় অনুযায়ী গ্রুপে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি-

WBPSC Assistant Teacher Sanskrit

WBPSC Assistant Teacher Bengali 

WBPSC Assistant Teacher English 

WBPSC Assistant Teacher History 

WBPSC Assistant Teacher Geography

WBPSC Assistant Teacher Education 

WBPSC Assistant Teacher Philosophy 

আমাদের BSSEI-তে WBPSC Assistant Master Mistress পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য শীঘ্রই যোগাযোগ করুন- 8777279548 নম্বরে।

WBPSC Assistant Master and Mistress Exam Date 2025-পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে শুনে নিন এই ভিডিওটি

wbpsc assistant master exam date
wbpsc assistant mistress exam date
wbpsc assistant teacher exam date
wbpsc teacher recruitment exam
NET Paper 1 and Paper 2 Batch AD

Connect with Us