WBPSC Assistant Teacher 2024-25 এর নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে। নতুন বছর শুরুর আগেই আবারও বড়ো চমক দিল WBPSC। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ২০২৪ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শর্ট নোটিফিকেশনটি বর্ষবরণের আগের দিন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে সত্যিই ভীষণ সুখবর নিয়ে উপস্থিত হয়েছে। বাংলা এবং ইংরেজী উভয় মাধ্যমেই শিক্ষক নিয়োগ হবে এমন কথাই জানিয়েছে কমিশন। তাহলে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে জানুন এই পরীক্ষা সম্পর্কে আর এখান থেকেই সিলেবাস ডাউনলোড করে প্রস্তুতি শুরু করুন এখনই।
পশ্চিমবঙ্গের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মঙ্গলবার ৩১ ডিসেম্বর অ্যাসিসটেন্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগের জন্য একটি ছোটো বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কোন কোন বিষয়ের জন্য শিক্ষকতার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন তাদের নোটিফিকেশনটিতে উল্লেখ করেছে, ইংরেজি ও বাংলা দুটি মাধ্যমেই মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ করা হবে।
আরও পড়ুন– WBPSC Assistant Teacher Exam Date কবে হবে দেখে নিন
বিস্তারিতভাবে জেনে নিন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিসটেন্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগের বিষয়টি নিয়ে-
WBPSC Assistant Master and Mistress 2024-25 | |
পরীক্ষার নাম | অ্যাসিসটেন্ট মাস্টার মিস্ট্রেস রিক্রুটমেন্ট |
কন্ডাক্টিং বডি | ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন |
ফর্ম ফিলাপ শুরু | শীঘ্রই প্রকাশিত হবে |
ফর্ম ফিলাপ শেষ | শীঘ্রই প্রকাশিত হবে |
আবেদন মূল্য | শীঘ্রই প্রকাশিত হবে |
অফিসিয়াল ওয়েবসাইট | |
শূন্যপদের সংখ্যা | শীঘ্রই প্রকাশিত হবে |
পরীক্ষার তারিখ ( বাংলা মিডিয়াম) | ১৪/০৯/২০২৫ |
পরীক্ষার তারিখ (ইংরেজি মিডিয়াম) | ২০/০৯/২০২৫ |
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিসটেন্ট মাস্টার ও মিস্ট্রেস হিসেবে শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করার জন্য একটি সুষ্ঠু পরীক্ষা পদ্ধতির ব্যবহার করে থাকে। চাকরি প্রার্থীদের মধ্যে যোগ্যতমদের নির্বাচন করার সরকার একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে থাকে। প্রথম ধাপে সম্মানের সঙ্গে উত্তীর্ণ হলে তবেই দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য পুনরায় এই প্রার্থীদের ডাকা হবে।
যেকোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্নটি জেনে নেওয়া খুব জরুরি। তাই জন্যই এই নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে গত বছরের পরীক্ষার প্যাটার্ন কেমন ছিল দেখে নেওয়া যাক।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিসটেন্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগ পরীক্ষার সিলেবাস জানার আগে জেনে নিন কোন কোন বিষয়ে শিক্ষক – শিক্ষিকা নিয়োগ করবে-
এই মাধ্যমে আগ্রহী শিক্ষিকারা নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন –
ইংরেজি মাধ্যমের আগ্রহী শিক্ষকরা নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন-
এই মাধ্যমে আগ্রহী শিক্ষিকারা নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন –
ইংরেজি মাধ্যমের আগ্রহী শিক্ষকরা নিম্নলিখিত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন –
১) এক একটি অধ্যয়নের স্থানকে বুঝে নেওয়া: সিলেবাসের দ্বারা এক একটি অধ্যয়নের স্থান অর্থাৎ প্রতিটি অংশ সম্পর্কে খুব ভালোভাবে বুঝে নেওয়া যায়। এইভাবে পুরো সিলেবাসের মাধ্যমে অতি সুন্দরভাবে অধ্যয়নের অংশ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করা যায়।
২) একটি বাস্তবসম্মত সময়সূচী তৈরি করতে সাহায্য করা: বিষয়ভিত্তিক দৈনিক অধ্যয়নের জন্য সিলেবাসটিকে জানা অত্যন্ত প্রয়োজনীয়। উদ্বেগজনক অংশগুলিকে কতখানি অগ্রাধিকার দেওয়া হবে সেই সম্পর্কেও ধারণা পাওয়া যায় সিলেবাসকে ভালো বোঝা দরকার। পাঠ্যসূচীকে কতটা সময়সূচীতে বাঁধতে হবে সেই বিষয়েও সাহায্য করে।
৩) একটি যুক্তিসঙ্গত লক্ষ্য নির্ধারণ: একই সময়ে অনেকগুলি অংশ নিয়ে নিজের অতিরিক্ত চাপ মনে হয়। এটির জন্য দরকার সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সঠিক ধারণা। শেষ মুহূর্তের প্রস্তুতির আগে পড়ার জন্য সুনির্দিষ্ট এবং পয়েন্ট টু দ্যা রিভিশন নোট প্রস্তুত করা দরকার তার জন্য সিলেবাসকে জানতে হবে। তবে পরীক্ষার একদম আগে নতুন বিষয় অধ্যয়ন করা বা ক্র্যামিং করা ভাল নয়।
৪) বিষয়গুলির মধ্যে স্থানান্তর: পরীক্ষার অধ্যয়নকে স্মৃতি-ভিত্তিক, সমস্যা সমাধান, ব্যাখ্যা বেস বিষয় হিসাবে শ্রেণীবদ্ধ করা দরকার। এই জন্যই সিলেবাসকে বোঝা খুব গুরুত্বপূর্ণ।
৫) স্মরণ এবং সংক্ষিপ্তকরণে সিলেবাস : একমাত্র সিলেবাসকে পর্যায়ক্রমে জানলে স্ব প্রস্তুতি এবং পুরনো পড়া স্মরণ করা সবকিছুই সঠিকভাবে হয়। স্ব-মূল্যায়নের জন্য আপনি যা অধ্যয়ন করেছেন তার জন্য সিলেবাসকে স্মৃতিতে রাখা জরুরি।
৬) পুরানো প্রশ্নপত্র ব্যবহার করুন: পরীক্ষার অতীতের প্রশ্নপত্র দেখেও খুব সহজে সিলেবাসকে সুন্দরভাবে জানা যায়। এটি জ্ঞানের ভিত্তি এবং প্রস্তুতির উপর নিজেকে পরীক্ষা করতেও সহায়তা করে।
খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যাসিসটেন্ট মাস্টার ও মিস্ট্রেস নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি। তাই দেরি না করে এখন যুক্ত হন হোয়াটস অ্যাপ গ্রুপে। এই সারণীতে গ্রুপের লিঙ্ক দেওয়া হল, নিজেদের বিষয় অনুযায়ী-
পশ্চিমবঙ্গ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সিলেবাসে পরীক্ষা হবে তার PDF দেওয়া হল। নিজের বিষয় অনুযায়ী প্রার্থীরা সেগুলিকে ডাউনলোড করে প্রস্তুতি শুরু করে দিন আজই।
আমাদের ব্লগের নীচে মধ্যে থেকে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস,ভূগোল, দর্শন / ফিলসোফি ইত্যাদি বিষয়ের ওপর সিলেবাসের PDF ডাউনলোড করার অপশন দেওয়া হল, নিজেদের বিষয়ের PDF টি সংগ্রহ করে নিন।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...