WBPSC Clerkship পরীক্ষার সেরা প্রস্তুতি নিন আজ থেকেই

WBPSC Clerkship পরীক্ষার সেরা প্রস্তুতি নিন আজ থেকেই

সরকারী চাকরির স্বপ্ন সবারই আছে। সরকারি চাকরি পাওয়ার জন্য ধৈর্য, ​​অনুশীলন এবং অধ্যবসায় এই তিনটি অপরিহার্য বিষয়। কিন্তু, এগুলোর সাথে সাথে যা প্রয়োজন তা হল নির্দিষ্ট পরীক্ষা বা তারা সেই সম্পর্কে যে শূন্যপদগুলি প্রকাশ করে সে সম্পর্কে বোঝা। পরীক্ষার সব বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলে প্রস্তুতি সহজ হয়ে যাবে।

এই নিবন্ধে, আমরা একটি আকর্ষণীয় সরকারি সুযোগ অন্বেষণ করব যা প্রার্থীদের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সহায়তা করতে পারে। 

যারা সরকারী চাকরির সন্ধান করছেন তারা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাথে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের পাবলিক সেক্টরে প্রার্থী নিয়োগের জন্য অসংখ্য পরীক্ষা পরিচালনা করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল WBPSC ক্লার্কশিপ পরীক্ষা। পশ্চিমবঙ্গে ক্লার্কশিপ পরীক্ষা নিম্ন বিভাগের সহকারী, ক্লার্ক ইত্যাদি পদের জন্য নির্বাচন করে থাকে। সচিবালয়, অধিদপ্তর, জেলা অফিস এবং আঞ্চলিক অফিস (কলকাতা সহ) গুলির জন্য প্রার্থী নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

WBPSC ক্লার্কশিপ কি?

WBPSC ক্লার্কশিপ পরীক্ষা রাজ্য সরকারি অফিসে বিভিন্ন ক্লার্ক পদে প্রার্থীদের নিয়োগের জন্য পরিচালিত হয়। সরকারি দপ্তরগুলির সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে, প্রশাসনিক কাজগুলি পরিচালনা করতে এবং রেকর্ড বজায় রাখতে কেরানিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকাগুলি সরকারি কার্যকর প্রশাসনের পরিষেবাগুলির জন্য অপরিহার্য।

এই পদে নিয়োগের জন্য একাধিক ধাপ অতিক্রম করতে হয়, যার মধ্যে একটি পার্ট ১ বা প্রিলিমস পরীক্ষা, একটি পার্ট ২ বা মেনস পরীক্ষা এবং কখনও কখনও একটি ব্যক্তিত্ব পরীক্ষা ( পার্সোনালিটি টেস্ট) বা সাক্ষাৎকার (ইন্টারভিউ) পরীক্ষা হয়ে থাকে। এরপর সফল প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগে ক্লার্ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গিয়েছে পার্ট ১ পরীক্ষাও। তাহলে বিস্তারিত আলোচনা করা যাক WBPSC ক্লার্কশিপ পরীক্ষার সম্পর্কে –

WBPSC Clerkship

WBPSC Clerkship Exam Overview

UGC NET Paper 1 Syllabus

UGC NET Sanskrit Syllabus

UGC NET Bengali Syllabus

UGC NET English Syllabus

UGC NET History Syllabus

UGC NET Geography Syllabus

UGC NET Education Syllabus

UGC NET PhilosophySyllabus

কিছুদিন পূর্বেই WBPSC Clerkship পরীক্ষার লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তাই যারা যারা ভাবছ এই পরীক্ষাটিতে বসবে তারা আজ থেকেই শুরু করে দাও এই পরীক্ষার প্রস্তুতি নিতে। দেখে নাও এই পদের জব প্রোফাইল ঠিক কেমন-

WBPSC Clerkship Job Profile

এবার চোখ রাখা যাক WBPSC Clerkship এর জব প্রোফাইলের দিকে-

  • কম্পিউটারে ডেটা সংরক্ষণ করা- বিভাগীয় নানা ধরনের ডেটা কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। 
  • সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা- যে তথ্য বা ডেটা সংগ্রহ করা হল তার ভিত্তিতে রিপোর্ট বা প্রতিবেদন লিখে রাখতে হবে। 
  • বিভিন্ন রেকর্ড বজায় রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা করা- উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিভিন্ন রেকর্ড বজায় রাখতে সাহায্য করা, ক্লার্কশিপের অন্যতম কাজ। 
  • ডেটা আপ টু ডেট রাখা- ডেটা বা তথ্যকে সবসময় আপ টু ডেট রাখতে হবে।  
  • প্রশাসনিক কর্ম সম্পাদন- নিয়ম অনুসারে নানা ধরনের প্রশাসনিক কাজ সম্পাদন করার কাজে দায়িত্বশীল থাকতে হয়। 

WBPSC Clerkship 2024-25 পরীক্ষার সম্পর্কে নবতম বিজ্ঞপ্তি!

WBPSC Clerkship Salary Structure

চলুন WBPSC Clerkship এর স্যালারি কাঠামো সম্পর্কে জেনে নিই- 

পশ্চিমবঙ্গের পে কমিশনের নিয়ম অনুযায়ী WBPSC ক্লার্কশিপ চাকরিটি ৬ পে কমিশনের অন্তর্ভুক্ত। ১লা জানুয়ারি ২০২০ থেকে যে নিয়ম চালু হয়েছে সেই অনুসারে WBPSC ক্লার্কশিপ চাকরিটির  বেসিক স্যালারি ২২৭০০ (22,700)। এর সঙ্গে বাড়িভাড়া ভাতা, DA বা মহার্ঘ্য ভাতা , মেডিক্যাল ভাতা ইত্যাদি যুক্ত করে সর্বমোট বেতন পাওয়া যায় ২৭২৮৬ (27,286)। তবে বর্তমানে ২০২১ সালের পর থেকে এই পদের কর্মচারীদের হাতে প্রাপ্ত বেতনের পরিমাণ ২৫,০৯৩ (25,093) টাকা।

  

পে লেভেল

বেসিক

২২৭০০

DA / মহার্ঘ্য ভাতা

১৩৬২

বাড়িভাড়া ভাতা

২৭২৪

মেডিক্যাল ভাতা

৫০০

সর্বমোট বেতন

২৭২৮৬

হাতে প্রাপ্ত বেতন

২৫০৯৩

WBPSC Clerkship Exam Pattern

WBPSC Clerkship পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে খানিক বিশদে জেনে নেওয়া যাক- 

মূলত তিনটি ধাপে নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়- পার্ট ১, পার্ট ২, টাইপিং টেস্ট। 

পার্ট- ১

পার্ট ১ Prelims পরীক্ষায় ইংরাজি, অ্যারিথমেটিক ও জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন আসে। এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন হলো- 

 

বিষয়

প্রশ্নের সংখ্যা

নম্বর বিভাজন

ইংরেজি

৩০

৩০

অ্যারিথমেটিক 

৩০

৩০

জেনারেল স্টাডিজ

৪০

৪০

মোট

১০০

১০০

১০০ নম্বরের এই পরীক্ষাটির জন্য নির্ধারিত সময়সীমা হল- ৯০ মিনিট।

পার্ট ২

পার্ট ১ Prelims এ  উত্তীর্ণ হলে পার্ট ২ পরীক্ষা দেওয়া যাবে। পার্ট ২ অর্থাৎ Mains এর প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন। মূলত Descriptive nature এ এই পরীক্ষাটি হয়।  এখানে দুটি গ্রুপ থাকে। গ্রুপ A-এর টপিক হল- ইংরাজি। গ্রুপ B-এর টপিক হল- বাংলা / হিন্দি / উর্দু / নেপালি/ সাঁওতালি। 

দেখে নিই তাহলে পার্ট ২ এর প্রশ্নের প্যাটার্ন ঠিক কেমন- 

গ্রুপের নাম


বিষয়

নম্বর

Group A

ইংরেজি 

৫০

Group B

বাংলা / হিন্দি / উর্দু / নেপালি/ সাঁওতালি

৫০

মোট  

১০০



পার্ট ২-এর ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা হল- ৬০ মিনিট 

পার্ট ২ এর ধাপ যারা অতিক্রম করতে পারবে,তাদের জন্য এরপর থাকবে টাইপিং টেস্ট।

এই টেস্ট-এ পাশ করলে ফাইনাল লিস্ট বেরোবে। তারপর তাদের  ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপর মেডিক্যাল টেস্ট হয়ে গেলে তবেই উক্ত পদে চাকরি মিলবে।

WBPSC Clerkship Full Syllabus

এখন বিস্তারিতভাবে WBPSC Clerkship সিলেবাসের দিকে তাকানো যাক- 

পার্ট ১ এর সিলেবাস 

ইংরাজি

  • Sentence structure
  • Simple Grammar
  • Antonyms, Synonyms their correct usage
  • Vocabulary.

অ্যারিথমেটিক- 

  • Ratio and Proportions, 
  • Simplification,
  • Percentage,
  • Profit and loss,
  • Simple interest,
  • Decimals,
  • Recurring Decimals,
  • Fractions,
  • Divisibility,
  • Partnership,
  • LCM,
  • HCF,
  • Time and work,
  • Time and distance,
  • Area of rectangles and squares,
  • Average

জেনারেল স্টাডিজ- 

  • ইতিহাস (ভারতীয় ইতিহাস), 
  • ভূগোল, 
  • কারেন্ট অ্যাফেয়ার্স, 
  • বিজ্ঞান, 
  • রাস্ট্রবিজ্ঞান, 
  • অর্থনীতি ইত্যাদি। 

পার্ট ২ এর সিলেবাস

Group-A: English

  •  Drafting of a report in English from points or materials supplied
  • Condensing of a prose passage (Summary/Precis)
  • Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santali, as the case may be, into English.

গ্রুপ B: বাংলা / হিন্দি / উর্দু / নেপালি/ সাঁওতালি

  • একটি প্রতিবেদন লিখতে হবে যার উপাদান ইংরাজিতে দেওয়া থাকবে।
  • একটি গদ্যাংশ দেওয়া থাকবে।  তার সারাংশ লিখতে হবে।। 
  • ইংরাজি থেকে বাংলা / হিন্দি / উর্দু / নেপালি/ সাঁওতালি ভাষায় অনুবাদ করতে হবে। 

পার্ট ১ এবং পার্ট ২ এর নম্বর যুক্ত করে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে, যার ভিত্তিতে কম্পিউটার টেস্টের জন্য ডাক পাওয়া যাবে।

WBPSC Clerkship previous year question paper ফ্রিতে ডাউনলোড করে প্রস্তুতি শুরু করে দিন এখনই!

WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন 

১) রোজ পড়াশোনার মধ্যে থাকতে হবে। 

২)  অ্যারিথমেটিককে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। 

৩) ইংরাজিতে দুর্বলতা থাকলে একটু একটু করে প্রতিদিন ইংরাজি খবরের কাগজ, বই ইত্যাদি পড়ে প্রোফিসিয়েন্সি বাড়াতে হবে।

৪) পূর্বের পড়া কয়েকদিন অন্তর রিভাইস করতে হবে। 

৫) প্রতিবেদন লেখা কিংবা অনুবাদ করার ক্ষেত্রে ভীতি কাটানোর জন্য নিয়ম করে সেগুলিকে অনুশীলন হবে।

৬) নিয়মিত মক টেস্ট দিতে হবে।

৭) প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন গুলি সলভ করতে হবে। 

৮)  পড়া থেকে একদিনের জন্যেও বিরতি নেওয়া যাবে না। 

৯)  পড়া ঠিক মতো মনে রাখার জন্য মস্তিষ্কের সঠিকভাবে বিশ্রামের প্রয়োজন। তাই নির্দিষ্ট সময় মেনে ঘুমানোর দরকার আছে।

WBPSC Clerkship পরীক্ষার বেস্ট বুক (Create a Table, put all data in it and organize)

১) ক্লার্কশিপ গাইড কৌশিক রায় সম্পাদিত রায় ও মাইতি প্রকাশনী

২) WBPSC Clerkship Prelim Practices work book by Kiran Prakashan

৩) West Bengal PSC Clerkship Examination (Bengali): by Sen and Khanna

৪) West Bengal PSC Clerkship Examination- Main in Bengali By Dr. Mosam Majumdar

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন 

WBPSC Clerkship পরীক্ষার সিলেবাসে কি কি বিষয় আছে? 

এই পরীক্ষার সিলেবাসের ক্ষেত্রে পার্ট ১ এ রয়েছে ইংরাজি, অ্যারিথমেটিক, জেনারেল স্টাডিজ। পার্ট ২ এর সিলেবাসের ক্ষেত্রে  ইংরাজি এবং বাংলা / হিন্দি / উর্দু / নেপালি/ সাঁওতালি বিষয়গুলি রয়েছে।

ক্লার্কশিপ পরীক্ষার Cut Off  কত হয়েছে?

ক্লার্কশিপ পরীক্ষার অফিসিয়াল কাট অফ এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে অবশ্যই জানানো হবে।

ক্লার্কশিপের চাকরির ক্ষেত্রে বেতন কাঠামো কীরূপ দেখা যায়? 

পশ্চিমবঙ্গের পে কমিশনের নিয়ম অনুযায়ী WBPSC ক্লার্কশিপ চাকরিটি ৬ পে কমিশনের অন্তর্ভুক্ত। ১লা জানুয়ারি ২০২০ থেকে যে নিয়ম চালু হয়েছে সেই অনুসারে WBPSC ক্লার্কশিপ চাকরিটির  বেসিক স্যালারি ২২৭০০ (22,700)। এর সঙ্গে বাড়িভাড়া ভাতা, DA বা মহার্ঘ্য ভাতা , মেডিক্যাল ভাতা ইত্যাদি যুক্ত করে সর্বমোট বেতন পাওয়া যায় ২৭২৮৬ (27,286)। তবে বর্তমানে ২০২১ সালের পর থেকে এই পদের কর্মচারীদের হাতে প্রাপ্ত বেতনের পরিমাণ ২৫,০৯৩ (25,093) টাকা।

WBPSC Clerkship পদে কাজের প্রোফাইল কেমন? 

ক্লার্কশিপ পদে অধীন একজন কর্মচারীকে  কম্পিউটারে ডেটা সংরক্ষণ করা,সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা, বিভিন্ন রেকর্ড বজায় রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা করা, ডেটা আপ টু ডেট রাখা, প্রশাসনিক কর্ম সম্পাদন ইত্যাদি করতে হয়।

WBPSC Clerkship পরীক্ষার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া কী কী রয়েছে? 

ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার ধাপগুলি হল- পার্ট ১, পার্ট ২, টাইপিং টেস্ট। 

Related Articles

WBPSC Clerkship Batch AD
WBPSC Clerkship Batch AD

Connect with Us

WhatsApp
<