Daily Current Affairs Questions আধুনিক যুগে বড্ড প্রয়োজনীয়। বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় প্রার্থীরা কোনোভাবেই বুঝতে পারে না Current Affairs Questions কীভাবে পড়বে, কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবে ইত্যাদি। তারা নানা জায়গা থেকে Daily Current Affair Quiz সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে তা সংগ্রহ করে সেই সংক্রান্ত পড়াশোনা শুরু করতে অনেক সময় লাগে। চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে BSSEI নিয়ে এসেছে Daily Current Affair Questions, যেখানে প্রতিদিন কিছু গুরুত্বপূর্ণ Current Affairs-এর প্রশ্ন-উত্তর আলোচনা করা হবে প্রার্থীদের জন্য। দেখে নিন আজ অর্থাৎ ২০ জানুয়ারির Daily Current Affair Questions-
১) Who has been appointed as the new captain of IPL Punjab Kings?
আই পি এল পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক কে নিযুক্ত হলেন?
ক) যুবেন্দ্র তাহার
খ) স্টিভ স্মিথ
গ) শ্রেয়স আইয়ার
ঘ) অক্ষর প্যাটেল
উত্তর-গ) শ্রেয়স আইয়ার
২) Recently Nawaf Salam was appointed as the new Prime Minister of which country?
সম্প্রতি নওয়াফ সালাম কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?
ক) কাতার
খ) লেবানন
গ) পাকিস্তান
ঘ)বাহরিন
উত্তর- খ) লেবানন
৩) Nagmark 2 Anti Tank Guided Missile is developed by which company?
নাগমার্ক ২ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কোন সংস্থা তৈরি করেছে?
ক) ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি
খ)BEL
গ) DRDO
ঘ)ISRO
উত্তর- গ) DRDO
৪) Who has been appointed as the Chairman of AFI’s newly formed Athletes Commission?
AFI এর নব গঠিত অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
ক) নীরজ চোপড়া
খ) বজরং পুনিয়া
গ) পিটি উষা
ঘ) অঞ্জু ববি জর্জ
উত্তর- ঘ)অঞ্জু ববি জর্জ
৫) Where INS Surat, INS Nilgiris, INS Vagsheer are built?
INS সুরাট, INS নীলগিরি, INS Vagsheer কোথায় নির্মিত হয়েছে?
ক)কোচিন শিপ ইয়ার্ড লিমিটেড
খ)গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং ইন্জিনিয়ারস
গ) মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড
ঘ) হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড
উত্তর- গ)মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড
৬) Recently in news Pabna river flows in which state?
সম্প্রতি খবরে থাকা পাবনা নদী কোন রাজ্যে প্রবাহিত হয়েছে?
ক) রাজস্থান
খ) মণিপুর
গ)আসাম
ঘ) মহারাষ্ট্র
উত্তর- ঘ) মহারাষ্ট্র
৭) Who developed Vargavastra micro missile system?
ভার্গবস্ত্র মাইক্রো মিসাইল সিস্টেম কে তৈরি করেছে?
ক)ডি আর ডি ও
খ) ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড
গ)ভারত ডায়নামিক্স লিমিটেড
ঘ) হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড
উত্তর- খ) ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড
৮) Larsen & Toubro India Launched Which Multipurpose Vessel MPV for Indian Navy?
লারসেন অ্যান্ড টুব্রো ভারতীয় ভারতীয় নৌ বাহিনীর জন্য কোন বহুমুখী জাহাজ MPV চালু করেছে?
ক) আই এন এস সমর্থ
খ) আই এন এস উৎকর্ষ
গ) আই এন এস সুরাট
ঘ) আই এন এস Vagsheer
উত্তর- খ)আই এন এস উৎকর্ষ
৯) Recently ‘Gan-Ngai’ 2025 festival was organized in which state?
সম্প্রতি ‘গান-নগাই’ ২০২৫ উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়েছিল?
ক) রাজস্থান
খ) মণিপুর
গ) আসাম
ঘ) মেঘালয়
উত্তর- খ) মণিপুর
১০) Tarun Das, former great director of CII, was recently honored with the Honorary Citizen Award of which country?
CII এর প্রাক্তন মহান পরিচালক তরুণ দাস সম্প্রতি কোন দেশের অনারারি সিটিজেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন?
ক) শ্রীলঙ্কা
খ) মালদ্বীপ
গ) সিঙ্গাপুর
ঘ) মালয়েশিয়া
উত্তর- গ) সিঙ্গাপুর
১১) India has signed an agreement to export BrahMos supersonic cruise missiles with which country?
ভারত কোন দেশের সাথে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানির চুক্তি করেছে?
ক) ইন্দোনেশিয়া
খ) বাংলাদেশ
গ) ইউক্রেন
ঘ) মালয়েশিয়া
উত্তর- ক) ইন্দোনেশিয়া
আজকের গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions দেওয়া হল, নিজেদের সংগ্রহে এই প্রশ্নগুলি রেখে সেগুলি প্রতিদিন অন্তত একবার করে চোখ বোলান। এই Daily Current Affairs Quiz কিন্তু আপনার কাছে লড়াইয়ের একটি অস্ত্র হতে পারে। তাই প্রতিদিন সংগ্রহ করুন Daily Current Affairs Questions, আর নিজেকে আপডেটেড রাখতে থাকুন প্রতিনিয়ত।
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...