রইল Daily Current Affairs Questions:17th February 2025

রইল Daily Current Affairs Questions:17th February 2025

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Daily Current Affairs Questions বিষয়টির গুরুত্ব বলে বোঝানো যাবে না। কারণ Daily Current Affairs Questions এর দ্বারা বেশিরভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষায়  বর্তমান ঘটনা সম্পর্কে প্রার্থীদের জ্ঞান পরীক্ষা করে। উদাহরণস্বরূপ, UPSC, SSC, Railway পরীক্ষায় প্রায়শই ভারত এবং বিশ্বজুড়ে সাম্প্রতিক ঘটনাগুলির সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রশ্ন থাকে। Daily Current Affairs Questions  সম্পর্কে অবগত থাকলে প্রার্থীর বিশ্লেষণাত্মক দক্ষতা অনেকাংশে তীক্ষ্ণ করে তোলে। এটি প্রার্থীর বিভিন্ন বিষয়ে মতামত তৈরি করতে এবং দৃষ্টিভঙ্গি বিকাশ করতে সাহায্য করে, যা কম্পিটিটিভ জন্য প্রয়োজনীয় পরীক্ষার জন্য অপরিহার্য।
আজকের অর্থাৎ ১৭ ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions সম্পর্কে অবগত হন-

১) কোন রাজ্য ২০২৭ সালে জাতীয় গেমসের ৩৯ তম সংস্করণ আয়োজন করবে?

A)উত্তরাখণ্ড

B)আসাম

C)মেঘালয়

D)মণিপুর

উত্তর- মেঘালয়

২) ২০২৫ সালে জানুয়ারী মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন কে?

A)সামার জোসেফ

B)নোমান আলী

C)জোমেল ওয়ারিকান

D)জাসপ্রীত বুমরা

উত্তর- জোমেল ওয়ারিকান

৩) ২০২৫ সালের জানুয়ারি মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় হলেন কে?

A) ড্যানি ওয়াট-হজ

B) অ্যামেলিয়া শার্লট কের

C) বেথ মুনি

D) অ্যানাবেল সাদারল্যান্ড

উত্তর- বেথ মুনি

৪) ২০২৪ সালে উত্তরাখণ্ড রাজ্য ৩৮ তম জাতীয় খেলার আয়োজন করেছিল। ৩৮ তম জাতীয় খেলার ২০২৪ এ উত্তরাখণ্ড কতগুলো পদক জিতেছে?

A) ৯৮

B) ১০৩

C) ১১০

D) ১১৬

উত্তর- ১০৩

৫) SEBI সম্প্রতি কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে?

A) Mitra

B) Sajag

C) Samarth

D) Rochak

উত্তর- Mitra

৬) ২০২৪ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় শীর্ষে কে ছিলেন?

A) লিওনেল মেসি

B) লেব্রন জেমস

C)ক্রিস্টিয়ানো রোনাল্ডো

D)নেইমার জুনিয়র

উত্তর- ক্রিস্টিয়ানো রোনাল্ডো  

৭) ভারতের কোন দেশে সম্প্রতি ভারতের নতুন কনস্যুলেট উদ্বোধন করা হয়েছে?

A)ফ্রান্স

B)জার্মানি

C)আর্জেন্টিনা

D) ব্রাজিল

উত্তর- ফ্রান্স

৮) ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে?

A) নাগাল্যান্ড

B) মণিপুর

C)আসাম

D) ত্রিপুরা

উত্তর- মণিপুর

৯)ব্লুমবার্গের এশিয়ার ধনী পরিবারের তালিকার শীর্ষে কে?

A)টাটা পরিবার

B)মুকেশ আম্বানি ও পরিবার

C)আদানি পরিবার

D)স্যামসাং পরিবার

উত্তর- মুকেশ আম্বানি ও পরিবার

১০) সম্প্রতি কোথায় আন্তর্জাতিক নারী সম্মেলন উদ্বোধন করা হয়েছে?

A)দিল্লি

B)মুম্বাই

C) বেঙ্গালুরু

D) চেন্নাই

উত্তর- বেঙ্গালুরু

বর্তমান বিশ্বে প্রতিদিন নতুন কিছু ঘটে যা আমাদের চিন্তা-ভাবনা এবং জীবনধারা পরিবর্তন করতে বাধ্য করে। এই ব্লগে আমরা সেসব গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করলাম। Daily Current Affairs Questions এভাবেই বিভিন্ন পরীক্ষার জন্য সহায়তা করে থাকে চাকরি প্রার্থীদের

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp