Daily Current Affairs Questions-এর গুরুত্ব চাকরির পরীক্ষাগুলির ক্ষেত্রে অপরিসীম। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের নানা রকমের চাকরি যেমন SSC CGL, SSC MTS, SSC CHSL, WBPSC Clerkship, WBPSC Miscellaneous ইত্যাদি পরীক্ষাকে যারা ক্র্যাক করতে চায় তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে উঠতে পারে একটি ধারালো হাতিয়ার। প্রতিদিন পড়ার অভ্যাস তৈরি করে আপনি এমন প্রস্তুতি নিন যাতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কোনোভাবে মিস না হয়ে যায়। সিলেবাসের বিষয়বস্তুকে পরিচালনাযোগ্য করে ছোট নোটে সংগঠিত করে পড়লে পড়াশোনা ও সংশোধনের ক্ষেত্র অনেক সহজতর হয়ে যায়। তাই দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বা Daily Current Affairs Questions প্রশ্নের অংশকে একদমই অবহেলা করা উচিত নয়।
দেখে নিন আজকের অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ২০২৫-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বা Daily Current Affairs Questions
১) Gyanesh Kumar Appointed as India’s Next Chief Election Commissioner. He is an IAS officer of the which batch?
ভারতের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার নিযুক্ত হলেন। তিনি কোন ব্যাচের একজন আইএএস অফিসার?
a)1992
b)1983
c)1988
d)1985
উত্তর- c)1988
২) ______ wins ICAI Award for Best Financial Reporting for 2023-24.
______ ২০২৩-২৪ সালের জন্য সেরা আর্থিক প্রতিবেদনের জন্য ICAI পুরস্কার জিতেছে।
a)SBI Life
b)Axis Life
c)HDFC Life
d)Aditya Birla Insurance Life
উত্তর- c)HDFC Life
৩) Which IIT researchers develop self-cleaning, flexible heating fabric for cold climates?
কোন আইআইটি গবেষকরা ঠান্ডা আবহাওয়ার জন্য স্ব-পরিষ্কার, নমনীয় গরম করার কাপড় তৈরি করেন?
a)Bombay
b)Madras
c)Guwahati
d)Roorkee
উত্তর- c)Guwahati
৪) Government awards Reliance New Energy Battery for _____ GWh more capacity under PLI ACC Scheme.
PLI ACC স্কিমের অধীনে _____ GWh ক্ষমতা বৃদ্ধির জন্য সরকার রিলায়েন্স নিউ এনার্জি ব্যাটারি প্রদান করেছে।
a)10
b)20
c)30
d)40
উত্তর- a)10
৫) India’s first vertical bifacial solar power plant was inaugurated in _______ during the 5th International Conference on Green Metro Systems.
ভারতের প্রথম উল্লম্ব দ্বিমুখী সৌর বিদ্যুৎ কেন্দ্রটি _______ তে ৫ম আন্তর্জাতিক পরিবেশবান্ধব মেট্রো সিস্টেম সম্মেলনের সময় উদ্বোধন করা হয়েছিল।
a)Allahabad
b)New Delhi
c)Kolkata
d)Mumbai
উত্তর- b)New Delhi
৬) RBI imposes fine of Rs ________ lakh on Nainital Bank and Ujjivan Small Finance Bank.
নৈনিতাল ব্যাংক এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের উপর আরবিআই ________ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে।
a)67.6
b)67.1
c)68.1
d)63.6
উত্তর- c)68.1
৭) Privy and which bank has collaborated to implement compliance with the Digital Personal Data Protection Act (DPDP Act) 2023?
ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন (DPDP আইন) ২০২৩ এর সাথে সম্মতি বাস্তবায়নের জন্য প্রিভি এবং কোন ব্যাংক সহযোগিতা করেছে?
a)HDFC Bank
b)Kotak Mahindra Bank
c)Axis Bank
d)Bandhan Bank
উত্তর- c)Axis Bank
৮) How many NBFCs have submitted their registration certificates to the Reserve Bank of India recently?
সম্প্রতি কতগুলি NBFCs ভারতীয় রিজার্ভ ব্যাংকে তাদের নিবন্ধন শংসাপত্র জমা দিয়েছে?
a)10
b)20
c)30
d)40
উত্তর- b)20
৯) Who is the author of the book titled “The New Icon: Savarkar and the Facts”?
“দ্য নিউ আইকন: সাভারকর অ্যান্ড দ্য ফ্যাক্টস” বইটির লেখক কে?
a)Arundhati Roy
b)Arun Shourie
c)Jagdeep Dhankar
d)Prahlad Joshi
উত্তর– b)Arun Shourie
১০) LIC Launches ‘One Man Office’ to Empower Agents with Digital Services. LIC was established in _________.
ডিজিটাল পরিষেবার মাধ্যমে এজেন্টদের ক্ষমতায়নের জন্য LIC ‘এক ব্যক্তি অফিস’ চালু করেছে। LIC _________ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
a)1958
b)1951
c)1956
d)1954
উত্তর- c)1956
১১) According to ‘The FutureBrand Index 2024’, India’s Reliance Industries has secured which position?
‘দ্য ফিউচারব্র্যান্ড ইনডেক্স ২০২৪’ অনুসারে, ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোন স্থান অর্জন করেছে?
a)1st
b)2nd
c)3rd
d)4th
উত্তর- b)2nd
এভাবেই প্রতিদিন সংগ্রহ করতে থাকুন Daily Current Affairs Questions বা দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিনিয়ত নিজেকে আপডেটেড রাখতে এখন থেকেই নোট রাখতে থাকুন দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সের।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...