সফলতার স্বপ্নকে পূর্ণ করুন ২৩ এপ্রিলের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের হাত ধরে

সফলতার স্বপ্নকে পূর্ণ করুন ২৩ এপ্রিলের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের হাত ধরে

Daily Current Affairs Questions -এর আপডেট প্রতিদিন কেন রাখা উচিত দেখুন

১. চাকরির পরীক্ষায় সহায়ক: বিভিন্ন সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয়ের ওপর প্রশ্ন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়লে পরীক্ষায় ভাল ফলাফলের সম্ভাবনা বেড়ে যায়।

২. দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক: কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, যেমন রাজনীতি, অর্থনীতি, বা সামাজিক সমস্যা নিয়ে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি, তা আমাদের পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী হতে পারে।

৩. জাতীয় এবং আন্তর্জাতিক খবর জানানো: প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, এবং সমাজের বর্তমান অবস্থা সম্পর্কে সচেতন করে তোলে। এটি আমাদের স্থানীয় ও বৈশ্বিক পরিস্থিতি বুঝতে সাহায্য করে।

৪. সামাজিক আলোচনায় অংশগ্রহণ: খবর জানলে আমরা সমাজের বিভিন্ন আলোচনায় অংশ নিতে পারি। এটি আমাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনেও সাহায্য করে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে আমরা নতুন ধারনা এবং চিন্তাভাবনা লাভ করি।

৫. গণমাধ্যমের প্রতি সচেতনতা বৃদ্ধি: প্রতিদিনের খবর আমাদের গণমাধ্যমের প্রতি আরও সচেতন করে তোলে এবং আমরা জানতে পারি কোন তথ্য সত্যি, কোনটি মিথ্যা, এবং কীভাবে সংবাদ আমাদের মতামত প্রভাবিত করতে পারে।

দেখে নিন আজকের অর্থাৎ ২৩ এপ্রিল ২০২৫-এর Daily Current Affairs Questions-

১) Judge __________ appointed as Registrar (Vigilance) of Delhi High Court.

বিচারক __________ দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার (ভিজিল্যান্স) হিসাবে নিযুক্ত।

a)Susmita Pakhrawal

b)Kaveri Baweja

c)Sikha Singh Rajput

d)Maithili Agarwal

উত্তর- b)Kaveri Baweja

২) India imposes _______ % Tariff on Steel Imports.

ভারত ইস্পাত আমদানির উপর _______% শুল্ক আরোপ করেছে।

a)10

b)12

c)15

d)17

উত্তর- b)12

৩) _________ launches South India’s first AC EMU train on a suburban route.

_________ দক্ষিণ ভারতের প্রথম এসি ইএমইউ ট্রেন শহরতলির রুটে চালু করেছে।

a)Thiruvananthapuram

b)Coimbatore

c)Chennai

d)Bangalore

উত্তর- c)Chennai

৪) World Earth Day is observed on which day?

বিশ্ব ধরিত্রী দিবস কোন দিনে পালিত হয়?

a)April 20

b)April 21

c)April 22

d)April 19

উত্তর- c)April 22

৫) India’s first satellite, Aryabhata, completes _______ years.

ভারতের প্রথম উপগ্রহ, আর্যভট্ট, _______ বছর পূর্ণ করেছে।

a)25

b)50

c)100

d)75

উত্তর- b)50

৬) IndusInd Bank names _______ as Deputy CFO.

IndusInd ব্যাঙ্ক ডেপুটি CFO হিসাবে ______-এর নাম দিয়েছে।

a)Santosh Kumar

b)Ravish Kumar

c)Mohan Kranti Sharma

d)Sushil Sharma

উত্তর- a)Santosh Kumar

৭) India’s Pharma Exports Cross $______ Billion.

ভারতের ঔষধ রপ্তানি ______ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

a)10

b)20

c)30

d)40

উত্তর- c)30

৮) Prime Minister Narendra Modi has visited __________ to strengthen strategic ties with Crown Prince Mohammed bin Salman.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করতে ___________ সফর করেছেন।

a)Iran

b)Iraq

c)Saudi Arabia

d)Qatar

উত্তর- c)Saudi Arabia

৯) Pope Francis, the first Latin American and Jesuit pope in history, passed away at the age of __________.

ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান এবং জেসুইট পোপ পোপ ফ্রান্সিস __________ বছর বয়সে মারা গেছেন।

a)85

b)87

c)88

d)91

উত্তর- c)88 

১০) Ambedkar Jayanti, observed on April 14, commemorates Dr. B.R. Ambedkar, the chief architect of India’s Constitution. He was posthumously awarded the Bharat Ratna in ________.

১৪ এপ্রিল পালিত আম্বেদকর জয়ন্তী, ভারতের সংবিধানের প্রধান স্থপতি ডঃ বি.আর. আম্বেদকরের স্মরণে। তাঁকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয় ________ সালে।

a)1985

b)1990

c)1995

d)1993

উত্তর- b)1990

Downloads

Daily Current Affairs Questions 23rd April 2025

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp
<