Daily Current Affairs Questions:7th February 2025

Daily Current Affairs Questions:7th February 2025

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে Daily Current Affairs Questions গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, যদি কোনো চাকরিপ্রার্থীর Daily Current Affairs Questions অনুশীলন ভালো হয়, তাহলে সে অনেক সহজতর উপায়ে এই পরীক্ষাগুলিতে ভালো নম্বর পেতে পারে। Daily Current Affairs Questions মধ্যে রয়েছে ন্যাশনাল অর্থাৎ জাতীয়, ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতীয়, স্টেট অর্থাৎ রাজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও রয়েছে এগ্রিমেন্ট, সাইন্স এন্ড টেকনোলজি, ইম্পর্ট্যান্ট ডেট ইত্যাদি সম্পর্কিত নিউজ এই Daily Current Affairs Questions-এর মধ্যে।

পরীক্ষা যতদিন পরেই হোক না কেন, পরীক্ষার প্রস্তুতি কিন্তু আগে থেকেই নিয়ে রাখা ভালো। সেই কারণেই Daily Current Affairs Questions-এর আপডেট রাখা খুব জরুরি। দেখে নিন আজকের অর্থাৎ ৭ ফেব্রুয়ারির কিছু গুরুত্বপূর্ণ Daily Current Affairs Questions-

১) _______ has become a leader in digital security, ranking first in the global digital welfare index.

_______ ডিজিটাল নিরাপত্তায় শীর্ষস্থানীয় হয়ে উঠেছে, বিশ্বব্যাপী ডিজিটাল কল্যাণ সূচকে প্রথম স্থান অধিকার করেছে।

a)China

b)India

c)USA

d)Japan

উত্তর- b)India

২) WHO warns of 85% increase in cancer cases and deaths in South-East Asia by _______.

ডব্লিউএইচও _______ নাগাদ দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্যান্সারের ঘটনা এবং মৃত্যুর 85% বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে।

a)2030

b)2040

c)2050

d)2060

উত্তর- c)2050

৩) Which country has declared food security emergency to curb soaring rice prices?

চালের ঊর্ধ্বগতি রোধে কোন দেশ খাদ্য নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছে?

a)Spain

b)Philippines

c)Finland

d)Singapore

উত্তর- b)Philippines

৪) India’s exports reach record high, reach USD ________ billion in 2023-24.

ভারতের রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, 2023-24 সালে USD ________ বিলিয়নে পৌঁছেছে।

a)750.35

b)778.21

c)790.50

d)800.75

উত্তর- b)778.21

৫) _______ th edition of India-Maldives military exercise ‘Ekuverine‘ begins in Maldives.

মালদ্বীপে শুরু হচ্ছে ভারত-মালদ্বীপের সামরিক মহড়া ‘ইকুভেরিন’-এর তম সংস্করণ।

a)14

b)15

c)13

d)19

উত্তর- c)13

৬) International Day of Human Fraternity 2025 is celebrated in _______.

আন্তর্জাতিক মানব ভ্রাতৃত্ব দিবস 2025 _______ এ পালিত হয়।

a)February 3

b)February 4

c)February 5

d)February 6

উত্তর- b)February 4

৭) ISRO Unveils FEAST Software at IIT-______.

ISRO IIT-______ FEAST সফ্টওয়্যার উন্মোচন করেছে।

a)Bombay

b)Hyderabad

c)Delhi

d)Roorkee

উত্তর- b)Hyderabad

৮) _______ th Annual Grammy Awards: India’s Chandrika Tandon Bags Grammy Award for “Triveni“.

_______ তম বার্ষিক গ্র্যামি পুরস্কার: ভারতের চন্দ্রিকা ট্যান্ডন “ত্রিবেণী” এর জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছে।

a)65

b)67

c)64

d)65

উত্তর- b)67

৯) Ministry of Defence (MoD) Signed Contract with Russia for Procurement of Anti-Ship Cruise Missile. What is the currency of Russia?

প্রতিরক্ষা মন্ত্রক (MoD) রাশিয়ার সাথে অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল সংগ্রহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়ার মুদ্রা কি?

a)Ruble

b)Pound

c)Euro

d)Dollar

উত্তর- a)Ruble

১০) RBI Launches Regulatory Sandbox for Testing Offline Digital Payment Solution. What is the paid up initial capital of RBI?

a)5 Crore

b)6 Crore

c)7 Crore

d)8 Crore

উত্তর- a)5 Crore

আজকের গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions দেওয়া হল, নিজেদের সংগ্রহে এই প্রশ্নগুলি রেখে সেগুলি প্রতিদিন অন্তত একবার করে চোখ বোলান। এই  Daily Current Affairs Quiz কিন্তু আপনার কাছে লড়াইয়ের একটি অস্ত্র হতে পারে। তাই প্রতিদিন সংগ্রহ করুন Daily Current Affairs Questions, আর নিজেকে আপডেটেড রাখতে থাকুন প্রতিনিয়ত।

Downloads

Daily Current Affairs Questions 7th Feb 2025 pdf

Related Articles

Updated Current Affairs Ebook AD
Solved Previous Year Questions for Competitive Exams AD

Connect with Us

WhatsApp