বর্তমানে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সাফল্য পাওয়ার জন্য শুধুমাত্র পুঁথিগত জ্ঞানই যথেষ্ট নয়; সমসাময়িক নানা ধরনের ঘটনাবলী এবং Daily Current Affairs Questions-এর উপরও গভীর জ্ঞান থাক অপরিহার্য। Daily Current Affairs Questions এমন একটি বিষয় যেখানে নিয়মিত আপডেট থাকা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়। কারণ বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষায় প্রায়ই সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রচুর প্রশ্ন আসে।
আমাদের ওয়েবসাইট blog.bssei.in প্রতিদিন আপনাদের জন্য জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে Daily Current Affairs Questions, Weekly Current Affairs Questions ও Monthly Current Affairs Questions এর আপডেট দিয়ে থাকে। ব্যবহারকারীরা প্রতিদিনকার বিশেষ বিশেষ সংবাদ বিশ্লেষণমূলক প্রতিবেদন পাবেন আমাদের PDF সেকশনে, যা প্রার্থীদের জ্ঞানকে প্রসারিত করার পাশাপাশি পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করে।
দেখে নিন আজকের অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ কিছু Daily Current Affairs Questions-
১) Abu Dhabi National Oil Company (ADNOC) Gas signs ______ years LNG Supply Agreement with Indian Oil Corporation.
আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (ADNOC) গ্যাস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে ______ বছরের এলএনজি সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে।
a)16
b)15
c)17
d)14
উত্তর- d)14
২) _______ launches MITRA to help investors track unclaimed mutual funds folios.
বিনিয়োগকারীদের দাবিহীন মিউচুয়াল ফান্ড ফোলিও ট্র্যাক করতে সাহায্য করার জন্য _______ MITRA চালু করেছে৷
a)RBI
b)SEBI
c)NABARD
d)IRDAI
উত্তর- b)SEBI
৩) Karnataka Govt Signs MoU with ________ at Invest Karnataka 2025 Summit.
কর্ণাটক সরকার ইনভেস্ট কর্ণাটক 2025 সামিটে ________ এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
a)World bank
b)Asian Development Bank
c)Swiss-Indian Chamber of Commerce
d)IMF
উত্তর- c)Swiss-Indian Chamber of Commerce
৪) _____ imposes several restrictions on New India Cooperative Bank, Mumbai.
_____ নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক, মুম্বাইয়ের উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে।
a)RBI
b)EXIM Bank
c)NPCI
d)SBI
উত্তর- a)RBI
৫) ______ th South Asian Senior Athletics Championship 2025 to be held in Ranchi.
______ তম দক্ষিণ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 রাঁচিতে অনুষ্ঠিত হবে।
a)5
b)7
c)4
d)9
উত্তর- c)4
৬) ICC Champions Trophy: Winners are to receive prize money of $_______ million.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: বিজয়ীরা $_______ মিলিয়নের প্রাইজমানি পাবেন।
a)2.24
b)2.41
c)2.36
d)2.84
উত্তর- a)2.24
৭) India’s Gulveer Singh breaks 17-year-old National Record in Indoor Men’s ________ m at David Hemery Invitational meet.
ভারতের গুলভীর সিং ডেভিড হেমেরি আমন্ত্রণমূলক বৈঠকে ইনডোর পুরুষদের ________ মি-এ 17 বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছেন।
a)4000
b)3000
c)5000
d)6000
উত্তর- b)3000
৮) The 38th National Games concluded in _______.
38তম জাতীয় গেমস _______ এ সমাপ্ত হয়।
a)Uttar Pradesh
b)Uttarakhand
c)Madhya Pradesh
d)Jharkhand
উত্তর- b)Uttarakhand
৯) Campa Cola replaces Thums Up to co-present IPL 2025, spending Rs _______ crore.
ক্যাম্পা কোলা _______ কোটি টাকা খরচ করে সহ-উপস্থাপিত আইপিএল 2025-এ Thums Up-এর স্থলাভিষিক্ত।
a)100
b)300
c)200
d)500
উত্তর- c)200
১০) ______ becomes the new captain of Royal Challengers Bangalore (RCB).
______ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) নতুন অধিনায়ক হন।
a)Rajat Agarwal
b)Rajat Patidar
c)Rakesh Nadda
d)Ranjit Sharma
উত্তর- b)Rajat Patidar
আমাদের Daily Current Affairs Questions-এর আপডেটগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা UPSC, SSC, Banking, Railway, WBPSC, বা অন্যান্য রাজ্য পর্যায়ের পরীক্ষার জন্য প্রয়োজনীয় হবে। তাই রোজ নিজেদের সংগ্রহে রাখতে থাকুন Daily Current Affairs Questions। নিজের লক্ষ্যে পৌঁছতে আজ থেকেই পড়তে থাকুন Daily Current Affairs Questions।
প্রতিযোগিতামূলক পরীক্ষা বা Competitive Exam আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ...
বছরের শুরুতেই একগুচ্ছ খুশির খবর উপহার দিচ্ছে সরকার। চাকরি প্রার্থীদের...
WBPSC Clerkship 2024-25-এর ছোটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পাবলিক...
পশ্চিমবঙ্গ সরকার বছরের বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে থাকে।...
RRB Group D লেভেল ১ পরীক্ষা ভারতীয় রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড...